বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 4

বিতর্কের অবিচ্ছেদ্য এক অংশ যুক্তিখন্ডন। প্রতিপক্ষের যুক্তিখন্ডন দেখে সেই যুক্তি খন্ডন করতে আবারও পোস্ট দেওয়া! আবারও আয়োজকদের ধন্যবাদ। Lee Min Ho কেন বেটার সেই পক্ষের যুক্তিখন্ডন নিয়ে এসেছি আমি তাহমিনা।
২. প্রতিপক্ষ দলের আপুর মতে লি মিন হোর রোল গুলি নিম্নে হুবহু উল্লেখ করছি:
Legend of the blue sea : Fantasy , romance ( বিশাল কোম্পানির মালিক এর কন আর্টিস্ট ছেলে

Legend of the blue sea

১ )The heirs : romance , teen (বিশাল কোম্পানির মালিক এর হাই স্কুলার ছেলে

২ )Boys over flower : romance ,teen (বিশাল কোম্পানির মালিক এর হাই স্কুলার ছেলে –

৩ )The king : romance Fantasy ( রাজা)Personal taste : romance ( আর্কিটেকট কোম্পানির ইঞ্জিনিয়ার মালিক )কিন্তু আমি রোল গুলোকে ডিফাইন করতে চাই এভাবে।

বিতর্কের বিষয় Lee min ho is better than Park Seo Joon 4

LOTBS: Heo Jun Jae যে ধনী বিজনেস বাবার সাথে মায়ের ডিভোর্স এর পর কন আর্টিস্ট হয় এবং প্যারালালি জেসন এরার কিম দাং রেয়ং হিসেবেও রোল ছিল। বলাবাহুল্য এখানে রোল টা শুধু লাভার বয় বা চকলেটবয় ও না খুব বুদ্ধিমান ব্যাড্যাস কন আর্টিস্ট এর আর ধনীর ছেলেও না যেহেতু ডিভোর্স এর পর সে বাবার সাথে ছিলনা।

লাভার বয় বা চকলেটবয়

Heirs: হ্যা সে বিশাল কোম্পানির মালিকের ছেলে বটে, কিন্তু ইললেজিটিমেট সন, আর সে কারণে তার জীবনের ভোগান্তি কিন্তু কম না। লাভার বয়ের চেয়ে কোন অংশে কম ফুটে ওঠেনি সেই রোল। আর আগের পোস্টের মত আবার বলছি, ২৭ বছর বয়সে ১৮ এর অভিনয় করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তাও এর আগে একশন,হিস্টরিকাল রোল করার পর।

BOF: ধনী ব্যবসায়ীর ছেলে, সুইট লাভার বয়। হ্যা, কিন্তু এটা একই রোলের রিপিটেশন না। আর এখানে নেওয়া অন্য চ্যালেঞ্জ গুলো আমি আগেই বলেছি।

TKEM: রাজা। ব্যাস শেষ? এই এক রোলে যে সে অভিনয়ের কতগুলো দিক তুলে ধরেছে সেটা কি? তরুন রাজা, ম্যাথমেটিশিয়ান, তার দুঃখ, আক্ষেপ, প্রতিশোধ স্পৃহা, ভালোবাসা, প্রজাপরায়ণতা কোনটার অভাব ছিল Personal_

Taste: আর্কিটেক্ট কোমপানির মালিক। উদ্যোক্তা আর ধনী মালিক কিন্তু এক না। এখানে রোল টা অনেকটা এমন যেভাবে আপু Itaweon class এ সেও জুনের রোল কে ডিফাইন করেছেন। ছোটবেলায় বাবার সাথে হওয়া অপরাধের জবাব দিতে নিজে আর্কিটেক্ট হয়ে স্ট্রাগল করে নিজে কোম্পানি দাড় করানো এক তরুন আর্কিটেক্ট যে ক্যারিয়ারের ক্ষেত্রে এতই মরিয়া যে কিনা কাজ পাওয়ার জন্য গে পরিচয় অব্দি দেয়।

আগের পোস্টে বলেছি

আর এই চরিত্রের অন্য ব্যাপার ও আগের পোস্টে বলেছি তাই আর বিস্তারিত বলছিনা।যেহেতু যুক্তি খন্ডন তাই বাকি ড্রামা-মুভি টানছি না কিন্তু একটা জিনিস বলতে চাই, ধনীর অভিনয় করেই যদি এতো ধরনের অভিনয় দেখানো যায়, গরীব হওয়ার কি দরকার বলেন? তবে বাদ দেওয়া দুটো ড্রামা সিটি হান্টার আর ফেইথের চরিত্র দুটো কিন্তু আরো বেশি ই আলাদা ছিল। যেগুলোর সাথে বাকীগুলোর কোনই সম্পর্ক নেই।

আর চরিত্রের ডিটেল বাদ দিলে আমিও কিন্তু চাইলে বলতে পারি সেও জুনের বেশির ভাগ চরিত্র স্ট্রাগলিং মধ্যবিত্ত গোছের বা ধনী সিইও! ২. ইন্সটা ফলোয়ার অভিনেতার মাপকাঠি না। ফ্যানবেইস বুঝাতে দেওয়া। কিন্তু বিতর্কের বিষয় টা যদি আরেকবার খেয়াল করেন, বেটার অভিনেতা কোথাও লেখা নেই। আর হ্যা, গং ইয়ো, জুন জি হুনের ইন্সটা আইডি নেই। কারণ হিসেবে আমি বলবো তারা মূলত যে সময়ের তখন ইন্সটা পপুলার ছিলনা।

একই কথা লি মিন হোর ক্যারিয়ারের প্রথম ৯ বছরের ক্ষেত্রেও প্রযোজ্য।আর আমাদের তুলনা যে দুইজনকে নিয়ে, দুজনেরই যেহেতু ইন্সটা আছে, বিষয়টা উল্লেখ হতেই পারে। আর কেউ শুধু ইন্সটার কথা বলেনি যদিও, সোশ্যাল মিডিয়ার সব মাধ্যম নিয়েই বলা হয়েছে।৩. অনেক ড্রামায় নেটফ্লিক্সের হাইপ ছিলনা কারণ সেগুলো নেটফ্লিক্স অরিজিনাল ড্রামা ছিলনা আর নেটফ্লিক্সের ট্রেন্ড তখনও জনপ্রিয় ছিলনা।

উল্লেখিত ড্রামা

আর এওয়ার্ড এর দিক দিয়ে উল্লেখিত ড্রামা কিন্তু PSJ এর না। আর কিং অনগোয়িং শেষ হল কয়দিন আগে কেবল, এরপর এওয়ার্ড শো ই হয়নি। তাহলে রেটিং, ট্রেন্ডিং, ক্রিটিক ছাড়া আর কি দিয়ে বিচার করার আছে বল্লে ভালো হতো।আর একই সমসাময়িক ড্রামা Itaweon Class এর জন্য ও কিন্তু PSJ পুরস্কার পাননি!

Lee Minho is better than Park Seo joon 4

৪. মিলিটারি এনলিস্টমেন্ট আগে করে ফেলা সেও জুনের বুদ্ধির পরিচয় এটা যেমন ঠিক, তেমনি ক্যারিয়ারের তুংগে থেকে চার বছরের গ্যাপ নেওয়ার পর এসেই ড্রামা আর সোশ্যাল মিডিয়ায় ফাটিয়ে দেওয়াটাও কিন্তু লি মিন হোর credibility আর ৬ বছর বেশি ইন্ডাস্ট্রিতে থাকা বিবেচনা করলে বলবো, ৩ ঘন্টার পরীক্ষা আপনি কতক্ষনে দিয়েছেন সেটা কিন্তু কোথাও হিসেব হয়না, বরং পরীক্ষায় নাম্বার কত পেয়েছেন সেটা হয়।

আর তারপরো বলে রাখি ৬ বছর যে বেশি ইন্ডাস্ট্রিতে থেকেছে, তার ৫ বছর কিন্তু গ্যাপ নিয়েছে মিন হো। আর সেও জুন কিন্তু মিন হো থেকে কম কাজ করেনি।

ইন্টারন্যাশনাল ফ্যানের কাছে

৫. চ্যারিটি গোপনে করতে হয় কথা সত্য। কিন্তু মিডিয়ায় কারো কোন কিছুই যে গোপন থাকেনা তাতো নতুন না। গোপন যদি থাকতই তাহলে তো বার্থ নেমে দান করার ব্যাপার ইন্টারন্যাশনাল ফ্যানের কাছে চলে আসতো না। আর লি মিন হোর তো বার্থ নেম ই এটা, কি করবে বেচারা বলেন?

৬. ফ্যান সার্ভিস নিয়ে একটা লাইন ই বলতে চাই, প্রফেশনালিজম মেইনটেইন করে, ফ্যান দের কে খুশি করতে পারাটা ও কিন্তু বড় ব্যাপার। ফ্যান সার্ভিসে দুইজন ই ভালো তাও নাহয় মানলাম, কোথাও কিন্তু প্রমান নাই যে এদিকে সেও জুন বেটার।

৭. লি মিন হো বেশি সুন্দর এটা কিন্তু প্রতিপক্ষের লোকই বেশি বলছে। লি মিন হোর নাকি চেহারা মেইন আর অভিনয় বোনাস।আমিও একমত সৌন্দর্য ব্যপার টা আপেক্ষিক। কিন্তু আসলে কি, এন্টারটেইন্মেন্ট জগৎ টাই আপেক্ষিক। অভিনয় ব্যাপার টাও। বিশাল নাম করা অভিনেতা দের ও অনেকের ই ভালো লাগেনা। অভিনয়ের আপেক্ষিকতার প্রমান পোস্টের প্রথম পয়েন্টটাই।তবে ব্যাপার টা কি, লি মিন হোর সৌন্দর্য নিয়ে বহু বহু চর্চা আছে।

কোথাও কিন্তু প্রমান নেই

আর সেটা যদি বাদ ও দেই, কোথাও কিন্তু প্রমান নেই যে এদিক থেকে PSJ বেটার।সৌন্দর্য বা অন্য ব্যাপারে পারসেন্টেজ না দেই আর অভিনয় এর দিক থেকে লি মিন হো কেমন আর কত ভালো সেটাও মূল বক্তব্যে ইতোমধ্যে বলেছি। (লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি) আর সার্বিক বিবেচনা করতে গেলে প্রতিপক্ষ নিজেই লি মিন হো কে দুই দিক থেকে এগিয়ে রেখেছেন।

সুতরাং আবারও বলতে চাই, LEE MIN HO IS BETTER THAN PARK SEO JOON. ধন্যবাদ সবাইকে।( বিঃদ্রঃ প্রতিপক্ষের যুক্তি খন্ডন পোস্টদাতা আপুর প্রতি আমার কোন বিদ্বেষ নাই। আমি উনাকে চিনিও না। শুধুমাত্র প্রতিযোগীতার জন্য রাব্বী ভাইয়ের নিয়ম অনুযায়ী যুক্তি খন্ডন কমেন্ট না করে পোস্ট করেছি।

আমার কোন প্রকার PSJ বিদ্বেষ ও নেই। সেক্রেটারি কিমের ড্রামা দেখেই আমার কোরিয়ান ফ্যান হওয়া। তাই বলে লি মিন হো কে ছোট করা মানতে পারবোন)আমাদের আজকের বিতর্কের বিষয় : Lee Min Ho is better than Park seo joon আমি এর পক্ষে অবস্থান করছি।শুরুতে আমি মাননীয় মডারেটর ও আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি বিষয়ে বক্তব্য পেশের সুযোগ প্রদানের জন্য।ভেবেছিলাম এই বিতর্কে অংশ নিব না কিন্ত দিন শেষে অংশ না নিয়ে পারলাম না।

প্রথম ভালোবাসাকে নিয়ে কথা

যতো যাইহোক জীবনের প্রথম ভালোবাসাকে নিয়ে কথা।আমার কাছে Lee Min Ho কেন বেটার সেটাই বলছি, আমরা পুরানো যারা আছি (২০০৯-২০১৪) কোরিয়ান ড্রামা জগতে তাদের বেশিরভাগদের প্রথম দেখা ড্রামা হলো Boys over flower। এই ড্রামার মাধ্যমে অধিকাংশ মানুষের এই কোরিয়ান ড্রামা জগতে বিচরণ ঘটে। অনেকের সেইসাথে কোরিয়ান মুভি জগতেও।

Lee Min Ho এর এক্টিং যদি এতোই খারাপ হতো তাহলে অনেকেই তার এই ড্রামা দেখার পর বলতো, না রে ভাই এইসব কোরিয়ানদের ড্রামা ভালো না।সাদা চামড়ার লম্বা একটা ছেলে চুল কোঁকড়ানো কোন অভিনয় জানে না পুরাটা সময় ড্রামা দেখে বিরক্ত লাগছে। ধুর মিয়া আমি আর এইসব কোরিয়ানদের আজাইরা ড্রামা আর দেখতেছি না।

বরং তারা মুগ্ধ হয়েছে তার এক্টিং দেখে তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে পরবর্তীতে আরো কোরিয়ান ড্রামা দেখার। আর এই মানুষের সংখ্যা বিশাল। আর আপনারা কোনভাবেই সেটা অস্বীকার করতে পারেন না। এই দর্শকদের কোরিয়ান ড্রামা মুখী করতে পারাটাই Lee Min Ho র সার্থকতা।এবার আসি Park Seo Joon কে নিয়ে।

অনেকের দেখা ১ম ড্রামা

হ্যা তার What’s wrong with secretary অনেকের দেখা ১ম ড্রামা কিন্ত দেখা যাবে তাদের অধিকাংশদের আইফ্লিক্সের বদৌলতে এই ড্রামা চোখে পরেছে। মানে আইফ্লিক্সে সাজেস্ট না করলে তারা দেখতো না।একটু খেয়াল করুন আপনাকে একটা বড় অনলাইন প্ল্যাটফর্ম সাজেস্ট করায় আপনি দেখতে বসেছেন What’s wrong with secretary kim কিন্ত Boys over flower ড্রামা কোন বড় রকমের প্ল্যাটফর্ম সাজেস্ট না করেই ওই সময় কতো মানুষকে কোরিয়ান ড্রামা মুখী করেছে।

Boys over flower এর পর তার আরো একটা ড্রামা Legend of the blue sea এই ড্রামা টা এখন যারা নতুন কোরিয়ান ড্রামা দেখেছে তাদের দেখা প্রথম কোরিয়ান ড্রামা। এটাও তুমুলভাবে দর্শক জনপ্রিয়তা পেয়েছে।Park Seo Jon কে নিয়ে অনেকে বলেছে যে উনি অস্কার প্রাপ্ত মুভিতে অভিনয় করেছেন। যেটা কোরিয়ানদের বিশ্বের কাছে সমাদৃত করেছে।

হ্যা, সে তার বন্ধুকে টিউশানি দিতে সাহায্য করেছে। কিন্ত তার অভিনয়ের কারনে কি Parasite অস্কার পেয়েছে? মানে তার জায়গা যদি অন্য কেউ অভিনয় করতো তাহলে Parasite অস্কার পেত না? প্রশ্নটা নিজেকে করুন আশা করি উত্তর পেয়ে যাবেন। সুতরাং এটা নিয়ে কথা বলাটা অযৌক্তিক।এরপর Park Seo Joon এর ভক্তদের দাবি Lee Min Ho শুধু বড় লোকের চরিত্র করে।

আলদা ভাবে নিজেকে উপস্থাপন করেছে

আপনারা তার অভিনয়টাকে দেখছেন না, যে এতগুলো বড় লোক ক্যারেক্টারের রোল প্লে করলেও সবগুলোতেই সে আলদা ভাবে নিজেকে উপস্থাপন করেছে। কোন ড্রামা দেখে মনে হয়নি আরে ওর আগের ড্রামার চরিত্রের মতোই তো লাগছে ওর অভিনয়। বরং ভিন্ন চরিত্রে ভিন্নভাবেই নিজেকে তুলে ধরেছে। আর সে যে সব বড় লোকের চরিত্রেই অভিনয় করেছে এটাও কিন্ত ভুল।Lee Min Ho এর ড্রামা গুলো ভালো না।

Park Seo Jon এর সব ড্রামা ভালো। কিন্ত Hwarang ড্রামাটা তেমন ভালো না। ড্রামায় অনেক Idol থাকার কারনে মানুষ দেখেছে। কিন্ত কাহিনী তেমন ভালো ছিল না এই ড্রামার। অপরদিকে What’s wrong with secretary kim এর কাহিনী বস আর তার অধীনস্থ সেক্রেটারির টিপিকাল কাহিনী যেখানে দেখা যায়। তারা আবার ছোটবেলা থেকে পরিচিত ছিল।

এখন আসি সম্প্রতি এই ২ এক্টরের ড্রামা The King এবং Itaewon class নিয়ে। নিজের দেশের Netflix এ ১ নম্বরে ছিল। আবার ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি দেখেন অনেক দেশে Netflix এ প্রথম দিকে অবস্থান ছিল এই ড্রামার। সেইসাথে নিজের দেশে এই ড্রামার রেটিং ২ ডিজিটের ছিল। অন্যদিকে শুধু নিজের দেশে Itweone classes রেটিং বেশি ছিল।

Lee Min Ho কে পছন্দ করে

যারা Lee Min Ho কে পছন্দ করে না তারাও বলতে বাধ্য হয়েছে The King এ Lee Min Ho এর এক্টিং ছিল অসাধারণ। তাদের মধ্যে অনেকেই এই ড্রামা দেখার পর Lee Min Ho এর ভক্ত হয়ে গিয়েছে।The King এর জনপ্রিয়তার কারনে Studio Dragon এর আয় অনেকগুন বেড়ে গিয়েছে। ২০১৮ সালের থার্ড কোয়াটারের পর The King এর মাধ্যমে তাদের এত আয় বাড়ে। আমার মনে হয় না Park Seo Jon এর কোন ড্রামার প্রোডাকশনের আয় এইভাবে বেড়েছে।

The King ড্রামা শেষ হওয়ার ২ সপ্তাহ পরে এখনো Netflix এ World wide ৭ নম্বরে আছে।মুভি নিয়ে বেশি কিছু বলব না। অনেকে Park Seo Jon এর মুভি বেশি আয় করেছে বক্স অফিসে তাই ও সেরা Lee Min Ho থেকে। তাদেরকে বলতে চাই বক্স আফিসে আয় করলেই ওই মুভি ভালো আর ভালো আয় না করলে ওই মুভি খারাপ এই ধারনাটা একদম ঠিক না।

বক্স অফিস

বক্স অফিস সবসময় একটা মুভি ভালো খারাপের পরিমাপক হতে পারে না। এমন অনেক ভালো মুভি আছে যারা বক্স অফিসে থুবড়ে পরলেও দর্শকদের কাছে সমাদৃত হয়েছে।পরিশেষে বলতে চাই Lee Min Ho অবশ্যই Park Seo Jon এর থেকে ভালো একজন অভিনেতা। যে কোরিয়ান ড্রামাকে বাইরের দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য করে তুলতে অসাধারণ ভূমিকা রেখেছে।

তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। সময়ের সাথে সাথে দর্শকদের নিজের সেরাটা দিয়ে যাচ্ছে।(আমি Park Seo Jon এর ভক্ত। কেউ আমাকে Park Seo Jon এর হেটার্স ভাববেন না। তাকেও আমার অনেক ভালো লাগে)

Leave a Comment