Categories
Blogs

Park Seo Joon তার অভিনয়ের ভেরিয়েশ

এই যে কমেন্টসে যারা লিখছেন, আপনি উভয়ের ই ফ্যান। দুজনকে এত ভালোবাসেন যে কারো পক্ষ নিতে পারবেন না। ইহা কি প্রমাণ বন্ধু?
প্লাস্টিক কেমনে বাইর করতে হয়, এইটা আশা করি আমি শিখেছি। এইবার সতিকারের ফ্যান যারা, অন্তত যারা জেনে বুঝে ফ্যান তারা বেরিয়ে আসবে। আর ওয়ালপেপার দেইখা অপ্পা ফ্যানও কেমনে বাইর করে আনতে হয় দেখবেন। তর্ক, সমালোচনা তো আগে/পিছে করবাই, তো আসো এইবার খেলা হবে।

Park Seo Joon তার অভিনয়ের ভেরিয়েশ

(যায়হোক, কেউ নেগেটিভলি নিবেন না, খুব ই দারুন প্রস্তুতি নিয়েছি। ঘৃণা ছড়ায় এমন কিছু কোথাও দেখবেন না এতটুকু কথা দিচ্ছি, সো চিল! )মিনহো সমাচার- যারা মিনহোর ড্রামা এবং গ্ল্যামার্স নিয়ে বিভিন্ন যুক্তি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা কিছু কথা

Park Seo Joon তার অভিনয়ের ভেরিয়েশ

* প্রথমেই যেটা আলোচনায় এসেছে সেটা হচ্ছে মিনহোর “Boys over flower”, তারা বলে যাচ্ছেন মিনহো এই ড্রামার মাধ্যমে এশিয়া/ইউরোপ সবার কাছে পরিচিতি পেয়েছে, তার জন্য ড্রামাটি অনেক পপুলারিটি পেয়েছে। কিন্তু আসলে হচ্ছে:

১. Boys over flower ড্রামাটি জাপানিজ মাঙ্গা ” Hana Yori Dango” এর রিমেক। এই মাঙ্গাটি এতোটাই ফেমাস যে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৬১ মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং এটি বহুল বিক্রিত একটি মাঙ্গা সিরিজ।
২. যেহেতু এর সুনাম অনেক, তাই অফিশিয়াল রিমেক হিসাবে কোরিয়ান ড্রামাটিও মিশ্রভাবে সমাদৃত। এর চাইনিজ একটি রিমেক আছে “metor garden”। দুইটা কম্পেয়ার করে দেখবেন, যে ড্রামার মেইন ফোকাস ” triangle love” কোরিয়ান রিমেকটা আমার কাছে messy ছিলো (অন্যান্য ড্রামার তুলনায়) অন্যদিকে metor garden এ কিছুটা সাবলীল ছিলো। আর মাঙ্গা চরিত্র হিসাবে মিনহোর পরিচিতি বেশি হবে এটা আশা করাটাই স্বাভাবিক।

একজন পুরোনো ড্রামা লাভার হিসাবে

*এখন আসি City hunter নিয়ে। বলা হচ্ছে এখানে মিনহোকে গতানুগতিক চরিত্র থেকে রিভেঞ্জ লুকে দেখা যায় (Itaewon Class এর প্রেক্ষিতে বলেছেন)। কিন্তু খেয়াল করে দেখুনতো এই Itaewon class এবং City Hunter এর মধ্যে কার স্ট্রং পজিশনটা লক্ষনীয়? আমি বলবো একজন পুরোনো ড্রামা লাভার হিসাবে কেউ city hunter কে টপ টেনে রাখতে পারবে না, কিন্তু আপনি যদি k world এ নতুন হয়ে থাকেন তবে এটা আপনাকে অবশ্যই পুলোকিত করবে।

* personal taste নিয়ে একজন লিখতে গিয়ে অতি আবেগে বলে ফেলছেন মিনহোর নাকি son yejin, jun ji hyun এর মতো সিনিয়র এক্ট্রেসের সাথে অভিনয় করার যোগ্যতা আছে! আমার প্রশ্ন, সিনিয়রদের সাথে এক্টিং করতে কি যোগ্যতা থাকা লাগবে? সিওজুন নিজেই Witch romance এ যেভাবে রোল প্লে করেছে, সে তো ঠিকই প্লটের সাথে মানিয়ে নিতে পেরেছে। ভবিষ্যতেও যে সিওজুন সিনিয়রদের সাথে অভিনয় করবে না তার কি গ্যারান্টি দিতে পারবেন আপনি?

* the heirs নিয়ে বলতে হলে বলবো মিনহোর সব ড্রামা থেকে এখানে শিন হিয়ের সাথে কেমিস্ট্রিতে তাকে ভালোই মানিয়েছে। কিন্তু আমি হলফ করে বলতে পারবো খুব কম মানুষই আছে যারা কিনা the heirs মিনহোর জন্য দেখা শুরু করলেও অভিভূত হয়েছে woobin এর উপর। কিন্তু কেন? acting, glamorous নাকি well fame এর জন্য? এই প্রশ্নের উত্তর পেলে বিরোধী দলকে সিওজুনের লুক, ফেইম নিয়ে প্রশ্ন করার উত্তর পেয়ে যাবেন

the legend of the blue sea

* এখন আসি the legend of the blue sea, এই ড্রামাতে স্পষ্টতই দেখা যায় জুন জিহিউনের কাজের প্রতি ইফোর্ট বেশি ছিলো। এক্ষেত্রে কেবল ওদের দুইজনকে নিরপেক্ষভাবে তুলনা করলেই আপনার মন থেকে জুন জিহিয়ুনের নাম আগে আসবে মিনহোর তুলনায়। কেন?

Park Seo Joon

* the king নিয়ে বলার কিছু নেই, এটা অবশ্যই একটা ভালো ড্রামা। কিন্তু আমার কথ অন্যজায়গায়। ঠিকাছে মিনহো দুর্দান্ত অভিনয় করেছে বলেই ড্রামা এতো হিট (আপনাদের মতে) তাহলে শুরুর ৬টা এপিসোডের রেটিং কেন এত কম ছিলো? কিসের অভাবে ড্রামাটি তার ধারাবাহিক র‍্যাংকিং ধরে রাখতে পারেনি?

* একজনের একটি লেখা দেখে আমি হাসি আটকাতে পারিনি ” মিনহো মিলিটারী থেকে এসে যে বোম্ব ফেলেছে তার ধুলোয় আমি কাউকে দেখতেই পারিনি”। আচ্ছা মিনহোর king যদি এতো পপুলার হয় তাহলে crash landing on you, world of married couple, itaewon class এরা কি দোষ করলো?🙄 এরা কি বোমের থেকে কম ছিলো?

মিনহোর ইঞ্জুরীর কথা

*কয়েকজন অতি আবেগি হয়ে বলেছেন মিনহোর ইঞ্জুরীর কথা। আচ্ছা মিনহো ইঞ্জুরির কথা এখানে কেন আসবে? এখন কি সিওজুনকেও কি ইঞ্জুরী করে দেখাতে হবে যে সে comeback করতে পারবে না?
সিওজুন সমাচার-

  • ১.যারা ওর মিলিটারি এনলিস্টমেন্টকে নেগেটিভলি ধরে নিচ্ছেন, আমি আসলেই এর কোনো মানে পাইনি। উলটো আমার মনে হয়েছে ভালোই হয়েছে ও আগে শেষ করে ফেলেছে। নাহলে পেরার মধ্যে থাকতে হতো! এই বুঝি দিলো ডাক, দেই দৌড়।
  • ২. সিওজুনের ফ্যান ফলোয়ার নিয়ে যারা বলছেন, তারা কি জানেন সিওজুন কোরিয়ার প্রথম গোল্ডপ্লে বাটনওয়ালা ইউটিউবার? তাইলে ওইখানে তারে কে ফলো করে?
  • ৩. কিছু জায়গায় Faith নিয়ে বলার সময় বলেছেন মিনহো রোমান্টিকতা ছেড়েও একশন জনরার মুভিতে নায়িকা ছাড়াই ভালো পার্ফরমেন্স করেছে। তাদের আমি আহ্বান করবো সিওজুনের midnight runners, divine fury, chronicles of evil দেখার জন্য। কোনোটাই নায়িকা ছিলো না।
  • ৪. একজনকে দেখলাম সিওজুনের গানের ব্যপারে সন্দিহান, প্রশ্ন করেছেন মিনহোর তো কতগুলো গানের এলবাম আছে,সিওজুনের কি আছে! একটু ইউটিউব ঘাটেন। এলবাম বের করতে পারলেই যে অন্যরা ভালো গান গাইতে পারে না এমনতো না।
  • ৫. শেষমেশ যারা সিওজুনের চেহারা নিয়েও কথা বললেন, সত্যি ভাই বোনেরা, আমার অনেক কান্না আসছে। সিরিয়াসলি! ও দেখতে সুন্দর না! এখনতো আমার সামনে ভেসে উঠছে কান্নাকাটি করা শাকিপ ব্রোর চেহারা। কি সুন্দরই না লাগছে শাকিপ ভাইকে,তাইনা?
  • ৬. গুটিকয়েক ছাড়া অনেকেই একপাক্ষিক ভাবে শুধু মিনহোর কথাই বলে গেছে, তুলনা ছাড়া। কেনো? বিতর্ক মানেই তো তুলনা থাকতে হবে। কেনো তুলনা নাই? আপনারা কি সিওজুনের কাজ দেখেন নাই? না দেখেই তুলনা করছেন?
    সবশেষে বলবো, আমর সবাই ভাই ভাই, আমাদের এই দুইজনকেই চাই (আমার আবার সিওজুনকে বেশি চাই)

Park Seo Joon

বিতর্কের বিষয়ঃ Lee min Hoo is better than Park Seo Joon.
আমি কামরুন নাহার স্বপ্ন দৃঢ়ভাবে এর বিপক্ষে অবস্থান করছি।
প্রথমেই এডমিন প্যানেলকে ধন্যবাদ নিজের মতামত প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য।

প্রথমেই Park Seo Joon কেন বেটার আমি তার উপযুক্ত যুক্তি দিচ্ছি।
Park Seo Joon তার অভিনয়ের ভেরিয়েশনের মাধ্যমে দর্শক নন্দিত হয়েছেন।তার দেখা আমার প্রথম ড্রাম হলো What’s wrong with secretary Kim. সত্যি বলতে এই ড্রামা দেখেই আমি তার ভক্ত হয়েছিলাম।কোনো এক অনুষ্ঠানে Park Seo Joon কে বলা হয়েছিলো যে তার ফ্যানরা তার হ্যান্ডসাম লুকের প্রতি দুর্বল কিনা।

Park Seo Joon উত্তরে বলেছিলেন আমি এটা মনে করিনা।কারণ অন্যান্যদের তুলনায় আমি অতোটা সুন্দর নই।এজন্য আমার বিপরীতে যে অভিনয় করে সে কমফোর্ট ফিল করে।ভাবা যায় সেই একই ব্যাক্তি বাস্তবতা থেকে বেরিয়ে What’s wrong with secretary Kim ড্রামায় তার চেহারা আর লুকের প্রশংসা করে গেছেন অবলীলায়। এরকম তখনই সম্ভব হয় যখন একজন অভিনেতা নিজেকে ভেঙে তার চরিত্রের জন্য গঠন করেন।

Fight for my way

এছাড়া Fight for my way ড্রামায় নিজেকে একজন জুডো ফাইটার হিসেবে, Iteawon class ড্রামায় নিজেকে একজন সহজ সরল মানুষ হিসেবে,She was pretty ড্রামায় একজন বস হয়েও বন্ধুর প্রতি যত্নশীল বন্ধু হওয়া চরিত্রে,A Witch’s love ড্রামায় নিজের থেকে বয়সে বড় একজনের সাথে ভালোবাসায় জড়ানো এবং Hwarang ও Kill me Heal me ড্রামায় পার্শ্ব চরিত্রে খুব সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করেছে।

এছাড়া Dream High 2,Pots of gold, one warm word,Family, Music Bank,Toun’s kitchen, Mama,section TV, When the weather is fine ড্রামাগুলোতেও ক্ষুদ্র পরিসরে হলেও নিজেকে ভেঙেচুড়ে প্রকাশ করেছেন। অভিনয়ের দক্ষতার জন্য তিনি অস্কার প্রাপ্ত মুভি Parasite এ অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।তার The Divine Fury মুভিতে একজন ভয়ার্ত বালক থেকে গির্জার ফাদারের প্রিয় পাত্র হয়ে সমাজের অন্ধকারের সাথে লড়াইয়ের অভিনয় ছিলো দেখার মতো।

Midnight Runners মুভিতে বন্ধুর সাথে দুষ্টুমি করতে করতে রহস্য উদঘাটনের অভিনয় ও করেছেন খুব পাকাপোক্ত ভাবে। Chronicles of evil মুভিতে নির্দোষ বাবার অপমানজনক মৃত্যুর প্রতিশোধ নেওয়া সেই ছেলে আর The beauty inside মুভির সেই কাঠমিস্ত্রী যে নিজের ভালোবাসার মানুষের সাথে আরও একটু বেশি সময় থাকার জন্য ঘুম ঘুম চোখে রাত জেগে থাকা সেই ছেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখলে কে বুঝবে দুজনই একজন।

Lee min Hoo এর অভিনয়

এছাড়া Be with you এবং perfect game মুভিতেও সল্প পরিমাণে অভিনয় করলেও সেই অভিনয় ছিলো সাবলীল।এ থেকে বুঝা যায় Park Seo Joon নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলেন প্রতিটা চরিত্রের জন্য।
অন্যদিকে Lee min Hoo এর অভিনয়ে আমি বিচিত্রিতা খুঁজে পাইনি।তার চরিত্রে বড় লোকের ছেলে এবং ভালোবাসার মানুষকে আগলে রাখা রাজার চরিত্রের বাহিরে তাকে খুব কমই দেখা গেছে।

তাছাড়া যে কয়েকটা মুভিতে অভিনয় করেছেন তা অনেক বেশি দর্শক নন্দিত হয়নি। বিপরীতে park seo Joon মুভি এবং ড্রামায় দু রাজ্যেই অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন । সর্বশেষে বলবো অভিনয় ভালো করে বলেই অভিনেতা।দুজনেই ভালো অভিনয় করে। কিন্তু চরিত্র চয়েজ করায় আর অভিনয়ের বিচিত্রতায় আমি Park Seo Joon কে এগিয়ে রাখবো। এখানেই আমি আমার যুক্তি তর্ক শেষ করলাম।ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *