Mouse – আমার দেখা ৬০-৭০ টা ড্রামার মধ্যে একটা মাস্টারপিস ড্রামা

আগেই বলে নেই, বড় পোস্ট এ রিচ আসেনা। কিন্তু রাব্বি ভাই বলছে টপ টেন ড্রামার লিস্ট প্লাস রিভিউ দিতে, তাই দিতেছি, রিচ না আসলে রাব্বি ভাইয়ার খবর আছে 😒
1. Goblin – এটাই একমাত্র ড্রামা যেটার কারনে ২ মাস আমি চরম রকমের ডিপ্রেশন এ ছিলাম, শুধুই কাঁদছি। পরে দেখি গবলিন ড্রামার কারনে অনেকের এই অবস্থা হওয়ায় তারা তিন পার্ট এর একটা বিহাইন্ড দা সীন করছে ডিপ্রেশন কাটানোর জন্য।
অনেকেই বলে ড্রামা টা স্লো, কিন্তু আমি কেন জানি স্লো এর মত কিছুই দেখলাম না, শুরু থেকে শেষ অব্দি কোনো সীন ই কেটে দেখি নাই আমি ❤️
2. Healer – এই ড্রামা আমাকে তৃতীয় এবং শেষ বার বাধ্য করছে কে ড্রামার প্রেমে পড়তে। এটার যখন প্রথম এপিসোড দেখছি আমি, কিছুই বুঝিনাই আগামাথা। ড্রপ দিছিলাম। এক বছর পর আবার দেখে শুধু নিজেরে থাপ্রাইছি, কেন ড্রপ দিছিলাম।
আমি জানি আমার মত অনেকেই প্রথম এপিসোড দেখে এই কাজ টা করছে 🥴 এই ড্রামা শেষে আমি শুধু জানালার দিকে তাকিয়ে থাকতাম, এখনি কালো পোষাক ধারী কেউ এসে হয়তো আমাকে বলবে আমার উপর সারাদিন সারারাত সে নজর রাখে 😌

মাউস দেখার জন্য সত্যি ই ভালো ব্রেইন দরকার

3. Mouse – আমার দেখা ৬০-৭০ টা ড্রামার মধ্যে একটা মাস্টারপিস ড্রামাই আছে আমি বলবো, সেটা হল মাউস৷ আবার মাউস সবাই দেখতেও পারবেনা। মাউস দেখার জন্য সত্যি ই ভালো ব্রেইন দরকার। কারন এত্ত বেশী পেঁচানো, আমরা অনগোয়িং দেখা পাব্লিকরা এটলিস্ট পাঁচদিন টাইম পাইতাম এটা বুঝার, বিচার বিশ্লেষণ করার।
রীতিমতো মাউস এর থ্রেড পোস্ট দিয়ে নতুন একটা বই বানানো যাবে মাউস ২.০. এত বেশি বিশ্লেষণ সে সময় সবাই থ্রেড পোস্ট এ করছে। তাই আমি বলবো মাউস একাধারে না দেখতে। জিরাই জিরাই চিন্তা করে করে দেখতে। মাউস এর মত ই আর দুইটা ড্রামা হল The devil judge আর Law School. টপ টেনে জায়গা দিতে পারলাম না তাই এখানে লিখে দিলাম 😑
4. Flower of evil – লি জুংগির আমার দেখা এটাই ফার্স্ট ড্রামা। এই একটা বন্ডিং দেখে আমার মনে হইছিলো এরকম বন্ডিং ই আমি সারাজীবন খুঁজে আসছি। রাফ এন্ড টাফ। সব কিছুর প্রতিকূলতার মাঝে দুইজন দুইজন কে শেষ অব্দি বিশ্বাস করা, হাত ধরে রাখা।
লি জুংগির একদম অপজিট দুইটা ক্যারেক্টর একি সাথে শো করা ড্রামাটাকে আরো বেশী ডিফারেন্ট করে তুলছে। আর বাবার সাথে মেয়ের যে আলাদা সম্পর্ক, আর কোনো ড্রামায় এত সুন্দর করে ফুটিয়ে তুলছে কি না আমার জানা নাই।
5. Youth of may – ফিজিকাল টাচ ছাড়াও একটা ইন্টেসিভ সম্পর্ক, এই থিওরি তে আমি অনেক আগে থেকে বিশ্বাসী। এই ড্রামায় এই জিনিস টাই এত সুন্দর করে ফুটিয়ে তুলছে। মানে এই ড্রামায় হাত ধরা দেখলেও আমার শিরশির অনুভূতি হইতো।
আর যেভাবে ওরা দুইজন দুইজন কে ডাকতো, কেমনে ভাই কেমনে এত ইন্টেন্স এই ড্রামায়? এখনো আমার কানে হিতিসসির “থুড়াবাড়া” ডায়ালগ টা বাজে ❤️

Squid game – এটা কি বলার বাকী রাখে?

পুরা দুনিয়া মাতাই বেড়াইছে, আজীবন যারা বলছে কে ড্রামায় কি আছে, তাদের দিকে তাকাই যখন শুনতাম স্কোয়াড গেম দেখছে, মনে হইতো যেনো আমি ঠাসায় চড়াইছি তাদেরকে, মানে এতটাই পৈশাচিক আনন্দ পাইতাম 🥴 যারা স্কোয়াড গেম দেখে গ্রুপে ঢুকছেন তারা কিছু মনে করবেন না এই কথায় 👀 গেম সম্পর্কিত আরো কে ড্রামা এখন আশা করছি এইটা দেখার পর।
7. Blue birthday – ছোট্ট ড্রামাটা যে বড় বড় ড্রামার চাপে আন্ডাররেটেড হয়ে যায় নাই তাতেই আমি অনেক খুশি। ভালোই রেসপন্স পাইছে ড্রামাটা। ছবি দিয়ে টাইম ট্রাভেল এর কোনো ড্রামা আমার আগে দেখা হয় নাই।
যেমনে কাহিনি উল্টাই পাল্টাই আবার উল্টাইছে, লাস্ট এর আগ পর্যন্ত কেউ ধরতেই পারবেনা কাহিনি কি হবে। তার সাথে নায়িকাটাকে এত্ত ভাল্লাগছে আমার। আর এই ড্রামাটা অনেক লাকী আমার জন্য। ফার্স্ট কোনো কোরিয়ান অপ্পা আমার ডে সীন করছে ❤️ ভিলেন এর অভিনয় ও অসাধারণ ছিলো। এখনো বি জি এম টা কানে বাজতেছে।
8. It’s okey to not be okey – ড্রামাটা সত্যি বলতে সবার নায়ক নায়িকার জন্য প্রিয়, তবে আমার ওহ জাং সে এর জন্য প্রিয়, ওপ্পা এখানে অটিস্টিক এর অভিনয় এত অসাধারণ ভাবে করছে আমি ভাবছি যে সে সত্যিই বোধ হয় অটিস্টিক। তার প্রতিটা সীন আমি টেনে টেনে হাজার বার দেখছি।
থ্যাংকস টু ওহ জাং সে অপ্পা, আমি আবার মোটিভেট হইছি ইলিউস্ট্রেশন করার জন্য এই ড্রামা দেখার পর। আর সাইকোলজি লাভার দের ড্রামাটা অবশ্যই ভাল্লাগবে। মেন্টাল হেলথ নিয়ে যে সাইডের ছোট ছোট গল্প সাজাইছে, হ্যাটস অফ টু দি ডিরেক্টর। kwak dong এর অভিনয় দেখে কেঁদে দিছিলাম আমি।

রেজাল্ট নিয়ে ফ্যামিলি তে অপমানের স্বীকার আজকাল সব ছেলেমেয়ে গুলোই হয়

ওর জায়গায় শুধু নিজেকে চিন্তা করছি আর কাঁদছি। ড্রামাটা যারা স্লো বলে রেখে দিছে, তাদেরকে বলবো আবার শুরু করতে, মেন্টাল হেলথ নিয়ে এটলিস্ট ভবিষ্যত এর জন্য অনেক কিছু শিখে রাখতে পারবেন ❤️
9. Vincenzo – ডার্ক কমেডি জনরা আমার পছন্দ, কোরিয়ান ড্রামায় হাজারটা জনরা দেখলেও এই জনরা দেখি নাই। এক পাশে থ্রিল রেখে আরেক পাশে যে কেমনে তারা ডার্ক কমেডির বেলেন্স রাখছে খালি তারাই জানে।
আহহহ এরকম পুরা এক বিল্ডিং এর প্রতিবেশী শুদ্ধে মিস করবো কোনো ড্রামার ভাবি নাই আমি। এই ড্রামায় ও সেইম, নো টাচ ওয়ালা ইন্টেসিভ রিলেশান ❤️ আর সব এক সাইডে রেখে OK takeyon এর ডুয়েলিটি দেখার জন্য হলেও এটা সবার দেখা দরকার ❤️
10. Racket boys – রেটিং দেখে কেউ এটাকে জাজ করবেন না। ইন্দোনেশিয়া নিয়ে একটা ঝামেলা হওয়াতে ড্রামার রেটিং এত কম। মন খারাপ থাকলে এই ড্রামা মন কে ভালো করতে বাধ্য।
সবচেয়ে বড় কথা অনেক কিছু শিখাইছে এই ড্রামা আমাকে। কমফোর্ট জোনের বাইরে গিয়ে যে আমাদের চেষ্টা করা উচিত, কিংবা নিজের চয়েজে না মিললেও অন্যকে এপ্রিশিয়েট করা উচিত, মাঝে মাঝে ভালো থেকে দূরে সরে খারাপ এর মাঝেও হিরাকে খুজা উচিত, অথবা পড়ালেখা করতে করতেও যে নিজের আলাদা স্বপ্ন কে পূরন করা যায় ইচ্ছা থাকলেই, কিংবা জীবন এর সব আশা শেষ হয়ে গেলেও ছোট্ট একটু আলো তে খুশি খুঁজে বেঁচে থাকা যায়, এমন হাজারটা শিক্ষা এই ড্রামা আমাকে দিছে।
আরো দুই তিনটা ড্রামা ছিলো যেমন Mr queen, Hometown cha cha cha, happiness এগুলার রিভিউ অনেকেই অলরেডি দিয়ে দিছে তাই আমি দিলাম না।
আর navillera, sell your hounted house, at a distance spring is green টপ টেনে এদেরকে জায়গা না দিতে পারলেও এই ড্রামা গুলো অসাধারণ ❤️

Leave a Comment