বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 6

আমি আমার বিতর্কে পোস্টে বলেছিলাম যে লিমিনহো অলওয়েজ এক অভিনয় করে সেটা যেনো যুক্তিগতভাবে প্রমাণ করে! এখানে যে আপুটা তার প্রমাণ গুলো দিলো তার কাউন্টার না দিয়ে বসে থাকা আমার পসিবল হলো না।
কারন তার পোস্টে আমি কোন যুক্তি ই পেলাম নাহ।

আমি কাউন্টার দিতে যাচ্ছি

রাব্বি ভাই বলছে Lee min ho is better than park seo jon এটার পক্ষে বা বিপক্ষে যুক্তি দিতে এখানে কোন বিষয় নির্ধারিত করে দেওয়া হয়নি তাই আমি মনে করি এখানে: এ্যক্টিং,লুক, ফ্যান ফলোয়ার্স সব কিছুই নিয়েই যুক্তি দিয়ে প্রমাণ দেওয়ার অধিকার আমাদের আছে যেটা আগের পোস্টে অলরেডি দিয়ে দিয়েছি নিচে আপুটার লেখা পোস্ট টার কিছু অংশ দিলাম যেটার বিপরীত এ আমি কাউন্টার দিতে যাচ্ছি।

বিতর্কের বিষয় Lee min ho is better than Park Seo Joon 6

যুক্তিখন্ডনঃ আমি তাই করতে এসেছি। আপনাদের বিভিন্ন পোস্ট দেখা যুক্তির বিপক্ষে আমার যুক্তি গুলো বলবো। 1/ same type drama : ( i said DRAMA, not movie) এক আপু বলেছেন তার পোস্ট এ যেন প্রমাণ করি যে লি মিন হো এক ধরনের চরিত্র নিয়ে কাজ করে। হ্যা , অবশ্যই লি মিন হো এর প্রায় সব ড্রামা তে তার চরিত্র একই ধাঁচের মনে হয় ( আমি বলছি না এক স্টোরি এর ড্রামা!) একমাত্র সিটি হান্টার ছাড়া ।

আমি প্রত্যেকটা ড্রামার জেনরে দিচ্ছি যেগুলো আমি দেখেছি। (Ss attached) #Legend of the blue sea : Fantasy , romance ( বিশাল কোম্পানির মালিক এর কন আর্টিস্ট ছেলে ১ ) #The heirs : romance , teen (বিশাল কোম্পানির মালিক এর হাই স্কুলার ছেলে ২ ) #Boys over flower : romance ,teen (বিশাল কোম্পানির মালিক এর হাই স্কুলার ছেলে -৩ ) #The king : romance Fantasy ( রাজা) #Personal taste : romance ( আর্কিটেকট কোম্পানির ইঞ্জিনিয়ার মালিক ) দেখেই বুঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি !!! ব্যাখ্যা দেওয়া কি দরকার ?

সব গুলো রোমান্স

সব গুলো রোমান্স এবং সে বড়োলোক চকোলেট বয় হিসেবেই ছিল। এবার পার্ক সেও জুন এর কথা বলি । সো, আমার মনে হয় তার কাজ গুলো তার চরিত্র গুলো অনেক আলাদা। যেখানে লি মিন হো এক ধাচের অভিনয় করেছে। Oppa কে আমি কখনো গরীব ও হইতেও দেখিনি বিশ্বাস করেন? এবার আসি তার পোস্টের কাউন্টার নিয়ে… সে তার পোস্টে লিখছে যুক্তিখণ্ডন পোস্ট বাট সে কোন ব্যাখ্যা তার ড্রামা নিয়ে না দিয়েই শুধু ড্রামার নাম আর সে বিশাল কোম্পানির মালিক, সে কোম্পানির মালিকের ছেলে।

সে নিজেই আরেক কোম্পানি র মালিক এটা বলেই নিচে লিখে দিয়েছে আর কি কোন ব্যাখ্যার প্রয়োজন পড়ে???? হাহাহাহাহা আগে আমাকে বলেন এটা কি কোন ব্যাখ্যা হলো নাকি?কোন যুক্তি ই তো পেলাম না। এবার আমি আসি মিনহোর ড্রামা নিয়ে : Boys over flowers : এখানে সে বড় কোম্পানির মালিকের ছেলে এটা বলে এতটুকুর মধ্যে তাকে আপনি Judge করে ফেললেন? ফাস্ট অফ অল সে বড় লোকের ছেলে হলেও সে কিন্তু তার মা এর সাপোর্ট এর বিপরীতে গিয়ে গুম জানদী কে ভালোবেসেছে যেহেতু এটা একটা রোমান্টিক জনরার ড্রামা ভালোবাসার কথা না বললেই না।

এমন তো না সে বড় লোকরে ছেলে বলে নায়িকাকে নিয়ে এসে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেছে?????? সে কতটা কষ্ট করেছে সেটা আমরা সবাই ড্রামাতে তার অভিনয় এর মাধ্যমেই দেখতে পেয়েছি। সে বড় লোকের ছেলে হয়েও প্রেমে পড়েছে ড্রাই ক্লিনার্স এর মেয়ের। সেখানে শুরু হয় তার আরেক নতুন জগৎ সে ফ্যামিলি ভালোবাসাটা কি এটা বড়লোকের ছেলে হয়েও কখনো বুঝেনি।

গুম জানদীর ফ্যামিলির

গুম জানদীর ফ্যামিলির সাথে যে সুন্দর করে মিশে গিয়েছে এ থেকে বুঝাই যায় তার জন্য বড়লোক গরীব কোন ফ্যাক্ট নাহ!!!!!!! আর তাদের F4. এর বন্ধুত্বের কথা তো সবাই জানি এক নামে পরিচিত  তার ভালোবাসাকে পাওয়ার জন্য তাকে কত কিছু সহ্য করতে হয়েছিলো??? গুমজানদী যখন চলে যায় পাগলের মত কান্না, কখনো পাগলামি কখনো কেয়ার আরো কত কিছু এতো কিছু লিখা এখন এই সময় পসিবল না কারন অনেক কিছু আমাকে লিখতে হবে..

Lee Minho is better than Park Seo joon 6

Legend of the blue sea তে আসি এবার আপনি কি ড্রামাটা দেখছিলেন আমি আসলে কনফিউজড!!! এখানে তার বাবার কি ছিলো না ছিলো এই কথা আসেই বা কোথা থেকে???? এই ড্রামায় ছোট বেলা তার মা তাকে রেখে চলে যায় তারপর আসে সৎ মা সেই ফ্যামিলি তে থেকে কি সে রোল গুলো করেছিলো???

সে কিন্তু একাই বড় হয়েছে আর এখানে তার অভিনয়ে ছিলো বুদ্ধিমান, কনম্যান,লাভার বয় এবং সে তার বুদ্ধিমত্তাকে দিয়েই তার কাজ গুলো ঐ ড্রামায় ফুটিয়ে তুলছে এখানে বড় লোক বাবার ফ্যামিলি কথাটা নিয়ে আসা কখনো যুক্তি হতে পারেনা।The king এখানে তো সে রাজাই! ড্রামাটা কি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ???

কিংডম অফ কোরিয়া

হা সে রাজা সে তার চোখের সামনে তার বাবাকে ছোট বেলায় মারা যেতে দেখেছে সেই ছোট বেলা থেকে কিং হয়ে এসেছে টিকে থেকেছে কিংডম অফ কোরিয়াকে সে চালিয়েছে। তার বাবার খুনিকে অন্য জগতে গিয়ে খুজে বের করেছে তার নায়িকাকে সে সেফ করছে। এমন না যে কিং বলে পায়ের উপর পা তুলে বসে ছিলো??????

Personal taste এখানে আপনি বলে দিলেন আর্কিটেক্ট কম্পানির মালিক??? তাহলে আমি বলে দেই Itaewon Class এ সুজন অপ্পা বিজনেসম্যান!!!!! হাহাহাহাহা কারন আপনি তো বলেন নাই সে মালিক কিভাবে হয়েছে! তাহলে আমিও না বলি সুজনঅপ্পা কিভাবে বিজনেসম্যান হয়েছে? যাইহোক যুক্তি দেই এটার ও এখানে তো সে বড়লোক থাকে না।

সে জ্বীদ নিয়ে বড় হয় তার বাবার কোম্পানি যারা প্রতরণা করে নিয়ে যায় ঐ কোম্পানি তাকে ব্যক আনতে হবে। এবং ঐ প্রতিশোধ নেওয়ার জন্যই সে তার কাজ করে তার পিছনে যতরকম পরিশ্রম দেওয়া দরকার সে সেটা দেয় + বেশি সময় ধরে সে গে এর অভিনয় করে। পুরা একটা গুছানো ছেলে এ্যাডাল্ট এর একটা অভিনয় এখানে দেখা যায়।

City huner

আর, City huner নিয়ে তো লিখেন নাই তাও বলে দিলাম এ্যাকশন রিভেঞ্জ নিয়ে ড্রামা পুরাই ডিফারেন্ট ক্যারেক্টার।Faith এটাতে তার আদি যুগের অভিনয় করা নতুন রুপে Historical ড্রামা। আর আপনি যেহেতু গরীবের রোল খুঁজছেন লিমিনহো অপ্পার আপনার জন্য

#Gangnam_Blues মুভিটাও সাজেস্ট রইলো আরেকটা পয়েন্ট যেটা নিয়ে না বললেই নাহ আপনার পয়েন্ট ছিলো একজন আইডল এর দূরদর্শী চিন্তা ভাবনা এডমায়ারেবল। সে জন্যই তার থেকে ৬ বছর সিনিওর লি মিন হো এর সাথে তার তুলনা চলে ;)-এমন ভাবে বললেন তুলনা চলে এই বিতর্ক পোস্টের রিজন আমরা সবাই জানি এই পোস্ট দেওয়ার লজিক আমরা জানি।

এমন না যে সে ৬ বছরের ছোট হয়ে মিনহের থেকে ফেমাস বলে তুলনা দিছে? হাহাহ আর যারা কমেন্টে সমর্থন করেছেন তারা করতেই পারেন যা খুশি লিখতেই পারেন বাট “””আমি মিনহোর ফ্যান তারপরো আপনার পোস্ট সমর্থন করছি “”””” এমন কমেন্ট যারা লিখেছেন তাদের ও আমার পোস্টে ইনভাইট রইলো  মিনহোর ফ্যান বললেই কি ফ্যন হওয়া যায়।

প্রমাণ করুন

প্রমাণ করুন আমি বলতেছি না যে পোস্ট করতে হবে বাট কমেন্টেও কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করা যায়। আপনি ঐ পোস্ট সমর্থন করার আগে মিনহোর ফ্যান ট্যাগ টা যে লাগায়ছেন এখানেই আমার দ্বিমত আছে কারন আমি বিশ্বাস করি ঐটা লি মিন হোর ফ্যন হয়ে সমর্থন করার মত পোস্ট ছিলো না। আর যারা বলছেন লি মিন হোর ফ্যানরা তার পোস্টে সুজন অপ্পাকে ভালোবাসে নাই বাট সুজন অপ্পার ফ্যানরা তাদের পোস্টে লিমিন হোকে ভালোবাসছে???

তাদের জন্য বলতেছি প্রতিযোগিতার নাম ই হলো #বিতর্ক যেখানে আপনি একজনের পক্ষ নিতে পারবেন আর একজনের বিপক্ষে যেতেই হবে। সো পোস্ট যখন দেওয়া সাহস করেই ফেলছি তখন আবেক এনে দুই পক্ষের ভালোবাসা নেওয়ার তো মানেই হয়না তাই না মিন হো সম্পর্কে যে দু’টি টপিক নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে।

সে দু’টি কথা আমি আলাদাভাবে আবারো তুলে ধরলাম। ওপ্পা রোমান্টিক চরিত্রের বাইরে অভিনয় কম করে কেন ? : ” Chocolate boy ” এই কথাটির সাথে সবাই নিশ্চয়ই পরিচিত। বলিউড সহ বিভিন্ন জায়গায় এই লুকের ছেলেদের জন্য স্পেশালি রোমান্টিক ধরনের মুভিই বাছাই করা হয়ে থাকে। অন্য কোন cruel, challenging চরিত্রে তাদেরকে নিতে পরিচালকসহ সবাই দ্বিধায় থাকে।

কারণ একটাই

কারণ একটাই, লুকের কারণে তাদেরকে চরিত্রগুলোর সাথে কম মানাবে। তাই সচরাচর এদের রোমান্টিক চরিত্রেই সীমাবদ্ধ থাকতে হয়। এজন্য নয় যে, তারা খারাপ অভিনেতা / সে চরিত্রে তাদের পারফরম্যান্স খারাপ হবে। সেই চরিত্রে তাদের কম মানাবে বলেই তাদেরকে ওরকম চরিত্রে কাস্ট করতে কেউ সহজে রাজি হয় না।

আমরা সবাই জানি, কাস্টিং শুধুমাত্র অভিনয় দেখে করা হয় না। পরিচালকের মাথায় সর্বপ্রথম ঘুরে এই চরিত্রের সাথে কাকে সবচেয়ে বেশি মানাবে। সেটা appearance, physique সবকিছু চিন্তা করেই কাস্ট করা হয়। ওপ্পার appearance ও এমনটাই । অনেকে তাকে “Chocolate boy” , ” lover boy” এসব বলে থাকেন। সেক্ষেত্রে ওপ্পার এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে এ ধরনের অনেক ব্যাপার বাধা হয়ে দাঁড়ায়।

তার appearance এর সাথে cruel টাইপ চরিত্রগুলো কম যায় বলে তাকে প্রায় সবখানেই ” রোমান্টিক লাভার বয় ” হিসেবেই কাস্ট করা হয়। তার অভিনয় দক্ষতা না,বরং appearance ই এখানে মূল বিষয় হয়ে দাঁড়ায়। আমি শুরুতেই বলেছি, আমি কোন তুলনায় যাবো না।কিন্তু কিছু পোস্টের ব্যাপারে বলতে গিয়ে আমার এই কয়েক লাইন এড করতে হচ্ছে।বলা হয়েছে, ওপ্পা ভার্সেটাইল এক্টর না। রোমান্টিক চরিত্রের বাইরের চরিত্র সে এড়িয়ে চলে।

উদাহরণ দেয়া যাক

আচ্ছা, তাহলে উদাহরণ দেয়া যাক। মেয়েরা জামা কেনার ক্ষেত্রে সব সময় রং কে প্রাধান্য দেয়। সেক্ষেত্রে কেউ যদি বলে তোমাকে নীল রং এ মানায়। দেখা যাবে জামা কেনার সময় সে সবসময় এ রং কে প্রাধান্য দিবে। কোন বিশেষ প্রোগ্রামেও সে এই রং পরতে চায়বে। কেন ? তার কি অন্য রং এর জামা পরার সামর্থ্য নেই? আছে।

কিন্তু ঐ যে তাকে নীল রং এ ভালো মানায়, তাই সে ঐ জামাতে স্বাচ্ছন্দ্য বোধ করে,সেই রং পরলে সে কনফিডেন্ট থাকে। যেটা অন্য রং এ সম্ভব হয় না। মিন হোর ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। সে এসব চরিত্রে কনফিডেন্ট, স্বাচ্ছন্দ্যবোধ করে। এজন্য না যে, সে অভিনয় পারবে না। তাকে সেই চরিত্রে কম মানায়।

Leave a Comment