বিতর্কের বিষয় : Lee min ho is better than Park Seo Joon( আমি এর বিপক্ষে বলছি) অনেকেই বলে থাকে কোরিয়ান ড্রামা তে বেশিরভাগই ঢুকেছে min ho’র ড্রামা দিয়ে।তবে আমার ক্ষেত্রে ভিন্ন ঘটেছে,আমি So ji sub’র ড্রামা দিয়ে কোরিয়ান ড্রামা ফ্যান হয়েছিলাম। কাল রাতে গ্রুপে অনেক কে বলতে শুনেছি,park Seo joon আগামি ৯/১০ বছরেও min ho কে টপকাতে পারবে না।আবার কেউ বলেছে,তার অভিনয় ভালো Min ho’র চেয়ে,কিন্তু সে দেখতে সুন্দর না তেমন।
Lee min ho is better than Park Seo Joon
Why?এমন তুলনা হবে কেনো? দুজনের ডেব্যুট বছরেই ত কতটা পার্থক্য। lee min ho সেই ২০০৬ থেকে কাজ করছে,আর Seo joon সেই তুলনায় নবাগত।২০১১ তে তার জার্নি শুরু হলেও,এ কম সময়ের এক্টিং ক্যারিয়ারেই সে আমাদের বেশি ভার্সেটাইল কাজ দেখিয়েছে। kill me heal me তে ও কে আমার প্রথম ভালো লাগে।এরপর যেসব কাজ দেখেছি,ওর role choosing এ variation আছে।
historical ‘Hwarang’ এ যেমন হতাশ করেনি।মর্ডান Genre এও। ‘Fight for my way’ ‘itaewon class’ এ ওর অভিনয় কি ছিলো,সবারই জানা ওর ডেডিকেশান, প্রতিটা role আগেরটা চেয়ে ভিন্ন ফ্লেভারের আর চ্যালেন্জিং। অন্যদিকে,Senior actor lee min ho ধনী লাভার বয় role গুলোর গন্ডি থেকে বেরুতে পারে নি।Heirs দেখে kim wo bin কে বেশি ভালো লাগে। ‘City hunter’ ভালো একশন ড্রামা হলেও ওর অভিনয় অতোটা মন কাড়েনি।
এরপর আর ওর কোন ড্রামা দেখায় তেমন আগ্রহ আসে নি।একবার News জানলাম ‘Faith’ ড্রামা নাকি actor ‘lee joon Gi’ করবে বলে চুক্তিবদ্ধ হয়েছিলো,Military enlistment এর জন্য এ ড্রামা সে আর করতে পারেনি।পরবর্তী তে lee min ho এ ড্রামা তে অভিনয় করেছে।তখন আবার অাগ্রহ হয়, joon Gi’r পাওয়া role কেমন ছিলো,গল্পটা কেমন ছিলো,Min ho Historical warrior হিসেবে ক্যারিয়ারের ব্যতিক্রম role কিভাবে play করে দেখে আসি।
Role টা যতটা দুঃখভারাক্রান্ত
But sorry to say,ওই Role টা যতটা দুঃখভারাক্রান্ত দেওয়া হয়েছে,অতটা বিষাদ ও এক্সপ্রেশনে দেখাতে পারে নি।আমি emotionally attach হতে পারি নি।অনেকটা রোবটিক লেগেছে। ‘king : eternal monarch’ এ তার অভিনয়ে আগের চেয়ে অনেক ইম্পুভ এসেছে।তবে role selection এবারও তেমন ভিন্নতা লাগলোনা। ‘charming powerful rich lover’ typ role এর গন্ডি থেকে ওর বেরুতে হবে।
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 2
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 3
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 4
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 5
এবার আসি চেহারা জাজমেন্টে।কাল যারা বলেছে Seo joon,actor হিসেবে ভালো কিন্তু দেখতে Min ho’র চেয়ে সুন্দর না।তাদেরকেই বলছি,চোখে কি কাঠের চশমা নাকি?Seo joon সুন্দর না কিভাবে? Min ho,Seo joon দুজনই সুদর্শন।comparison কিভাবে হয় Beauty তে।korea তে অগনিত সুদর্শন oppa পরে আছে।
সবার চোখে সবাইকে ভালো লাগবে এটাতো স্বাভাবিক।Seo joon, lee min ho একেক জনের চোখে এক একজন বেশি সুন্দর।তাই আমি চাইবো চেহারা নিয়ে lame comparison না রিপিট হোক।আমি exo-l,১২ জন মেম্বার নিয়ে হওয়া এ কে-পপ গ্রুপে আজ অবধি আমি বুঝতে পারলামনা কে বেশি সুন্দর।আর korea তে অগণিত actor রেখেও তোমরা confidently কি করে বলো lee min ho best সুন্দর হিরো, অবাক হই।
‘lee min ho’ ওপ্পার ফলোয়ার
এবার আসি আরেক পয়েন্টে।তোমরা বলছো ‘lee min ho’ ওপ্পার ফলোয়ার বেশি।আরে ভাই, Seo joon সিনিয়র হলে ওর ফলোয়ার ও বাড়বে।
Seo joon কে তোমরা acting এ praise না করে বলো কোরিয়ান ইমরান হাশমি।Indian ইমরান হাশমি কে নিয়ে যত ট্রলই করো।দিনশেষে এ তোমরাই মানবে ওর acting অন্য লেভেলের।ওর মুভির গানগুলোকে বেস্ট বলো।যদিও বলিউডে ও award সম্মাননা পায়নি।
আমার বক্তব্যের ইতি টানছি।বিতর্কের বিষয় : Lee Min Ho is better than Park Seo Joon. বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি কামরুন নাহার।ধন্যবাদ মডারেটর যুক্তিখন্ডনের মত একটা ব্যাপারের গুরত্ব মাথায় রেখে আলাদা ভাবে বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেবার জন্য। আমি আগেই একবার মোটামুটি সবকিছু ধরে বলার চেষ্টা করেছি। আবার ও এলাম ২/১ টা বিষয় বাদ পড়ে গিয়েছিল বলে
১। লি মিন হো আগে এসেছে বলে তার ফ্যান ফলোয়াড় বেশি। সে তার ক্যারিয়াড়ে সব মিলে ৬ বছরের গ্যাপ নিয়েছে। পার্ক সেও জুন ইন্ডাস্ট্রিতে আসার পর ৫ বছর। তাহলে এই ৫ বছরে পার্ক সেও জুন এত নোটেবল কাজ করে থাকলে তার ফ্যান ফলোয়াড় লি মিন হো কে ছাড়িয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবি না। কাছাকাছি থাকার কথা। শুধু লুক দিয়েই যদি লি মিন হো এর ফ্যানবেজ তৈরি হয়ে থাকে তাহলে ৫ বছরের গ্যাপে ওর সুন্দর মুখটি না দেখিয়ে তো সে ফ্যানবেজ ধরে রাখতে পারার কথা না।
পার্ক সেও জুন
পার্ক সেও জুন কন্টিনিউয়াস কাজ করে, ভালো ড্রামা, মুভি উপহার দিয়েও এমন পাগলা ফ্যানবেজ তৈরি করতে পারল না। অথচ লি মিন হো হাইবারনেশনে থেকেও এই বিশাল ফ্যানবেজ করে ফেলল, সো সো অভিনয় জানা স্বত্তেও? ব্যাপারটা হাস্যকর না? তার কাজ ই তার ফ্যানদের তাকে মনে রাখতে বাধ্য করেছে। আজ মানুষটা অসম্ভব সুন্দর বলেই এই অভিনয় না পারার ট্যাগ তার গায়ে লাগছে। ভাগ্যিস গং ইয়ু অসম্ভব সুদর্শন না।
২। দানের ব্যাপারটা আসলে সম্পূর্ণ পার্সোনাল। সেটা দিয়ে আমি অভিনেতাদের বিচার করি না। তবে একজন লিখেছেন পার্ক সেও জুন গোপনে দান করে। গোপনে দান করে কি না আপনি জানেন কিভাবে? তাহলে লি মিন হো গোপনে যে আরো দান করে নি সেটার নিশ্চয়তা কি? মোটেও এই ব্যাপার টা দিয়ে কোন অভিনেতা যাচাই হয় না।
৩। নারসিসিস্ট হওয়া খুব কঠিন কাজ বলে আমার মনে হয় না। শি ওয়াজ প্রিটি তেও অনেকটা এমন ই ছিল।
৪। আপনার ব্যক্তিগত ভাবে কোন ড্রামা ভাল না লাগলে সেটা একান্ত আপনার ব্যাপার কিন্তু ড্রামা কথা বলে রেটিং এ। অভিনয় সো সো কিন্তু তাও মানুষ দেখছে, পাগলের মত ভালবাসছে এই ব্যাপারটা হাস্যকর বটে। লি মিন হো ভাল অভিনয় করে বলেই আজ তাকে লি মিন হো কম কিং বেশি ডাকা হচ্ছে। সে তার অভিনয় দিয়ে মানুষের মনে কিং হিসেবে জায়গা করে নিয়েছে।
আমার বক্তব্য এখানেই শেষ
আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। মডারেটরের কাছে একটি প্রশ্ন রাখছি বড়লোক বাবার ছেলে, ফাইটার, স্ট্রাগলিং ইঞ্জিনিয়ার, কন আর্টিস্ট, দেহরক্ষী, কিং এতগুলো ভিন্নধর্মী রোলের পর ও সে একই ধাচের অভিনয় করে মনে করার কারণ কি?
【যুক্তিখণ্ডন】এক্সাইটিং এবং সুন্দর এই ইভেন্ট এর জন্য এডমিন প্যানেল কে ধন্যবাদ। Lee min ho is better than park seo joon আমি এই কথার পক্ষে বলছি। বিতর্ক প্রতিযগিতা যারা করেছেন বা দেখেছেন জানেন একটা রাউন্ড থাকে, তো আমি কয়েকটা পোস্টের কিছু যুক্তিখণ্ডন করতেই এসেছি। প্রথমেই ম্যাক্সিমাম পার্ক সেও জুন ভক্ত দের দাবী সে ভার্সাটাইল এক্টর।
ভার্সাটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতিভাসম্পন্ন।এখানে আমার একটা প্রশ্ন যে বড়লোকের চরিত্র না করে গরীবের চরিত্র টাইপ করলেই versatility প্রকাশ পায়?বলিউড কিং এর কথা আমরা সবাই জানি,সে কিজন্য বিখ্যাত? তার বেশির ভাগ মুভিই রোমান্স এর,তাকে রোমান্স কিং ও বলা হয়।এখন আপনারা কি বলবেন কিং খান ভার্সাটাইল না?একি ধাঁচের ক্যারেক্টার এ অভিনয় করে?
সব মুভিই খালি রোমান্টিক
তার সব মুভিই খালি রোমান্টিক?পার্ক সেও জুন এর রিসেন্ট ইত্তেওন ক্লাস,এবং Hwarang ছাড়া বাকি সবগুলোর জনরাই তো রম কম।এখন আপনি বলবেন রম কম হলেই কি ও তো আলাদা ক্যারেক্টার করেছে।আচ্ছা তাহলে লি মিন হো কি?সে কোথায় একি ধাঁচের চরিত্র করেছে?বড়লোক গরীব বাদ দেন,চরিত্রের গভীরতা নিয়ে বলেন।গু জুন পেয়ো যে কি না অহংকারী,বদমেজাজী তার সাথে কিম তানের মিল আছে?
কিম তান কি অহংকারী ছিলো?পার্সোনাল টেস্ট এর একজন আর্কিটেক্ট,যাকে ভুলে গে ভাবা হয় সে কি অহংকারী,বদমেজাজী বড়লোকের ছেলে ছিলো?লিজেন্ড অফ দ্য ব্লু সি তে আপনি তার খালি বড়লোকের ছেলে আর কন আর্টিস্ট টুকুই দেখলেন,কেনো joseon এর সময়ের kim dam ryoung কে কি ভুলে গেছেন?সে কিন্তু বড়লোকের ছেলে ছিলো না।
হ্যাঁ এখন আপনি বলবেন সবগুলি রোমান্স।কিন্তু প্রত্যেক টা জায়গায় ও বড়লোকের ছেলে হিসেবে যতটা পরিচিত তার চেয়েও বেশি পরিচিত নিজের ক্যারেক্টর গুলো দিয়ে।আমাকে বলেন আপনার পার্ক সেও জুন এর হালের ইত্তেওন ক্লাস এর পার্ক সেও রি ছাড়া অন্য কোন ক্যারেক্টার টা মনে খুব দাগ কেটে গেছে যেটার কথা ৫ বছর পরেও আপনার মনে হয়?
Lee min ho is better than park seo joon
বলা হচ্ছে Lee min ho is better than park seo joon.কেনো বেটার?খালি এক অভিনয় নিয়েই বলতেসেন যে পার্ক সেও জুন অভিনয় ভালো করে,বিভিন্ন চরিত্র করে।তাইলে লি মিন হো কি করে?খালি লুকস দিয়ে ইন্ডাস্ট্রি তে কয়বছর টিকবে?অভিনয় যদি একদম ই না পারতো(আপনাদের ভাষায়) তাহলে সে top hallyu star কিভাবে হইসে?
আর একটা ব্যাপার হচ্ছে পার্ক সেও জুন এর মুভি সুপারহিট। সে অস্কারজয়ী মুভি প্যারাসাইট এ অভিনয় করসে।আচ্ছা মানলাম।এখন আমাকে বলেন কয়জন সেও জুন ভক্ত তার ডিভাইন ফিউরি বা মিডনাইট রানারস দেখে কোরিয়ান জগতে আসছেন?সেইভাবে বলতে গেলে বেশিরভাগ ড্রামায় যারা বেস্ট তাদের কিন্তু মুভি তে তেমন দেখা যায় না।
কারণ তারা ড্রামা দিয়েই অলরেডি টপ এ।Gangnam blues মুভির জন্য কিন্তু লি মিন হো সমালোচক প্রশংসাও পেয়েছেন। আবার আসি আরেকটা ব্যাপারে she was pretty এবং WWWSK এই দুই ড্রামার কাহিনীর মুল ভাব তো একি,ছোটো বেলার প্রেম খুঁজে বেড়ায় এবং একটা কোম্পানির বস।আমাকে বলেন লি মিন হোর কোন ড্রামা তে তার কাহিনী একরকম ছিলো?
গরীবের ক্যারেক্টার
খালি একটাই ভুল তার বড়লোকের চরিত্র করা এখন শুধুমাত্র সে গরীবের ক্যারেক্টার করে না বলে সে ভার্সাটাইল না এই কথায় আসলে হাহা রিয়্যাক্ট ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারি না। লুকস,ফ্যান ফলোয়ারজ নিয়ে অনেক কথা বলা হইসে,এগুলোর ধারে কাছেও সেও জুন নাই।তাই এগুলা বাদ।
আমি আমার গত পোস্ট এ লি মিন হো এর টোটাল ফ্যানবেইজের একটা হিসাব দিয়েছিলাম যার ধারে কাছেও সেও জুন নাই।আর লুকস নিয়ে তো কিছু বলাই যাবে না,লি মিন হো অলরেডি এশিয়ান মেইল গড উপাধি প্রাপ্ত।আর শুধু লুকস এর বিচারে একজন সর্বোচ্চ ভালো মডেল হতে পারেন।অভিনেতা হতে গেলে অভিনয় জানতেই হয়।আপনি অভিনয় না জানলে ইন্ডাস্ট্রি আপনার লুক দিয়ে কয়দিন চলবে? ধন্যবাদ সবাইকে।