বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon.আমি এর পক্ষে অবস্থান করছি ও বিপক্ষের যুক্তি খণ্ডন করছি।শুরু করার আগে বলে নিতে চাই, ২ জনই ভাল এক্টর ও ২ জনই দেখতে অসাধারন আমার চোখে। কিন্তু কেন তবুও কেন Lee Min Ho বেটার আর কোন দিক দিয়ে?
Lee Min Ho is better than Park Seo Joon 8
আমি একটা মেইন পয়েন্ট তুলে ধরতে চাই।যারা Park Seo Joon এর পক্ষে যুক্তি দিয়েছেন অনেকেই বলেছেন Lee Min Ho এর পপুলারিটি ফ্যান ফলোয়ার দিয়ে কি এসে যায়। আমি এখানে কিছু যেটা বলতে চাই, ব্যাপার টা আসলে শুধু ফ্যান ফলোয়ার এর না, এটা নিয়ে কথা বলার কারন তার influence, in K-drama world.টুকটাক অভিনয় আগে শুরু করলেও, Lee Min Ho প্রথম ব্রেক থ্রু পায় ২০০৯ সালের ড্রামা Boys Over Flowers এর মধ্য দিয়ে।
বলা হয়ে থাকে এই ড্রামার মধ্য দিয়ে দ্বিতীয় কোরিয়ান ওয়েভ এর সূত্রপাত হয়। এইযে দুনিয়াব্যাপী কোরিয়ান মুভি, ড্রামা ও গানের এত পপুলারিটি হটাত গ্রো করল, এটাকেই কোরিয়ান ওয়েভ বলে। এটার শুরু হয়েছিল ২০০২ এর বিখ্যাত ড্রামা ‘Winter Sonata’ দিয়ে, আর কোরিয়ান ওয়েভ এর দ্বিতীয় ফেইজ হিসেবে ধরা হয়ে থাকে Boys Over Flowers ড্রামা কে।
এই ড্রামার হাত ধরেই নতুন আরেক কোরিয়ান ওয়েভ দেখতে পায় বিশ্ব!! আর এই ড্রামার মেইন লিড হিসেবে দুর্দান্ত performance দেখিয়ে Lee Min Ho হয়ে যায় ‘Hallyu Star’.বর্তমান প্রেক্ষাপটে এই ড্রামার গ্রহন যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই ড্রামার ইমপ্যাক্ট ডেনাই করার কোন সুযোগ নেই।
Lee Min Ho
আর Lee Min Ho এর যেই পপুলারিটি নিয়ে এত মানুষের এত প্রশ্ন, তা আসলেই হাওয়া থেকে আসেনি , এর সূত্রপাত এই স্পেশাল ড্রামা থেকেই।এরপর আরও কিছু ড্রামা করে যার মধ্যে অন্যতম City Hunter, Personal Taste, Faith. সেই সময়ের পপুলার ড্রামা সিটি হান্টার ও ব্যাপক সাড়া ফেলে কোরিয়ার বাইরে।
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 2
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 3
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 4
- বিতর্ক প্রতিযোগিতা Lee Minho is better than Park Seo joon 5
অনেক Endorsement, Contract, Fan Follower, awards চলে আসে Lee Min Ho এর কাছে। পরের ড্রামা আরেক হিট ড্রামা ‘The Heirs’. এই ড্রামাটাও কোরিয়া ও সমগ্র এশিয়া তে বেপক পপুলারিটি পায়। আর আবারও জিতে নেয় নানান এ্যাওয়ার্ড, তার পারফরমেন্স দিয়ে, তার ওভারঅল পারসনালিটি দিয়ে।অনেকে ওর চেহারা নিয়ে পক্ষে বিপক্ষে বলেছেন।
চেহারায় কি আসে যায়?? আমার চোখে Lee Min Ho মোটেই আহামরি কোন সুন্দর না, এর চেয়েও অনেক সুন্দর চেহারার ভুরি ভুরি নায়ক আছে ইন্ডাস্ট্রি তে। কিন্তু , নিজের পারফরমেন্স, অভিনয়, কেরিশমেটিক পারসনালিটি, সঠিক রোল চয়েস, ইমেজ বজায় রেখেই Lee Min Ho আজ এতদুর। এটা ওর সামগ্রিক অর্জন।প্রত্যেক ইন্ডাস্ট্রি তে ২/৩ জন থাকে, যারা ওই ইন্ডাস্ট্রি কে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে।
১০ বছর আগে
আজ হয়ত ইন্ডাস্ট্রি তে অনেক পপুলার ফেস। কিন্তু ১০ বছর আগে থেকে কে-ড্রামা ইন্ডাস্ট্রি কে সামনে এগিয়ে নিতে যদি কারো অবদান থাকে, তার মধ্যে অন্যতম একজন স্টার Lee Min Ho, এটা এন্টি ফ্যান হিসেবে কারো কারো মেনে নিতে কষ্ট হলেও, এটা আলটিমেট ট্রুথ এই যে বাংলাদেশ এর মত একটা ছোট দেশ এ, এক ছোট গ্রুপ এ তাকে নিয়ে এত কথা, যেটা নিয়ে অনেকে এত বিরক্ত, সেই মানুষ তা যদি না থাকতো, গ্রুপ গুলা কি নিয়ে এত মুখর থাকতো?
এত প্লাস্টিক ফ্যানই বা কই পেতাম আমরা! এই অতিমাত্রায় বাড়াবাড়ি (যা আমার কাছেও অনেক সময় বিরক্তিকর) কাকে নিয়ে থাকতো? এটাই সেই কোরিয়ান ওয়েভ এর ইমপ্যাক্ট। যার জ্বরে এশিয়ার ও বিশ্বের অনেকে আক্রান্ত।আর যদি কথা বলি এক্টিং নিয়ে। Lee Min Ho অলরেডি বেস্ট নিউ এক্টর, বেস্ট এক্টর, বেস্ট এশিয়ান এক্টর, এইসব এ্যাওয়ার্ড তার ঝুলিতে নিয়ে নিয়েছে!
যারা এ্যাওয়ার্ড দিয়েছেন তারা নিশ্চয়ই আমাদের চেয়ে কম জানেন বা বুঝেননা! তাই এই বিষয়ে আর কিছু বলার আছে বলে মনে করছিনা।Even though I love Seo Joon Oppa and I feel guilty to even say this as a BIG fan of him, Parasite মুভির অস্কার পাওয়া নিয়ে পার্ক সু জুন এর কোন অবদান নেই।
ভাল কাজ ও এ্যাওয়ার্ড
ওর ঝুলি তে অস্কার যায়নি। মুভি তে কয়েক মিনিটের ছোট একটা রোল প্লে করেছে মাত্র, এটা নিয়ে জোর করে তাকে ক্রেডিট দেয়ার কোন মানে নেই, ওর আরও ভাল ভাল কাজ ও এ্যাওয়ার্ড আছে ওগুলো নিয়ে আরও আলোচনা দেখলে ভাল লাগতো।সবাইকে সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিতর্ক প্রতিযোগিতাঃ
Lee Min Ho/ Park Seo Joon.আমি বলছি Lee Min Ho এর পক্ষে।বড়সড় রচনা আমি লিখতে পারি না৷ আর আর সবার ধৈর্য হবে না বসে বসে বড় রচনা পড়তে কারণ অনেকেই পক্ষে বিপক্ষে অনেক কিছু লিখে চলেছেন।Boys Over Flower এই একটা ড্রামা দিয়েই মিন হো তার বেশিরভাগ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে।
জীবনে মানুষ যত প্রেমই করুক না কেন তার জীবনের প্রথম ভালোবাসা সব সময়ই অন্যরকম একটা জায়গা দখল করে থাকে। আমি মনে করি কোরিয়ান ড্রামাও এরকম।কারণ গ্রুপের অন্তত 80 ভাগ মানুষের প্রথম কোরিয়ান ড্রামা হচ্ছে বয়েস ওভার ফ্লাওয়ার। যেখানে লী মিন হো অভিনয় করেছে মূল চরিত্রে আর হয়ে গেছে Universal Oppa।
One of most Prestigious Baeksang art award
যে মানুষটা তিনবার কোরিয়ার One of most Prestigious Baeksang art award জিতে নিয়েছেন তার অভিনয় দিয়ে,তাকে কিছুতেই খারাপ অভিনেতা বলা যায় না।অনেকেই বলেন মিন হো শুধু রোমান্টিক ড্রামায় অভিনয় করে।আর কোন কিছুতে তাকে দেখা যায় না। কিন্তু Gangnam Blues মুভিটা অনেকে দেখেন নাই।যেখানে সে তার কমফোর্ট জোন থেকে বের হয়ে একদম অন্যরকম একটা চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছে।
Baeksang Art Award এবং Grand Bell Award এর মতো প্রেস্টিজিয়াস দুটো পুরষ্কার জিতে নিয়েছে তারপরেও কিছু মানুষ বলবে লি মিন-হো ‘শুধু’ রোমান্টিক চরিত্রে অভিনয় করে।হ্যাঁ মিন-হো রোমান্টিক ড্রামায় বেশি অভিনয় করেন কারণ মানুষ রোমান্টিক ড্রামা বেশি পছন্দ করে।জীবনের এত রকম দুঃখ কষ্ট থেকে দূরে সরে আমরা সবাই হাসিখুশি জিনিস টাকে দেখতে বেশি পছন্দ করি তাই রোমান্টিক ড্রামা সবার পছন্দ।
আর এগুলোর রেটিংও বেশি থাকে৷কিন্তু আমরা শুধু এটা বলতে পারছিনা যে সে শুধু রোমান্টিক অভিনয় করে যাবে। তার ক্যারিয়ার এখন তুঙ্গে আছে।হয়তো সামনে সে আমাদেরকে অন্যজনরার অন্য মুভি ড্রামা উপহার দিতে পারে। সেটার জন্যই আমরা অপেক্ষা করে রইলাম।
Lee min ho is better than Park seo joon
বিতর্কের বিষয়ঃ Lee min ho is better than Park seo joon শক্ত ভাবে বিপক্ষে অবস্থান করছি।আগেই বলে নেই আমি গ্রুপের সাইলেন্ট মেম্বার।এটাই আমার প্রথম পোস্ট। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।এডমিন ও মডারেটর দের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করবার জন্য। এই আয়োজন না করলে হয়তো গ্রুপে কিছু লেখার সাহস করতাম না।
যাই হোক যেটুকুই লিখছি সম্পুর্ন ব্যক্তিগত মতামত।আশা করি সবাই বুঝবেন।আমার কাছে মিন হো আর সেও জুন দুজনেই খুব ই পছন্দের অভিনেতা।তাদের অভিনয় প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই।কিন্তু দুজনের মধ্যে একজন কে চুজ করতে হলে আমি অবশ্যই সেও জুন কে করবো।কারণ নিচে ব্যাখ্যা করছি।প্রথমেই বলি সেও জুন কাজ করছে ২০১১ সাল থেকে।
আর মিন হো ২০০৬ থেকে(অফিশিয়ালি)। সো, মিন হোর সেই সময় থেকেই আস্তে আস্তে একটা বিশাল ফ্যানবেইজ তৈরি হয়েছে এবং সে সত্যিই সেটা ডিজার্ভ করে।বাট তার অনেক পরে এসেও সেও জুন এই সময়ের মধ্যে যে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছে সেটা কোনভাবেই অস্বীকার করার উপায় নেই।তার ফলেই কিন্তু মিন হো অনেকটা সিনিয়র হওয়া সত্ত্বেও সেও জুন তাকে কম্পিট করছে।তার সমসাময়িক আর কজন সেটা করতে পেরেছে!
দুজনেই যথেষ্ট হ্যান্ডসাম
লুক এর কথা বল্লে দুজনেই যথেষ্ট হ্যান্ডসাম। বাট লি মিন হো এগিয়ে থাকবে এই ক্ষেত্রে।মিন হো অনেক ভালো অভিনেতা অবশ্যই কিন্তু তার লুক ও কিন্তু কিছুটা প্রভাবক হিসেবে কাজ করে তার সুবিশাল ফ্যান বেজের পিছনে। আই রিপিট, কিছুটা।নট এন্টায়ারলি।অন্যদিকে অনেকের চোখেই সেও জুন খুব একটা সুন্দর না মিন হোর তুলনায়। তার পরেও তার অভিনিত প্রতিটা চরিত্র অনেক পপুলার এবং ক্রিটিক্যালি অ্যাপ্রিশিেয়েটেড।
এটা সম্ভব হয়েছে শুধু মাত্র তার ভার্সেটাইল অভিনয় প্রতিভার কারণে। প্রতিটা চরিত্রে সে নিজেকে উজার করে দেয়।তার ড্রামাগুলোর স্ক্রিপ্ট চয়েজ ও অনেক স্ট্রং।একটা আরেকটা থেকে আলাদা। এক্ষেত্রে মিন হো একটু পিছিয়ে কারণ সে রিচ কেয়ারিং বয়ফ্রেন্ড এর চরিত্রই বেশি করেছে।
উদাহরণ হিসেবে যদি সেও জুনের What’s wrong with secretary kim আর She was pretty drama দুইটার কথা বলি দুইটাতেই সে অফিস বস।বাট দুই চরিত্র কতো আলাদা ভাবে সে ফুটিয়ে তুলেছে।মুভির ক্ষেত্রে ও সেও জুন নিজেকে প্রমাণ করেছে Midnight Runner, The divine fury এর মতো মুভি দিয়ে। কিন্তু এই ক্ষেত্রে মিন হো কিছুটা ম্লান।শুধু ড্রামা ধরেও যদি বিচার করি সেক্ষেত্রে ও কিন্তু সেও জুন সফলভাবেই অল্প সময়ে বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছে।
একজন প্রকৃত অভিনেতা
তাকে যদি কেউ পছন্দ নাও করে তার ড্রামাগুলো পছন্দ করতে বাধ্য। এটা সম্ভব হয়েছে তার ইউনিক স্ক্রিপ্ট চয়েজের কারণে। আর একজন প্রকৃত অভিনেতার সফল বিচরণ তো সব সেক্টর এই হওয়া উচিত তাই না?এখন দুজনের রিসেন্ট কাজ “The king” আর “Itaewon Class” নিয়ে যদি বলি তাহলে ওয়ার্ল্ডওয়াইড পপুলারিটি বিচারে হয়তো কিং এগিয়ে থাকবে কিন্তু এই ড্রামা টা কিন্তু একটা ফুল প্যাকেজ সাইন্স, ফ্যানটাসি, রোমান্স, নায়িকা, ভিলেন সাইড ক্যারেক্টার সবকিছু মিলায়ে।
অবশ্যই মিন হোর পার্ফমেনস ছিলো অনবদ্য। এমন কি আমি নিজেও এই ড্রামা টা দেখেই মিন হো র ফ্যান হইছি আর MINGO কাপল এখন আমার মস্ট ফেভারিট।কিন্তু Itaewon Class এর ব্যাপারটা আলাদা।অনেক কেই বলতে শুনছি নায়িকা পছন্দ না, সেও জুনের হেয়ার স্টাইল ভালা না ইত্যাদি ইত্যাদি।কাহিনি ও কিছু ক্ষেত্রে প্রেডিক্টেবল।
জনপ্রিয়
তার পরেও এটার এতোটা জনপ্রিয় হবার এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হবার কারণ কিন্তু সেও জুনের অসাধারণ অভিনয়। আমার কাছে এই ড্রামাটা অনেকটাই ওয়ান ম্যান শো কারণ কিং এর মতো এতো হাইপ না থাকা সত্ত্বেও সেও জুনের নিজেকে ভেংগে গড়া park sae ro yi চরিত্রটা আপনার ভালো লাগতে বাধ্য। আর সাথে আছে বরাবরের মতো ইউনিক স্ক্রিপ্ট চয়েজ যা শোনায় ট্যাবু ভাংগার গল্প।
সবশেষে বলবো মিন হো আর সেও জুন দুজনেই খুব পছন্দের অভিনেতা। কিন্তু সেও জুন কে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো কারন অল্প সময়ে তার চরিত্র বিস্তৃতি আর অভিনয় প্রতিভা দিয়ে সে নিজেকে প্রমান করেছে বারবার।সামনের কাজগুলোর জন্য দুজনের প্রতি ই শুভকামনা থাকলো।