বিতর্কের বিষয়ঃ Lee min Hoo is better than park Seo Joon.
আমি এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমেই আসি নায়কের বৈশিষ্ট্য নিয়ে।
নায়কের প্রথম বৈশিষ্ট্য তার অভিনয় দক্ষতা। ২য় হলো তার ফেইস লুক।সেক্ষেত্রে যদি বলি তাহলে অভিনয় দক্ষতা আর ক্যারেক্টার চয়েজের ক্ষেত্রে পার্ক সিও জুন এগিয়ে।তার প্রতিটি চরিত্র এক একটা মানুষের জীবনের প্রতিবিম্ব।
আমার lee min hoo এর চারিত্রিক ভিন্নতা অনেক বেশি দেখা হয়নি।বলে রাখা ভালো আমি lee min ho এবং park seo joon এর প্রায় সব ড্রামা এবং মুভি দেখেই বলেছি।
অনেকেই বলেছেন seo joon দেখতে সুন্দর না।তার চেহারা তাদের আকর্ষণ করেনা।যদি ভালো অভিনেতা হওয়ার জন্য শুধু চেহারা দরকার হতো তাহলে gong u এর মতো অভিনেতার জন্ম হতো না।
আর যাদের কনফিউশন আছে তার চেহারা সুন্দর না তারা তার মায়াময় চোখ বন্ধ করা প্রাণখোলা হাসির দিকে একবার তাকিয়ে দেখবেন।ঠকবেন না আশা রাখি।
অনেকেই men hoo এর দানশীলতা নিয়েও কথা বলেছেন। আসলে আড়ালে আবডালে Park Seo Joon যে দান করে যায় সেটা আপনাদের আগোচরেই থাকার কথা।কারণ seo joon জানে দান গোপনে করতে হয়।
যাই হোক অভিনয় করে বলেই তারা অভিনেতা।কিন্তু আমি Park Seo Joon কেই তার ন্যাচারাল অভিনয়ের জন্য এগিয়ে রাখবো।তাই বলছি
Park Seo Joon is better than Lee Min Hoo
লি মিন হো পার্ক সেও জুন এর থেকে বেটার” আমি এর বিপক্ষে বলছি। আমার বিগত পোস্ট এ ছোট করে এক লাইনে দুই অভিনেতার সব গুলো চরিত্র বর্ণনা করায় অনেকের কাছে যুক্তি যুক্ত মনে হয় নাই অনেকে প্রশ্ন বিদ্ধ করেছে । আমি সত্যিকার অর্থে, আমার যুক্তি এর ব্যাখ্যা দিব । সত্যিকার অর্থে ।
#উধাহরন :
একটা ড্রামা healer দেখা হয় থাকবে প্রায় সবার । উকি এর সেখানে অনেক অনেক রোমান্স থাকলেও, ড্রামা টা মূলত একশন থ্রিলার ।
রোমান্স এখানে মেইন না। এবার আসি সেও জুন এর কথায়।
ফাইট ফর মা ওয়ে তে রোমান্স থাকলেও, সেখানে তার বক্সার হিসেবে চড়াই উতরাই এবং বন্ধুত্বের কাহিনী বলা হয়। মেইন থিম life story
সেক্রেটারী কিম এ সে বড়োলোক সুদর্শন সি ই ও হলেও তার সেলফ ওবসেস ভাব, পাগলামো , অরা বলে হাত ছড়ানো কিন্তু তাও প্রেমে পরে হাস্যকর কাজ করা ।
মানে হলো ” কমেডি ” মেইন থিম এখানে সে এমন একজন এর প্রেমে পড়ে যে দেখতে সুন্দর না। ড্রামার থিম কথা হলো ইনার বিউটি মেইন । রেসিস্ট না হওয়াই বেটার 😉 এই তিন টা গেল। এবার আসি মিন হো এর কথাতে।
Lobts : মিন হো কন আর্টিস্ত ফ্যামিলি প্রবলেম আছে/ হিস্টরিকাল লিডার, সে প্রেমে পরে মারমেইড এর এবং তাকে প্রোটেক্ট করে। মেইন থিম রোমান্স।
BOF : মিন হো চ্যবল ছেলে , ফ্যামিলি প্রব আছে। প্রেমে পড়ে গরীব অসুন্দর একজনের। তাকে প্রোটেক্ট করে। মেইন থিম রোমান্স।
The heirs : সে চ্যাবল ছেলে, ফ্যামিলি প্রবলেম । প্রেমে পড়ে কাজের লোকের কন্যার। তাকে প্রোটেক্ট করে। মেইন থিম রোমান্স।
একমাত্র সিটি হান্টার ছাড়া আর কোথাও রোমান্স ছাড়া অন্য ভ্যাড়িয়েশন কম দেখেছি। এটাই আমার মূল কথা ছিল।
সবাই কে ধন্য বাদ। ❤️😌
বিতর্কের বিষয়ঃ #𝐋𝐞𝐞 𝐦𝐢𝐧 𝐡𝐨 𝐢𝐬 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐡𝐚𝐧 𝐏𝐚𝐫𝐤 𝐬𝐞𝐨 𝐣𝐨𝐨𝐧!
পক্ষে বলছি আমি নাঈমা শুরুতেই ধন্যবাদ জানাই মাননীয় মডারেটর এর প্রতি এমন সুন্দর এক আয়োজন করায়। আমি lee min ho এর পক্ষে তিনটা জিনিস নিয়ে কথা বলছি…অভিনয়,ফ্যানবেইজ এবং লুকস।
প্রত্যেকটা চরিত্রের ই নিজস্ব কিছু ব্যাপার থাকে।অভিনয় ভালো তখন ই হয় যখন একজন অভিনেতা সেই ব্যাপারটার ভিতরে ঢুকতে পারেন।এক্ষেত্রে লি মিন হো কে সেরা বলা যায় এই কারনেই যখন আমরা বয়েজ ওভার ফ্লাওয়ার দেখি,সেখানে তিনি একজন বদমেজাজী,বড়লোকের অহংকারী ছেলে আবার তিনিই পার্সোনাল টেস্ট এ একজন সংগ্রামী আর্কিটেক্ট।
https://englishsubtitles.co/blogs/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be/
আবার একটু স্কুল ড্রামায় ফেরত আসি অর্থ্যাৎ The heirs,এখানে তিনি একজন বড়লোকের illegitimate child এবং তখন তার রিয়েল বয়স ২৭ হওয়া সত্ত্বেও একজন High school student এর ক্যারেক্টার অত্যন্ত সুন্দর ভাবে প্লে করেছেন…এবার একটু হিস্টরিকাল জনরায় তাকাই, এখানে রয়্যাল বডিগার্ড অর্থাৎ যোদ্ধা হিসেবে তিনি অনবদ্য।
আবার যদি আমরা একশন জনরায় যাই মানে City hunter সেখানেও আপনি তাকে অসাধারণ একশন সিনে দেখতে পাবেন যা তার চরিত্রের গভীরতাই বোঝায়।মিলিটারি এনলিস্টমেন্ট এর আগে LOTBS এবং হালের The King: Eternal monarch এর অভিনয় নিয়ে আশা করি কিছু না বললেও হবে।যেখানে অলরেডি এসবের জন্য তিনি World wide famous.
【ফ্যানবেইজ】
Lee min ho এর followers list:
3 million on Twitter
29 million on weibo
17.4 millon on Facebook
17.6 millon on Instagram
In a contrary Park Seo Joon has 14 millon on his Instagram account.
【লুকস】
আগে দর্শনধারী পরে গুণবিচারী…এমন একটি প্রবাদ বাংলায় আছে।কারণ যতকিছুই ভালো হোক মানুষের লুক টাই সবার আগে চোখে পড়ে।
লুক এর দিকে বিচার করতে গেলে কোরিয়ান সব তারকাই সুন্দর,কিন্তু Lee min ho এর অবশ্যই অন্যরকম একটি aura আছে যার দ্বারা 2014-2015 এর একটা চাইনিজ ম্যাগাজিন অনুযায়ী Lee Min Ho কে এশিয়ান মেইল গড বলা হয়।নরমাল কোরিয়ান নেটিজেন দের মত একদম pale skin না হওয়ায় তিনি বিশ্বব্যাপীও সমান ভাবে সমাদৃত।
এছাড়াও Lee min ho world wide famous specially US,France,Australia, Canada,Spain and Italy.
First Korean celebrity হিসেবে তার একটি wax Figure রয়েছে Madam Tussouds তে।
তাকে Global actor এবং Heartthrob of billions বলা হয়
তিনি এই পর্যন্ত ৭ টি জায়গায় এমব্যাসাডর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমি কোনো ড্রামা,মুভি নিয়ে তুলনা দেই নি একারণেই যে প্রত্যকের কাজের জনরা আলাদা,একি জনরা বা একি টাইপ কোনো ড্রামা মুভি তে তারা কাজ করেননি বললেই চলে।হিস্টরিকাল ড্রামার উদাহরণ দেয়া যায় যেখানে lee min ho এর Faith এর রেটিং ৮/১০ সেখানে Park seo Joon এর Hwarang এর রেটিং ৭.৯/১০।
এখনো হিসাব করলে দেখা যাবে ৭৫% মানুষের প্রথম কোরিয়ান শো বিজ এ প্রবেশ লি মিন হো এর মাধ্যমে।পুরো কোরিয়ান ড্রামা জগত কে বিশ্ব তার অভিনীত ড্রামার মাধ্যমেই চিনেছে।তার boys over flowers, The heirs কোরিয়া ছাড়াও পুরো বিশ্বব্যাপী ফেমাস ছিলো।
সুতরাং আমার মতে 𝙇𝙚𝙚 𝙢𝙞𝙣 𝙝𝙤 𝙞𝙨 𝙗𝙚𝙩𝙩𝙚𝙧 𝙩𝙝𝙖𝙣 𝙥𝙖𝙧𝙠 𝙨𝙚𝙤 𝙟𝙤𝙤𝙣.
ধন্যবাদ সবাইকে ❤