বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 3

বিতর্ক প্রতিযোগিতা বিতর্কের বিষয়: Lee Minho is better than Park Seo joon প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রিয় এডমিন এবং মডারেটরদের এমন সুন্দর একটি ইভেন্ট শুরু করার জন্য।আমি আজকের এই বিতর্কের বিপক্ষে কথা বলছি। কেনো এই বিষয়ের বিপক্ষে তার যুক্তিসহ আমার মতামত আমি তুলে ধরছি।

অভিনয় বলতে সাধারণত

অভিনয় বলতে সাধারণত শরীরের অঙ্গভঙ্গি এবং বাচনভঙ্গি ব্যবহার করে যখন একটি কাল্পনিক সত্তাকে নিজের মধ্যে ফুটিয়ে তোলাকেই বোঝায়। মূলত অভিনয়ের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং দিকটা হচ্ছে প্রত্যেকটা চরিত্রের মাঝে নিজেকে তুলে ধরা।একজন অভিনয়শিল্পীর অভিনয়ের ধরন যতো বহুমাত্রিক হবে তার কদরও ততো বেশি হবে, তাই বলে এই নয় যে আসলে তার খুব বেশি ফ্যান ফলোয়ার থাকতে হবে কিংবা স্রষ্টাপ্রদত্ত সুন্দর চেহারার অধিকারী হতে হবে।

বিতর্কের বিষয় Lee min ho is better than Park Seo Joon 3

(বিতর্কিত কিছু কমেন্ট দেখে এই ভূমিকাটি দেয়া) এখন আসি মূল কথায়, কেনো আমার কাছে সিও জুনকে মিনহোর থেকে ভালো মনে হলো, (আমি তাদের এওয়ার্ড,ফ্যান ফলোয়ার দিয়ে জাজ করবো না)

১. প্রথমেই বলবো সিওজুন আসলেই একজন versatile actor. তার প্রত্যেকটা ড্রামায় তাকে নতুন রূপে দেখা যায়। সে খুব সহজেই যেকোনো চরিত্রের সাথে নিজেকে এডাপ্ট করে ফেলতে পারে। এক্ষেত্রে আমি বলবো সিওজুন তার স্ক্রিপ্টের ব্যপারে খুবই চুজি। সে চেষ্টা করে নতুনত্ব আনার জন্য নিজের মধ্যে এবং বিশেষ করে বেছে বেছে এমন ড্রামাগুলোই করে যা খুবই deep meaning carry করে।

উদাহরণস্বরুপঃ

উদাহরণস্বরুপ প্রথমেই আসবে Fight For My Way- যেখানে সিওজুন তার চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছে সেই সমস্ত তরুনদের যারা সুবিধাবঞ্চিত এবং তাদের লক্ষ্যে পৌঁছাতে কত চড়াই উৎরাই পার করতে হয়।Itaewon Class – যেটা তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ড্রামার মধ্যে একটা। এখানে সে তুলে ধরেছে শত বাধা-বিপত্তির পরও কিভাবে নিজের স্বপ্ন পূরন করতে হয়।

রিভেঞ্জ মানে এই না যে তুমি আমাকে একটা গালি দিলে আমাকেও তাই করতে হবে। বরং নিজেকে তার থেকে আরো উপরে নেয়াটাই সবচেয়ে বড় রিভেঞ্জ।এই ড্রামা প্লে করার জন্য তার শখের চুলও বিসর্জন দিতে হয়েছে তাছাড়াও Sky Castle এর পর JTBC তে সেকেন্ড highest ranking এ আছে Itaewon ClassWhat’s Wrong With Secretary Kim –

রমকমে পরিপূর্ণ ড্রামার মধ্যেও নিজের প্রিয়জনের প্রতি লয়াল থাকা এবং তাকে রক্ষা করার ছোট্ট একটা মেসেজই সকল দর্শকের প্রান ছুয়ে যায়।Kill me heal me- ড্রামায় মেইনলিডে না থেকেও কিভাবে তার অভিনয় দিয়ে সবার নজর কেড়েছে তা দেখলেই বুঝতে পারবেন।

এছাড়াওঃ

এছাড়াও Hwarang (drama) , She was pretty (drama), divine fury, chronicles of Evil, Midnight runners মুভিগুলো দেখলেই বুঝবেন সিওজুন তার কাজের প্রতি কতোটা ডেডিকেটেড ছিলো এবং তার চরিত্রের ভ্যারিয়েশন কত সহজেই এডোপ্ট করে নিতে পেরেছিলো।

সে যেমন তার দর্শককে হাসাতে পেরেছে তেমনি করে তার অভিনয় দিয়ে দর্শকের মনে গাম্ভীর্য্যও ফুটিয়ে উঠতে পেরেছে। তার অভিনয় ছিলো সহজ, সাবলীল এবং বাস্তবমুখী।মেইনলীড হিসাবে অভিনয় করার পাশাপাশি Be with you, Parasite, The beauty inside এর মতো আলোচিত মুভিগুলোতেও ক্যামিও রোলে ছিলো সে।

অন্যদিকে আমি বলতে চাই, মিনহোর ড্রামাগুলোর চরিত্রের মধ্যে আমি কোনো উল্লেখযোগ্য ভ্যারিয়েশন লক্ষ্য করতে পারি না। যদি আপনি বলেন City Hunter এ মিনহোকে গতানুগতিক চরিত্রের বাইরে দেখা গেছে সেক্ষেত্রে আমি বলবো একশন জনরার হলেও মিনহো ওভারঅল সেটা ভালো মতো ফুটিয়ে উঠাতে পারেনি যেমনটা আশা করেছিলাম, সে আরো ভালো করতে পারতো কিছু কিছু জায়গায়।

লীডের অভিনয় অনেক স্ট্রং

আবার legend of the blue sea ড্রামার মধ্যেই যখন আপনি দুই লীডের মধ্যেই জরিপ করতে যাবেন তখন আপনার মন থেকেই বলে উঠবে পুরো ড্রামাটার স্ট্রং রোল প্লে করেছে Jun Jihyun যদি আপনি নিরপেক্ষভাবে চিন্তা করেন। তাছাড়া, the heirs এর ক্ষেত্রে আপনি দেখবেন অনেকেই বলবে মেইনলীডের থেকে সেকেন্ড লীডের অভিনয় অনেক স্ট্রং ছিলো।

Lee Minho is better than Park Seo joon 3

অনেকেই মিনহোর জন্য দেখা শুরু করলেও শেষ হয়েছে woobin কে দিয়েই। The King এর ক্ষেত্রে বলবো, তার নিজের মধ্যে অনেক উন্নতি এই ড্রামার মধ্যে দেখা গেলেও সেই গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। কিন্তু তাই বলে এই না তার অভিনয় আমার ভালো লাগেনি। মূলত The king এবং legend of the blue sea ই হচ্ছে আমার দেখা মিনহোর সবচেয়ে ভালো ড্রামা।

বিরোধী পক্ষের কিছু পোস্টে দেখলাম তারা বলেছেন মিনহো Gangnam Blue 1970 এ মুভিটি খুবই আলাদা রোল প্লে করেছে। আমিও তার সাথে একমত, কিন্তু আমার দ্বিমতটা অন্য জায়গায়। আমার কাছে মনে হয়েছে মুভিটির মেইন ঘটনার থেকে লীড রোলের দিকে একটু বেশিই ফোকাস করে ফেলেছে।

die hard fan

যারা একদম মিনহোর die hard fan তারা ছাড়া যারা নরমালি ক্রাইম জনরার মুভি দেখেন তারা ধরতে পারবেন যে মেইনলীডের psychologically কিছু lackings ছিলো, মিনহোর উচিত ছিলো এই ধরনের নতুন ক্রাইম জনরার জাতীয় জটিল ভূমিকা নেওয়ার আগে তাঁর একজন পেশাদার ক্রাইম ফিজিওলজিস্টের পরামর্শ নেওয়া।

সর্বোপরি মিনহোকে প্রথম ভালো লেগেছে তার চেহারার জন্য কিন্তু সিওজুনের ফ্যান হয়েছি আমি তার অভিনয় দেখে। লুকের দিক থেকে আমি অনেকের ফ্যান কিন্তু কাজের দিক থেকে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি সিওজুন সে এখনো কনস্ট্যান্ট

২. সেও জুনের সাথে তার কো-স্টারদের কেমিস্ট্রি যে লক্ষ্যনীয় ছিলো তা কেউ অস্বীকার করতে পারবে না।এটা খুবই কম দেখা যায় যে একজন অভিনেতা তার সকল কো-স্টারদের সাথে একইভাবে এতো ভালো কমিউনিকেট করতে পেরেছে।কিন্তু মিনহোর ক্ষেত্রে শুধুমাত্র “ShinMin” (shin hye- min ho) কাপলটার নামই বেশি জনপ্রিয় অন্য কো-স্টারদের থেকে। ব্যক্তিগত ভাবে তাদের দুইজনের কেমিস্ট্রিই ভালো লেগেছিলো বেশি।

মিলিটারি ট্রেনিং

৩. যারা বলছেন মিলিটারি ট্রেনিং থেকে এসে অল্প সময়ের মধ্যেই খুব fame বাড়িয়ে ফেলেছে, তাদের উদ্দেশ্যে বলছি, মিনহো ট্রেনিংয়ে গিয়েছে ৩০ বছর বয়সে অন্যদিকে সিওজুন এনলিস্টেড হয়েছে মাত্র ১৯ বছর বয়সে। আবার মিনহো officially debuted হয় ২০০৬ সালে অন্যদিকে সিওজুন তার অফিশিয়াল ক্যারিয়ার শুরু করে ২০১১ সাল থেকে।

এই অল্প সময়ে সিওজুনের সাকসেসের গ্রাফ অবশ্যই মিনহোর থেকে অনেক বেশি। সাকসেস হওয়ার ব্যাপারটা ফ্যান ফলোয়ার দেখে হয় না, যার যার কর্মক্ষেত্র থেকে তৈরি হয়।

৪. এখন আসা যাক কেনো মিনহোর এত নাম ডাক কিন্তু সিওজুনের নেই। একটা ড্রামাতে male lead এর গুরুত্ব যেমন অন্যদিকে তার opposite lead ও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু ঘুরে তাকালেই দেখবো মিনহোর বেশিরভাগ ড্রামার কো-স্টারে হিসাবে থাকে কোরিয়ার কিছু বাঘা বাঘা এক্ট্রেস। যেমন shin hye son yejin, min young এদের পপুলারিটি কোরিয়ায় কতটুকু সে ব্যপারে আশা করি কোনো সন্দেহ নেই.

Jun Jihyun

go eun তার অভিনিত Goblin এর মাধ্যমে বহুল সমাদৃত আর Jun Jihyun এর কথা তো সকল কিছুর উর্ধ্বে।অন্যদিকে আপনি সিওজুনের কো-স্টারদের লক্ষ্য করুন, সে বেশিরভাগই newbie দের সাথেই কাজ করেছে। এক্ষেত্রে একটা যুক্তি দাড় করানো যেতে পারে যে ক্যারিয়ারের দিক দিয়ে সে মিনহোর জুনিয়র। আশা রাখতে পারি ভবিষ্যতেও আমরা তাকে সিনিয়র কো-স্টারদের সাথে দেখতে পাবো।

৫. সিওজুনের আজকের এই জায়গায় পৌছানোটা মোটেও সহজ ছিলো না। সে তার ফ্যামিলিগত ভাবে কোনো সাপোর্ট পায়নি তার ক্যারিয়ার গড়ার জন্য৷ তার বাবাও তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে যখনই সে ক্যারিয়ার হিসাবে এক্টিং বেছে নিয়েছে। তাই বুঝতেই পারছেন কতোটা মানসিকভাবে বিধ্বস্ত হয়েও আজ সে এই পর্যন্ত আসতে পেরেছে শুধুমাত্র তার লুকের জন্য না, তার কাজের জোরেই সে টিকে আছে এখনো।

সুন্দর লুক দিয়ে মডেল হওয়া যায়, কিন্তু এক্টিং করতে গেলে নিজেকে প্রত্যেকটা চরিত্রের মধ্যে মিশে যেতে হয়, চ্যালেঞ্জ নেয়া শিখতে হয় নতুন কছুর জন্য।

৬. সিওজুন প্রথম কোরিয়ান এক্টর যে কিনা Youtube Gold play button পেয়েছে and also Park Seo Joon is the first Asian male model to become the face of Tommy Hilfiger. তারপরও যারা ওর লুক নিয়ে প্রশ্ন তুলবেন তাদের জন্য আমার বলার আর কিছুই নেই।

সোশ্যাল এক্টিভিটি

৭. যারা সোশ্যাল এক্টিভিটি ইস্যু নিয়ে প্রশ্ন তুলছেন তাদের উদ্দ্যেশ্যে বলতে চাই, গত ফেব্রুয়ারী মাসে সিও জুন ১০০ মিলিয়ন ওন ডোনেট করেছে COVID-19 stricken সিটিগুলোকে সাহায্য করার জন্য যেন সেখানকার হাসপাতালের ICU এর জন্য প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট কিনতে পারে।আমি এই বিতর্কের বিপক্ষে আমার মতামত তুলে ধরলাম তার মানে এই না যে আমি মিনহোকে কিংবা ওর কাজকে ছোট করলাম বা হেয় করলাম।

ব্যক্তিগত ভাবে আমারও খুব পছন্দের মানুষ মিনহো। কিন্তু তার থেকেও বেশি পছন্দের সিওজুন তার কাজ এবং লুক দুটোর জন্যই। তারা অবশ্যই তাদের নিজেদের জায়গা থেকে সফল, কিন্তু তাদের কাজের মধ্যে এতোটুকু ডিফারনশিয়েট আমরা ফ্যানরা করতেই পারি। আবারো ধন্যবাদ সবাইকে ভূল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

Leave a Comment