Drama : THE VEIL (2021) vs Graceful familyDrama : THE VEIL (2021)
Genre : Spy,thriller, mystry
Episode : 12
must watch if you are thriller lover
Don’t miss this.This drama is really too good
এই ড্রামার ২ টা বিশেষত্ব আছে। প্রথম হলো “এই ড্রামায় প্রত্যেক এপিসোডেই টুইস্ট রয়েছে। যার ফলে পরের এপি না দেখা অব্দি আপনি শান্তি পাবেন না। ”
দ্বিতীয় টা হলো এই ড্রামায় কে যে ভালো আর কে যে খারাপ বুঝবেন ই না।
Drama : THE VEIL (2021) vs Drama : Graceful family
সত্যি বলছি। আর এই ব্যপারটাই পুরো ড্রামাকে আরও উপভোগ্য করেছে।
এবার আসি প্লটে। খুব অল্প বলবো প্লট যেহেতু অনেক অনেক টুইস্ট।Han Jihyeok একজন NIS এজেন্ট। হঠাতই তার কিছু স্মৃতিলোপ পায়। শুধু এটাই মনে আছে তার, “টিমের ভিতরকার ই কোনো এজেন্ট তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
“কিন্তু কে সেই বিশ্বাসঘাতক ??? অপ্পা যে কেন এত আন্ডাররেটেড আমি বুঝি না। অপ্পার Awaken ড্রামা যারা দেখেছেন তারাই বুঝবেন, অপ্পার অভিনয় দক্ষতা কত মারাত্মক ।এই ড্রামার জন্য Namkoong Min অপ্পা যে পরিমাণ ফিজিক্যল ট্রান্সফরমেশন করেছে, আমিতো পুরো ফিদা!!! অভিনয় নিয়ে কিছু বললেও কম হবে। সব কাস্ট তারপর ost ,অভিনয়, প্লট – এই ড্রামাটা থ্রিলার লাভারদের জন্য একদম পারফেক্ট।
Don’t miss this amazing drama। প্রথমেই বলি সকলেরই অধিকার আছে তাদের মতামত দেওয়ার এই কথাটা মনে ধরে বলছি আর কিহ Now We Are Breaking Up অনেকেই বলছে ড্রামাটা স্লো আর ড্রপ দিচ্ছেন এটা তাদের নিজস্ব মতামত তাই আমি সম্মান জানাই তাদের মতামত কে আমি ভেবেছিলাম পুরো ড্রামাটা কমপ্লিট করেই রিভিউ দিবো কিন্তু নেগেটিভ পোস্ট দেখে দেখে যে আপনারা নিজেরা দেখছেননা ভালো কথা।
সর্বকালের সেরা নাটক
কিন্তু কেউ জিজ্ঞেস করলে তাকেও না দেখার মতামত দিচ্ছেন এটা আমি মানতে পারছিনা কেননা সবার রুচি এক নাও হতে পারে।এবার আসি ড্রামা এর কথায়
১। এ ড্রামাটা কোনো ফ্যান্টাসি নাহ
২।এ ড্রামা টিনেজারসদের নিয়ে নয়
৩।এ ড্রামা এর প্লটটাই স্যাডনেস নিয়ে আর এই স্যাডনেস ওভারকাম করার স্টোরি আর তার মধ্যে নিজেকে খোঁজা
৪। এইটা ম্যাচিউরড ড্রামা কিছু একটা সাধারণ জুটির সাধারণ গল্প
যেহেতু আমাদের ড্রামা দেখার স্ট্যান্ডার্ড অনেক হাই তাই আমরা এটাকে প্রায়োরিটি দিতে পারছিনা।
- 𝐃𝐫𝐚𝐦𝐚 𝐍𝐚𝐦𝐞 : Our Beloved Summer
- নাটকের নাম: FLOWER OF EVİL
- মুন লাভারস: স্কারলেট হার্ট রাইও
- বিতর্কের বিষয় : Lee Min Ho is better than Park Seo Joon 12
ড্রামাটাই প্রতিটি ক্যারেক্টার এর এক্টিং লেভেলটাই অন্যরকম। আর নায়ক নায়িকার কেমিস্ট্রিতাও বেশ সুন্দর। প্রথম এপিসোডে ওয়ান নাইট স্ট্যান্ড দেখেই অনেকেই অনেক কিছু জাজ করছেন।কিন্তু আমার দিক থেকে আমি যা যা ফলো করেছি সেটা বলিঃ
১।তারা শত বাধা পেরিয়েও নিজেদের সময় দিয়ে ভালোবাসা দিতে চায়।
২।তারা সকলের মতামতকে প্রায়োরিটি দিয়েও নিজেদের সময় দেয়।
৩।তারা ক্যারিয়ার ছেড়ে ভালোবাসার পেছনে ছুটেনা কারণ এটা নিতান্তই বোকামু।
৪।সবকিছু শান্ত মাথায় সিদ্ধান্ত নেয়া।
৫।একে অপরের সিদ্ধান্তকে সম্মান দেয়া।
৬। নায়কের দুর্দান্ত প্যাশন নাইকার প্রতি কিন্তু সকল সিদ্ধান্ত শান্ত মানসিকতায়
আর এইসবের মধ্যে তারা যতটা কষ্ট ভোগ করছে তারা তাদের দারুণ অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছে।
সর্বোচ্চ রেটিং কোরিয়ান নাটক 2021
যাদের নায়িকার চরিত্র নিয়ে প্রবলেম যে সং হিয়ো কিয়ো কে নিয়ে যে সে এমন রোলই প্লে করে। ভাই আমি মনে করি অবশ্যই এটা তার একরকম চরিত্র প্লে করছেনা । এখন ওই যদি নেতানো বা ক্লামজি চরিত্রে করে অবশ্যই প্লটের সাথে তাকে মানাবেনা। রাইটার সকল দিককে সমান প্রায়োরিটি দিয়েছেন আর যখনি ড্রামা স্টার্ট হয় একটা করে পোয়েট থাকে শিক্ষণীয়।
নায়ক নায়িকা তাদের আশেপাশের সম্পর্ক গুলোকেও অনেক সময় দেই নিজেদের রোমান্সের মাঝে। তারা সবকিছু ভাসায়না স্বাভাবিক, আমরা তেমন হাইপ পাইতেসিনা কারণ এই ড্রামার প্লটে সকলেই সাকসেসফুল। আপনি যতটুকু দেখবেন শুধুই তাদের রিলেশন লাইফ আর তার মধ্যে আসা বিভিন্ন বাধার স্টোরি অতএব স্লো লাগাটাই স্বাভাবিক, আমার কাছে ভালোই লেগেছে। আগেই বলেছি আমাদের ড্রামা দেখার স্ট্যানডার্ড হাই, তাই প্লেইন স্টোরি ড্রামা আমাদের ভালো লাগছেনা। আপনাদের মতামত ভিন্ন হতেই পারে, সেটা ব্যপার নাহ। কিন্তু ড্রামাটা নিয়ে অনেকটাই নেগেটিভ রিভিউ দেখলাম। তাই যারা দেখা শুরু করেননি তাদের ক্ষেত্রে বললাম।
Drama : THE VEIL (2021) vs Graceful family
Drama : Graceful family
Country: South Korea
Type: Drama
Episodes: 16
Genres: Thriller, Mystery, Melodrama
Original Network: MBN
Duration: 1 hr. 20 min.
Score: 8.3 (scored by 6,502 users)
Ranked: #479
Popularity: #505
Content Rating: 15+ – Teens 15 or older
সবচেয়ে আসক্তিপূর্ণ কোরিয়ান নাটক
Plot : This drama tells the story of Mo Seok Hee (Im Soo Hyang) and Heo Yoon Do (Lee Jang Woo) who work together to reveal the truth of what happened when Mo Seok Hee’s mother was killed. Mo Seok Hee appears like she is arrogant, but she struggles over her mother’s death. … Her mother was killed 15 years ago.
Mo seok Hee is the only daughter of MC group . MC group is managed by TOP ( MC groups security agency) . Mo seok Hee fights against TOP and her family members who made lots of conspiracy against Her and Her mother ! Mo seok Hee fights for justice and all the conspiracies put by TOP along with Heo Yoon Do ( her lawyer )
ব্যাক্তিগত মতামত : আমি এরকম ফ্যামিলি পলিটিকস এর ড্রামা এর আগে দেখি নাই । তাই এটা একরকম অ্যাট্রাক্টিভ ছিলো। তিনদিনে শেষ করেছি । ড্রামার কাহিনী আমার ভালো লেগেছে । প্রত্যেকের অ্যাক্টিং স্কিল অসাধারণ ছিলো ।
kdrama তালিকা নেটফ্লিক্স
আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে পাওয়ারফুল female lead আর villain । Villain এর বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না । তাই সব মিলিয়ে ফ্যামিলি পলিটিকস হিসেবে আমার এটা ভালই লেগেছে অবশ্য । যদি কারো এরকম genere পছন্দ তাহলে দেখতে পারেন ।
Drama Name : EXO Next Door
Genre : Comedy, Romance
Episode :16
Duration : 15 minutes (per episode)
Cast : Moon Ga-young (Ji Yeon-hee), Chanyeol, D.O, Baekhyun, Sehun
Drama rating : Mydramalist(7.7),IMDb(7.2)
Google user liked : 98%
প্রথমেই এত ইউথফুল একটা ড্রামার রিভিউ কেউ কেনো এই গ্রুপে দেয় না তা আমি জানতে চাই (হতেও পারে কেউ রিভিউ দিয়েছে আমি দেখিনি)।অনেকদিন এই ড্রামার রিভিউ পাওয়ার জন্য অপেক্ষা করেছি কিন্তু কেউ দেয়নি তাই আজ আমি নিজেই রিভিউ দিয়ে দিলাম। এবার ড্রামার কথায় আসি EXO Next Door ২০১৫ সালের রিলিজপ্রাপ্ত একটি সাউথ কোরিয়ান ওয়েভ সিরিজ।
নেটফ্লিক্স কোরিয়ান ড্রামা 2020
Starring Moon Ga-young এবং মেম্বারস অফ K-Pop boy band EXO. এটি একটি স্বল্প দৈঘ্যের ড্রামা উইথ লট অফ কমেডি। এটি সিউরলি আমার দেখা ড্রামাগুলার টপ থ্রি তে পরে। একে তো আমি একজন K-popper তার উপর EXO আমার Bias Group তারপর এটা আবার তাদের ফার্স্ট ড্রামা ব্যাপারটা বুঝতেই পারছেন।
তবে EXO আমার Bias Group বলে এই নাটকটার রিভিউ দিচ্ছি না নাটকটা আসলেই দেখার মত। এবার নাটকের তিনটি মেইন চরিত্র সম্পর্কে বলি তিনটি চরিত্রই আপনাকে আকৃষ্ট করবে। তাদের এক্টিং স্কিলস ও তাদের লুকস নাটকটিকে আরও ফুটিয়ে তুলেছে। তাছাড়া কোরিয়ান ড্রামা ও মুভি লাভারস রা কম বেশি সবাই জানে যে DO kyungsoo কতটা স্কিলফুল।
একজন এক্টর আর এই নাটকে D.O oppa সেকেন্ড লিড, তাই বুঝতেই পারছেন নাটকে ফার্স্ট লিড ও সেকেন্ড লিড এর মধ্যে একজনকে চুজ করা কতটা কঠিন হয়ে দাঁড়াবে। আর এই নাটকের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হলো ইউথফুলনেস। যারা ইউথফুল নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি বেস্ট চয়েজ। আর spoiler দিচ্ছি না “Just watch this masterpiece and enjoy”.
কোরিয়ান নাটক সিরিজ
[বি.দ্রঃ এটি আমার প্রথম ড্রামা রিভিউ তাই ভুল ত্রুটি মার্জনীয় ]
-All of us are dead- This is so good.. Watch it or you will regret.
যারা যারা নেগেটিভ রিভিউ দিয়েছে তারা কেন নেগেটিভ রিভিউ দিয়েছে আমি জানি না , আমার কাছ থেকে তো এই সিরিজের জন্য কোনো নেগেটিভ রিভিউ আসবে না । সবাই Park Solomon Park Solomon করলেও আমার কাছে তো Yoon Chan-young as Chung-san কেই বেশি ভালো লেগেছে।
অনেক দিন পর এতটা পরিমাণের কান্না করলাম। জানি না কার কাছে কেমন লেগেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আই রিয়লি নিড সিজন টু। যেই চিংগুদের হারাতে হয়েছে তাদের কামব্যাক চাই। Chung-san এবং On-jo এর ভালোবাসার পূর্ণতা পাক সেটাও চাই । এতটা কান্না আজকে কতদিন পর করলাম , আমি নিজেও জানি না!!
সেরা রোমান্টিক কোরিয়ান নাটক
সবথেকে বেশি কান্না আসছিল এই সিনটাই যখন Chung-san On-jo কে হাগ করে কন্স্ট্রাকসন বিল্ডিং এর ভিতর ঢুকে জম্বিদের ডেকে বলে ” come to , bite me , today i am the happiest person in this school ” এই সিনে চোখের পানি আটকানো আমার পক্ষে অসম্ভব ছিল। সবাই সবাইকে প্রেরণা দিয়েছে বাঁচার জন্য । সবাই চেয়েছে তাদের চিংগুদের নিয়ে বাঁচার ।
কাঁদার অন্যতম কারণ ছিল এটা ভেবে কতটা অসহায় ছিল এই স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীগুলো । ওরা যখন সারভাইভ করার চেষ্টা করছে তখন তাদের মাথায় ঘুরছিল আচ্ছা ওরা যদি বেঁচেও যায় , কাদের জন্য বাঁচবে । বাড়িতে কি বাবা মা তাদের জন্য অপেক্ষা করছে? আমি খুব চেয়েছিলাম যে লাস্ট সিন হলেও Chung-san বুঝি ফিরবে । কিন্তু চাওয়াটা পূর্ণ হলো না । সব চিংগু তাদের চিংগুদের জন্য ত্যাগ করেছে এবং চেয়েছে তাদের চিংগুরা যাতে বাড়ি ফিরে ।।