ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা, বিতর্কের বিষয় : Lee min ho is better than park seo joon পক্ষে বলছি,আমি ভেবেছিলাম আমি কিছু লিখবো না। মডারেটর বরাবর সবাই লিখছে আমি তাই লিখবো কিনা দ্বিধায় ছিলাম। আর আরেকটা কারণ ছিল। ব্যক্তিগতভাবে তুলনা জিনিসটায় আমার আপত্তি আছে৷ আর সমসাময়িক নয় এমন দুইজন অভিনেতার তুলনা করতে তো আমার আরো আপত্তি।
Lee min ho is better than park seo joon 9
যেহেতু আমি সুজন ওপ্পাকে নিয়ে নেগেটিভ কিছু লিখতে আগ্রহী না অপরদিকে আমি লিমন ওপ্পার একনিষ্ঠ ভক্ত। যাকে ভালোবাসি দেখেই কোরিয়ান ইন্ডাস্ট্রির প্রতি আমার এত ভালোবাসা তাই তার সম্পর্কে কিছু তথ্য দেয়ার চেষ্টা করছি।আমার লেখার শুরুতেই দুঃখিত এই লেখাটা অনেক বড় হবে।প্রথমেই ২০১৬ সালের লিমনের বিদায়ী ড্রামা ‘লেজেন্ড অফ দা ব্লু সি’ এর প্রেক্ষাপটে কিছু বলতে চাচ্ছি।
‘Life is not a bed of roses’ এ কথাটা যেন তার ক্ষেত্রে ভয়াবহভাবে প্রযোজ্য। আজকের কোরিয়ান ড্রামা লাভার কিন্তু এই ড্রামাটা দেখেন নাই বা নাম জানেন না এমন কয়জন আছেন??কিন্তু এই ২০১৬ সালে কত অসাধারণ ড্রামা রিলিজ হয়েছে কারো ধারণা আছে?? আমি লিস্ট দিচ্ছি কয়েকটার।
1. Goblin
2. Decendant of the sun
3. Uncontrollably fond
4. W- two worlds
5. Romantic doctor
6.Cheese in the trap
7.Jealousy incarnate
8.Oh my Venus
9. Doctors
10. Shopping king louis
11.Love in the moonlight
বিদায়ী ড্রামা
এত এত অসাধারণ ড্রামার মাঝে লিমনের বিদায়ী ড্রামা সবার মনে দাগ কেটে রয়েছে আজ এত বছর পরও। তার মানে এই ড্রামাটায় তার অভিনয় তেমন সুন্দরই হয়েছে। অজস্র ড্রামা সাজেশন চাওয়া মানুষকে এই ড্রামাটা সাজেশন হিসেবে দিয়েছি আমি এবং তারা পরবর্তীতে এই ইন্ডাস্ট্রিতে আসক্ত হয়ে গেছে। জুন জি হিউনের সাথে টেক্কা দেয়ার মত অভিনেতা খুবই কম।
তার মাঝে এই ছেলেটা একজন।এবার আসি ২০২০ সালের তার কামব্যাকের কথায়। অনেক অভিনেতা অনেক জনপ্রিয়। কিন্তু ২০১৭-২০১৯ ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে লিমন ছিলেন মিলিটারি সার্ভিসে। এই সময় অনেক ভালো কাজ হয়েছে অন্য নতুন যারা তারা অনেক ভালো কিছু করেছেন।
কিন্তু ২০২০ সালে একজন ফিরে এসে কাঁপিয়ে দিবেন আলোচনার শীর্ষস্থান ধরে রাখবে তার ড্রামা এত বছর পর তা কে ভেবেছিলো??নেটফ্লিক্সের হিসেবে কোন কোরিয়ান ড্রামা এত দেশের টপ টেনের শীর্ষস্থান দখল করে নি। আর টপটেনেও এতদিন থাকে নি। কি নেই এই ড্রামাটায়?? অভিনয়ের কথা বললে অভিজাত, বুদ্ধিমান, মেধাবী, ধীর স্থির, মজার, রোমান্টিক, রাগী, প্রতিশোধ নেবার দৃঢ়তা কি ছিল না???
অসাধারণ ড্রামা
আর এবার বলি কত অসাধারণ ড্রামার মাঝেও এই ড্রামাটা এত আলোচনায় ছিলো।এই ছেলেটার ভাগ্যই যেন ও যখন আসবে তখনই টক্কর দেবার মত এতগুলো ড্রামা থাকবে ওর ড্রামার বিপক্ষে।২০২০ সালের এখন পর্যন্ত কিছু ড্রামা যা অসাধারণ ছিল এবং কিছু অনগোয়িং।
- বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon 8
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 7
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 6
- বিতর্কের বিষয় : Lee min ho is better than Park Seo Joon
1. Extracurricular
2. The world of married
3. Hospital playlist.
4. Kingdom 2
5. Itewon class
6.Crash landing on you
7. Romantic doctor 2
8. Mystic pop up bar
9.It’s okay not to be okay
10.Backstreet rookie
এত এত অসাধারণ ড্রামার মাঝে এখনো ফেসবুকের বিভিন্ন ইন্টারন্যাশনাল গ্রুপ, ইনস্টায় অন্যতম আলোচিত ড্রামা The king: eternal monarch এত বছর পর এসেছেন কিন্তু অভিনয় করেছেন সেরাটা। দিয়েছেন নিজেকে নিংড়ে। আরো যেন পরিপক্কতার ছাপ তার অভিনয়ে৷ যেন তিনি ‘আসলেন, জয় করলেন’।
সোশাল নেটওয়ার্কিং
তার ছাপ তিনি যখনই আসেন ছেড়ে যান।এখন তার সোশাল নেটওয়ার্কিং সাইটে সবচেয়ে বেশি ফলোয়ারস।আমার আরেকটা লেখায় আমি তার মুভি ড্রামার পুরস্কার এর বিষয়টি তুলে ধরবো। আবারও বলছি আমি লি মিন হো সেরা কেন তা লিখছি আর কাউকে নিয়ে তার সাথে তুলনা আমি করবো না।
‘ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা‘
বিতর্কের বিষয়ঃ Lee min ho is better than Park seo joon!সময়কালঃ ২৮ জুন রাত ১২ টা।গ্রুপের যেকোন মেম্বার বিতর্কের বিষয়ের ‘পক্ষে‘ কিংবা ‘বিপক্ষে‘ থেকে পোস্ট করতে পারবে শুধুমাত্র। যেমন, ‘Lee min ho is better than Park seo joon‘ এর পক্ষে বলতে চাইলে, আপনাকে লজিক্যালি প্রমাণ করতে হবে যে জ্বি হ্যাঁ, লিমিন হো ই বেটার পার্ক সেজুন এর তুলনায়।
আবার Lee min ho is better than Park seo joon এর বিপক্ষে বলতে চাইলে, আপনার লজিক্যালি প্রমাণ করে দেখাতে হবে যে, জ্বি না, লিমিন হো, পার্ক সেজুন থেকে বেটার নয়। বরং পার্ক সেজুন নিজেই বেটার তার তুলনায়।যেভাবে বিকর্ত প্রতিযোগিতা হয়ে থাকে, ঠিক সেটাই আমরা ভার্চুয়ালী করবার চেষ্টা করব।
অপমানজনক পোস্ট বা কমেন্টস
তবে আবেগতাড়িত হয়ে অপমানজনক পোস্ট বা কমেন্টস এলে ব্যবস্থা নেওয়া হবে। এই দায় এডমিন প্যানেলের উপর। আমরা দারুন এক সুস্থ বিতর্ক করব।বিতর্ক উপস্থাপন করা হবে ‘মাননীয় মডারেটর’ বরাবর। যেকেউ, যেকোন পক্ষ থেকে অংশ নিতে পারবে। তবে আবারও বলছি শর্ত একটায়, অশালীন, কূরুচিপূর্ন শব্দ, সার্কাজমের নামে লেইমনেস দেখামাত্র একশন নেওয়া হবে।
এই ইভেন্ট বিতর্কিত করার চেস্টা করবেন না কেউ, উপভোগ করুন নইলে চুপচাপ থাকুন।এমন ইভেন্ট এর উদ্দেশ্যঃ প্রথমত এক্সপেরিমেন্টাল। তারপর এঙ্গেজমেন্ট, তাছাড়াও শোবিজ, তারকা নিয়ে আমাদের মধ্যে কেমন আলোচনা, সমালোচনা, তুলনা হওয়া উচিত তার একটা দৃষ্টান্ত উপস্থাপন করা।
আমি বিশ্বাস করি খুবই উপভোগ্য এক ইভেন্ট হতে চলেছে আগামী ৩০ ঘন্টা।পক্ষে এবং বিপক্ষে কেমন বিতর্ক হওয়া উচিত তার একটা উদাহরণ আমি দিচ্ছি ছোট্ট বয়সে বির্তকের অভিজ্ঞতা থেকে।বিতর্কের বিষয়ঃ Lee min ho is better than Park seo joon!বিপক্ষে বক্তব্য রাখছি আমি রাব্বী।মাননীয় মডারেটর, শুরুতেই ভার্চুয়ালী এমন ইভেন্ট আয়োজন করার জন্যে আমি ধন্যবাদ জানাই আয়োজকদের।
মাননীয় মডারেট
কারণ এই সময়ে এটি খুবই গুরুত্বপূর্ন এক ইস্যু। কিন্তু মাননীয় মডারেটর আমি আজকের বিতর্কের বিষয়ের সাথে একমত পোষণ করতে পারছি না।আপনি যদি পার্ক সেজুন এর ক্যারিয়ার হিসেব করেন তাইলে দেখতে পাবেন, ছোট্ট তার এই ক্যারিয়ারে তিনি অসংখ্য দর্শকনন্দিত কাজ উপহার দিয়েছেন।
কোরিয়ান সিনেমা যেখানে নতুন করে সারাবিশ্বে আলোড়ন তৈরি করছে, বিশ্বের সব বড় বড় মঞ্চ থেকে পুরষ্কার বাগিয়ে নিয়ে আসছে সেখানেও পার্ক সেজুন একজন সফল তারকা।ঠিক এ কারণেই ৯১ বছরের ইতিহাস ভেঙে অস্কার জেতা শেষ কোরিয়ান সিনেমা প্যারাসাইটেও অভিনয় করার সম্মান তিনি কিন্তু পেয়েছেন।
এছাড়াও ছয়টি ব্লকবাস্টার কোরিয়ান সিনেমায় ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন পার্ক সেজুন, সেই তুলনায় লিমিন হো কে আমরা সেভাবে পায়নি সিনেমায়, ক্যারিয়ারে মাত্র চারটি সিনেমার একটিও সেভাবে বক্সঅফিস কিংবা দর্শকনন্দিত হয়নি।সুতরাং এই ছোট্ট উদাহরন ই প্রমাণ করে আজকের বিতর্কের বিষয় কতটা ভুল এবং অযোক্তিক। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।
দ্বিমত পোষণ করে
বিতর্কের বিষয়ঃ Lee min ho is better than Park seo joon!পক্ষে বলছি আমি রাইসা!শুরুতেই ধন্যবাদ জানাই এমন সুন্দর এক আয়োজন করায়। মাননীয় মডারেট, বক্তব্যের শুরুতে আমি আমার বিপক্ষ দলের সদস্য রাব্বীর কথায় দ্বিমত পোষণ করে প্রশ্ন রাখতে চাই, একজন অভিনেতার সেরা হয়ে উঠার মানদন্ড কি কেবল সিনেমায় কেমিও অভিনয়?
অবশ্যই নয় মাননীয় মডারেটর। কোরিয়ান সিনেমার বাৎসরিক রেভিন্যুকে ছাপিয়ে গিয়েছে কোরিয়ার ড্রামা। আর কোরিয়ান ড্রামার নাম নিলে সেখানে লি মিন হোর নাম না আসলে সেটা কি পূর্নতা পায়, প্রশ্ন রইলো বিপক্ষ দলের কাছে? আর সেটার প্রমাণস্বরুপ আমরা দেখতে পাই, লিমিনহোর শেষ ড্রামাটি কিভাবে ২৩ টি দেশে টপ ট্রেন্ডে থাকে। এতেই প্রমাণ করে দর্শককূলে লিমিন হোর জনপ্রিয় আজ কোথায় পেীছেছে।
একজন সুদর্শন তারকা এবং অসাধারন অভিনেতা হিসেবে লিমিন হো নিজেকে কোরিয়া থেকে শুরু করে সারাবিশ্বে নিজেকে যেভাবে প্রমাণ করেছে তাতে আজকের বিতর্কের বিষয়ের সাথে আমি সর্ম্পূন একমত পোষণ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর!হাহা যায়হোক, টাইপ হবে এমন, লজিক দিবেন, তথ্য উপাত্ত আনবেন। দারুন সব তুলনা হবে, এতে সবাই সব তথ্য যেমন জানতে পারবে, সাথে দারুন এক দৃষ্টান্তও তৈরি হবে।
গুন জুন পিয়ো
বিতর্ক প্রতিযোগিতা: lee minho is better than Park seo joon. যুক্তিখন্ডন লিমন vs সুজনপক্ষে বলছি,প্রথমত এত সিনিয়র জুনিয়র অভিনেতার তুলনা নিয়ে বলতে হচ্ছে। তাও লি মিন হোর বিভিন্ন চরিত্র নিয়ে কথা উঠছে।
১. গুন জুন পিয়োঃ সময়টা মনে রাখতে হবে ২০০৯ সাল। সেই সময় এই চরিত্রের অসাধারণত্ব এত মানুষের মন জয় করেছিলো যে এই ছেলেটার আসল নাম সবাই ভুলে গিয়েছিলো। একটা চরিত্রের প্রাণপ্রতিষ্ঠা পেয়েছিলো যেন।
২. সিটি হান্টারে তিনি কোন বড়লোক ছেলে নয় বরং এমন একটি চরিত্র করেছিলেন যেখানে আগের চরিত্র থেকে তার একদম আলাদা অস্তিত্ব দেখা গিয়েছিলো। একশনধর্মী এই ড্রামাটা আগের চরিত্র থেকে ব্যতিক্রম একদম।
৩. ফেইথ ড্রামাটা যারাই বোরিং বা এমন কিছু বলে এড়িয়ে যান তাদের সবচেয়ে বড় ভুল এটা। দা কিং এর পর নিজের সবচেয়ে ভালো অভিনয় লিমনের এটা। একজন রাজার দেহরক্ষী। আগের ড্রামার চেয়ে ভিন্ন একটা চরিত্র।
৪.The heirs এ আরেকটা স্কুল ছাত্র তিনি কিন্তু এই ড্রামাটায় একজন এমন সন্তানের কথা ফুটে উঠেছে যার পরিবার থাকতেও সে একা। যার মাকে সে নিজ মা হিসেবে পরিচয় করাতে পারেন না।
৫. পারসোনাল টেস্টে এমন একটা চরিত্র যাকে সবাই গে ভেবে ভুল করে৷ যার নিজস্ব মিশনে এক বাসায় গিয়ে হাজির৷ একটু গম্ভীর।
৬. লেজেন্ড অফ দা ব্লু সি তে একজন কন আর্টিস্ট। যেখানে নায়িকার সাথে তার পাল্লা দিয়ে সমান সমান অভিনয়।
৭. সর্বশেষ দা কিং এ তার অভিনয়ে কি নেই?? কোন ইমোশনটা বাকি?? একজন রাজকীয় ব্যক্তির পুরো ব্যক্তিত্ব ফুটে উঠেছে। কোন এক্সপ্রেশন যা একজন অভিনেতার জানা দরকার তা এই ড্রামায় ছিলো না?? তার সবচেয়ে পরিণত অভিনয় এটা।বয়েজ ওভার ফ্লাওয়ারস এর জন্য তিনি নমিনেটেড হয়েছিলেন ৮ বার।
১০ টা নমিনেশন
এওয়ার্ড ৩টা।The heirs এ ১০ টা নমিনেশন। এওয়ার্ড ৭ টা।সিটি হান্টারের জন্য নমিনেশন ৯ টা। এওয়ার্ডস ৭ টা।লেজেন্ড অফ দা ব্লু সি এর নমিনেশন ৫ টা। এওয়ার্ড ৩ টা।পারসোনাল টেস্টের জন্য নমিনেশন ৩টা। এওয়ার্ড ১টা৷ফেইথ এর জন্য নমিনেশন ৪টা। এওয়ার্ডস ২টা।এছাড়াও অন্যান্য অনেক ক্যাটাগরিতে তার নমিনেশন ২৪টা যার মাঝে এওয়ার্ডস ১২টা।
কোরিয়ান ইন্ডাস্ট্রিকে সবাই চিনেছে এই অভিনেতার অভিনয়ের জোরে। সৌন্দর্যের তো সাগর কোরিয়ার প্রত্যেক অভিনেতা।ওপ্পার এলবাম তিনটি।The day (2015)এর গান ৪ টা।My everything (2014)গান ৭টা।Song for you (2014)গান ৬ টা।তিনি একাধারে গায়ক, মডেল এবং অভিনেতা গুণে গুনান্বিত। তাই ওপ্পা সব দিকেই সেরা। শুধু ড্রামার অভিনয়েই তার যে প্রভাব পুরো দুনিয়ায় তা যেন রাজার শাসনের মত।