বিতর্কের বিষয় : Lee Min Ho is better than Park Seo Joon.
বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি কামরুন নাহার।মাননীয় মডারেটর, শুরুতেই ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি ইভেন্ট আয়োজনের জন্য। আমি মনে হয় এর মাধ্যমে অন্তত কিছুদিন রিপোর্ট টু এডমিন যুদ্ধ এবং কমেন্ট যুদ্ধ বন্ধ থাকবে।
রিপোর্ট টু এডমিন যুদ্ধ
কোরিয়ান অভিনেতাদের মধ্য থেকে একজনকে বেছে নেয়া আর বালির পাহাড়ে সুই খোঁজা সমান মাপের কষ্টসাধ্য কাজ বলে মনে করি। এরপর ও প্রিয় থেকেও প্রিয় একটা কথা তো থেকেই যায়। সেখান থেকেই বলছি। লি মিন হো’র অবস্থান অবশ্যই পার্ক সেও জুনের উপরে। আমি লিখছি পার্ক সেও জুনের পক্ষে করা কিছু পোস্টের কাউন্টার হিসেবে।
প্রথমত পার্ক সেও জুন ইন্ডাস্ট্রিতে আসার আগে ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে মেন্ডাটরি মিলিটারি সার্ভিস শেষ করে এসেছেন। যেখানে লি মিন হো যখন জনপ্রিয়তার শীর্ষে ঠিক তখনি তিনি মিলিটারি তে যোগ দিয়েছেন। সেও জুন কোরিয়ান বিনোদন জগতে আসার পর তার কাজে গ্যাপ পড়ে নি কোন কারণেই। সেখানে লি মিন হো বিনোদন জগতে ঢুকার পর ২ টো সড়ক দূর্ঘটনার সম্মুখীন হয়েছেন।
২০০৬ সালের দূর্ঘটনার কারণে তিনি কোমা তে ছিলেন ১ মাস এবং ১ বছরের কাছাকাছি সময় একদম বেড রেস্টে ছিলেন। এখনো তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারেন না। পায়ে চিকিৎসার অংশ হিসেবে ৪৬ সেমি একটি ধাতব পাত তার পায়ে ঢুকানো হয়েছিল যার কারণে তার একটি পা অন্য পা থেকে ছোট ছিল। এই দূর্ঘটনায় গাড়ির সামনে যে দুজন বসেছিলেন তারা ঘটনা স্থলেই মারা যান। বুঝতেই পারছেন ভয়াবহতা।
সিটি হান্টার ড্রামার
২০১২ সালে সিটি হান্টার ড্রামার শ্যুটের সময় সে আবারো দূর্ঘটোনার সম্মুখীন হয়। পার্ক সেও জুনের ব্রেক থ্রু ছিল কিল মি হিল মি ২০১৫ সালে। যেহেতু উনি এটাতে সেকেন্ড লিড ছিলেন সো এটা বাদ দিয়ে আমি শি ওয়াজ প্রিটি এর কথা ধরলাম। সেটার রিচ কতটুকু ছিল? IMDb rating 7.8, আন্তর্জাতিকভাবে ফিলিপাইন,ইকুয়েডর,পেরু,ইন্দোনেশিয়া এই দেশগুলোতে ব্রডকাস্ট করা হয়েছে। তবে এই ড্রামার বেশ কিছু পর্ব রেটিং পেয়েছে ১০ এর নিচে আর এটার একটা এপিসোডের হায়েস্ট রেটিং ১৯.৮ % লি মিন হো এর ব্রেক থ্রু ছিল বয়েজ ওভার ফ্লাওয়ার ২০০৯ সালে।
- বিতর্কের বিষয় : Lee min ho is better than Park Seo Joon
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 2
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 3
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 4
সেটার IMDb rating 8.0, আন্তর্জাতিকভাবে
• Japan: Mnet Japan (2009)[29] and TBS/BS-TBS (2011)[30][31]
• Taiwan: CTV and GTV (2009)
• Singapore: Mediacorp Channel U (2009)
• Hong Kong: TVB J2 (2009)
• Philippines: ABS-CBN (2009), Studio 23 (2010), Jeepney TV (2014 and 2017)
• Indonesia: Indosiar (2009) and RCTI (2015)
• Thailand: Channel 7 (2009)
• Vietnam: H1 and HTV3 (2009)
• Malaysia: 8TV (2009) and NTV7 (2016)
• Canada: SHAW Multicultural Channel (2010)
• Israel: Viva Platina Channel (2010)
• United States: KBS America (2010)
• Cambodia: TV5 (2010)
• Botswana: BTV (2011)
• Peru: Panamericana Televisión (2011)
• Panama: SERTV (2011)
• Ecuador: Ecuador TV (2011)
• Romania: Euforia Lifestyle TV (2011)
• Puerto Rico: Puerto Rico TV (2011)
• Kazakhstan: El Arna (2012)
• Chile: ETC (2012, 2013, 2017, 2018) and Mega (2012)
• Turkey: TRT Okul (2012)
• Middle East: MBC 4 (2013)
• India: Puthuyugam TV (2014)[32] and Zindagi (2017)[33]
• Sri Lanka: TV Derana (2014, 2015, 2020)
পিসোডের রেটিং
এই দেশগুলোতে ব্রডকাস্ট করা হয়েছে। এই ড্রামার কোন এপিসোডের রেটিং ১৩ এর নিচে নামে নি এবং সর্বোচ্চ ৩৫.৭% পার্ক সেও জুনের ব্রেক থ্রু রোলে পৌছুতে সময় লেগেছে ৪ বছর। লি মিন হো ব্রেক থ্রু রোলে পৌঁছুতে সময় লেগেছে ৫ বছর। সর্বশেষ ড্রামা সেও জুনের অভিনয় কে ছাপিয়ে গেছে ড্রামার প্লট ইন্সপায়ারিং ড্রামা, তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া তুলে এনেছে কিছু ২ টি বিতর্কিত বিষয়।
অভিনয়, প্লট, বিতর্কিত বিষয় থাকার পর ও কোনভাবেই কিং কে ছাড়িয়ে যেতে পারে নি। শুধুমাত্র ন্যাশনওয়াইড এই ড্রামার রেটিং বেশি। কিন্তু আমরা নিজেরাই তো ইন্টারন্যাশনাল ফ্যান। লি মিন হো সর্বশেষ ড্রামা দ্যা কিং এর নেটফ্লিক্স এর ইতিহাস কিছুক্ষণ আগেই এক ভাইয়া লিখেছেন সেটা নিয়ে আর বললাম না। তবে ড্রামা শেষ হয়ে যাওয়ার ৭ দিন পর ও টপ ৬ ছিল বাংলাদেশের নেটফ্লিক্সে এবং টানা ৭ দিন ই ছিল।
এরপর আমি আর খেয়াল করি নি। ড্রামা চলাকালীন সময়ে এপিসোড আসার পর ২-৩ দিন টপ ২ তে ছিল। ইন্টারন্যাশনাল রেকর্ড ব্রেক করেছে এই ড্রামা। নেটফ্লিক্সের ওয়ার্ল্ড র্যাংকিং চার্টে যেখানে ১৯০ টি টিভি সিরিজ এবং মুভির মধ্যে র্যাংকিং হয় সেখানে কিং ৯ নং পজিশনে ছিল। টুইটারে মোস্ট ট্রেন্ডিং ইস্যুতে নাম্বার ৪ ছিল। কোরিয়ার ভিডিও স্ত্রিমিং প্ল্যাটফর্ম “Wavve” তে টানা ৭ সপ্তাহ ১ নাম্বার পজিশনে ছিল।
পার্ক সেও জুন
পার্ক সেও জুন একজন শক্তিশালী অভিনেতা, লি মিন হো তার চেয়ে আরেকটু বেশি শক্তিশালী অভিনেতা। লি মিন হো এর ক্ষেত্রে এক্সট্রা তার লুক আর চার্ম তার থলিতে যুক্ত আছে। দুজন অভিনেতার কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। তারা নিজ নিজ গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। পার্ক সেও জুন আমার খুব ই পছন্দের অভিনেতা আমি লি মিন হো’র ২ টা ড্রামা নিয়ে রিভিউ লিখেছি, পার্ক সেও জুনের ও ২ টা ড্রামা নিয়ে লিখেছি।
সো পার্ক সেও জুনকে ছোট করা বা এই ধরণের কিছু আমার মাথায় ও নেই। তাকে আমি ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ করি। তবে লি মিন হো ইজ সামথিং এলস ফর মি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।এই পোস্ট এপ্রুভ হবে কিনা বা অনেক পরেও যদি হয় সমস্যা নেই কারন আমি ঠিক বিতর্ক বিষয়ে কিছু লিখতে আসিনি! হ্যাঁ, আমি Lee Min ho ভক্ত, তবে তাকে নিয়ে কিছু না লিখলে যে একজন ভক্ত যে ভন্ড ভক্ত হয়ে যাবে আমি তা মনে করি না!
এই বিতর্কে আমার অংশ না নেওয়ার অন্যতম কারন হল বিতর্কের জন্য যে পরিমান জ্ঞান দরকার, তা পর্যাপ্ত পরিমানে আমার মাঝে বিদ্যমান বলে আমি বোধ করিনা! অনেকে হয়তো বলছে যে এই ইভেন্টটা পছন্দ হয়নি তাদের, কারন এই তুলনা, ঐ সমালোচনা, এসব তাদের পছন্দ হচ্ছে না! কিন্তু এমন কিছু মানুষের পোস্টও আছে যেখানে কাওকে ছোট না করেই পক্ষে বা বিপক্ষে খুব সুন্দরভাবে নিজের যুক্তি তুলে ধরা হয়েছে!
কেড্রামা জগতে প্রবেশ
আর এজন্য আমি প্রত্যেক পক্ষের পোস্টই পড়ছি চুপচাপ। আর এতে করে Lee Min ho এবং Park Seo joon, দুজনের ব্যাপারেই আমার জ্ঞানের পরিধিও বাড়বে কিছুটা, আশা করি! কেড্রামা জগতে প্রবেশ আমার Lee Min ho কে দেখেই! তখন কাওকে চিনতাম না, র্যানডমলি একটা ড্রামা শুরু করেছিলাম প্লট, কাস্ট কিছু না দেখেই, কারন আমি তো তাদের চিনিই না! লেজেন্ড অব দ্য ব্লু সী!!! এই একটা ড্রামা যার জন্য এখন আমি আরো অনেক কেড্রামা, কেমুভি দেখেছি!
সেই প্রথম ইমপ্রেশনে Lee Min ho এর প্রতি যেই ভালো লাগা কাজ করেছে বা যেই ইমপ্রেশন তৈরি হয়েছে তা আমি লিখে প্রকাশ করতে পারব না! এরপর যত জনের ড্রামাই দেখেছি তা ঐ ড্রামার চরিত্র পর্যন্তই মনে স্থান পেয়েছে! তুলনা করছি না, উদাহরন দিচ্ছি, এই যেমন Gong yoo কে আমার Gong yoo থেকে বেশি Goblin হিসেবে পছন্দ,
Lee Dong wook পছন্দ Grim Reaper হিসেবেই! Hyun Bin ও আমার অন্যতম পছন্দের একজন তবে সে Hyun Bin থেকে বেশি CLOY এর Captain Ri বা Negotiation এর Min Tae হিসেবে বেশি পছন্দ! কিন্তু Lee Min ho কে Lee Min ho হিসেবেই পছন্দ! তার প্রত্যেক ড্রামাতে তার চরিত্রের নাম কি সেই ব্যাপার তেমন মাথায় থাকে না, সে Lee Min ho হয়েই আমার মাথায় থাকে! ব্যাপারটা হল, কেমনে যে বুঝাই!!! এই ধরুন যে “Gong yoo তো Goblin হিসেবে সেই অভিনয় করছে!!!!!
“Lee Min ho তো King ই
” আর Lee Min ho এর ক্ষেত্রে “Lee Min ho তো King ই! ও তো কন-আর্টিস্টই!” এই টাইপ অনুভূতি কাজ করে, ও যে অভিনয় করছে এটা মনে হয় না! কিছুদিন আগেই Itaewon Class দেখেছি, Park Sae ro yi চরিত্রটা অনেক ভাল লেগেছে, তবে Park Seo joon এর আর কোনো ড্রামা এখন অব্দি দেখা হয়নি। হয়তো অবশ্যই ভালো লাগবে দেখলে কেননা অভিনয় তার অনেক ভাল! আমি একজন অতি সাধারন ভক্ত হিসেবে লিখেছি যেখানে একজন সে নিজেও প্রকাশ করে উঠতে পারে না যে কেনো অমুককে ভাল তমুকের তুলনায় বেশি লাগে!
সর্বোপরি, আমার সবার কাজই কম বেশি বেশ ভালো লাগে তবে Lee Min ho এর জায়গাটা ঐ উপরেই! এখন হতেই পারে যে বলতে পারেন “Lee Min ho কে দিয়ে ড্রামা শুরু বলে এমন অনুভূতি কাজ করছে!” তাহলে বলব যে ব্যাপারটা ঠিক এমনও না, এমন হলে Jun Ji hyun ও সেই উপরের স্তরে থাকতো আমার লিস্টের! Jun Ji hyun কেও অনেক ভাল লাগে, কিন্তু সম-পরিমান ভালো লাগা আরো অনেক অভিনেত্রীর জন্যও কাজ করে!
পরিশেষে বলতে চাচ্ছি যে কে বেস্ট কে বেটার এই ব্যাপারে বলার মতো নিজেকে যোগ্য মনে করিনা, কেউ কারো পছন্দকে ছোট বা অপমান না করে সম্মান করে নিজের ভালো লাগা শেয়ার করতে থাকি! Lee Min ho কে নিয়ে পোস্ট বেশি হয়? আপনি ঐসব পোস্ট নিয়ে পরে না থেকে আপনার ভালো লাগাকেও সেভাবে তুলে ধরুন, বাধা তো নেই, গ্রুপে তো নিয়ম নেই যে দিনে Lee Min ho কে নিয়ে পাঁচবার আর অন্যদের নিয়ে একবার পোস্ট করা যাবে!
“মা-কে কেনো ভালবাসো?
যার যার ভালো লাগা তার তার কাছে। অনেক সময় আমরা জানিই না যে অমুককে আমার কেন ভালো লাগছে! “মা-কে কেনো ভালবাসো? কারন সে আমার মা!” উত্তরটা কেমন দায়সাড়া টাইপ, মা দেখে ভালবাসি!!!?? আসলে আমরা মা বাবা ভাই বোন ভালবাসার মানুষকে কেন ভালবাসি জানিনা, এর কারন খুঁজে পাইনা, শুধু জানি যে ভালবাসি!
আর কেন ভালবাসি তার কারন খুঁজতে গেলে আর খুঁজে পেলে ভালবাসার গন্ডি ছোট হয়ে আসে, অন্তত আমি তাই মনে করি, কারন তখন ঐ কিছু কারনের জন্য বা ঐ কিছু কারনের মাঝেই ভালবাসা বন্দি! বাবা যদি রাগ করে অনেক ঝাড়ি মেরে বসে তাহলে কি সেদিনই ভালবাসা শেষ হয়ে যায়? হয় না! তেমনি Lee Min ho কে কেনো ভালো লাগে তার সুনির্দিষ্ট কোনো কারন নেই আমার জানা আর সেজন্যই কখনো যদি ওর অভিনয়ে একটু উনিশ বিশও আসে, তাতে করে এই ভালো লাগা আমার কমবে না!
অভিনেতা বা অভিনেত্রীকে
তবে হ্যাঁ, ভালো লাগা বা ভালোবাসা, দুক্ষেত্রেই যদি কারো চরিত্রে ঝামেলা দেখি তবে পছন্দের জায়গাটাতে একটা বাজে দাগ কেটে যায় এবং যাবে! যাক গিয়ে, শেষের এই কথাগুলি এজন্য বললাম যে অনেকেই আছে যে জানিনা ঠিক কি কি কারনে আমাদের অমুক বা তমুক অভিনেতা, অভিনেত্রীকে ভাল লাগে…প্রকাশ করতে পারিনা, এতে হতাশার কিছু নেই!
কোনো অভিনেতা বা অভিনেত্রীকে যখন ভালো লাগে তখন অবশ্যই আমরা আমাদের সেই অনুভূতিকে Pause করে তার কি কি অর্জন এসব ঘেটে কম অর্জন হলে তার প্রতি সেই অনুভূতি বিসর্জন দেইনা! ভালো লেগে যাওয়াটা লেগেই যায় আর পরবর্তীতে তার বিভিন্ন অর্জন দেখলে খুশি হয়ে যাই, এই অর্জনের সাথে কাওকে ভালো লাগবার অনুপাতের কোনো সম্পর্ক হয়তো নেই! অনেক কিছু লিখে ফেললাম, এতোটা পড়বার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমি, একজন অতি সাধারন Lee Min ho ভক্ত! ধন্যবাদ!