শুরুতেই মন থেকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা আয়োজন করার জন্য। কারন এই আয়জনের জন্য আমি নিজেও অনেক অজানা তথ্য আজ নতুন করে জানতে পেরেছি।
🍀বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন থাকবে লি মিন হো সবসময় একই রকম অভিনয় করে এটা যেনো তাড়া যুক্তিগত ভাবে প্রমাণ করে।
মাননীয় মোডারেট আমি আমার বক্তব্যে নিচে পেশ করছি :
💎লি মিন হো যে কিনা দেখতে যেমন সুদর্শন তেমনি তার অভিনয়।আর সে শুধু যে Actor তা কিন্তু না সে সুন্দর গান ও গায় মডেল হিসাবেও তার নাম রয়েছে।
তার চোখ জুড়ানো হাসি, চোখে পড়ার মত তার হাইট আর মনকাড়া সুন্দর্যের সাথে তার করা অভিনয়ের দক্ষতা দিয়েই সে ডে বাই ডে ওয়ার্ল্ড ওয়াইড সুনাম অর্জন করে নিচ্ছে তার পপুলারিটির সংখ্যা যেখানে আকাশ ছোয়া #৬৫_মিলিয়ন এরও বেশি। যারা ইন্সটা ইউজ করেন তাড়াও দেখতে পাবেন রাতারাতি কি ভাবে তার ফ্যান ফলোয়ার্স বাড়তেছে।
🔥📌 এবার আসি তার করা ড্রামা নিয়ে কথা বলতে:
📍Boys Over flowers : এই ড্রামাতে কিন্তু ৪ জন অভিনয় করেছিলে বাট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে দুই দিগেই নাম করে নিয়েছিলো সেই গু জুন পিও। যে কিনা তার বাচ্চামী আচরণ,জেলাসী, মিলিয়ন ডলারের হাসি, বাচ্চাদের মত করা রাগ সুন্দর অভিনয় এর মাধ্যমে সবার মন কেরে নিয়েছিলো ২০০৯ সালে এই মিনহো ছেলেটা।
📍 personal Taste: এখানে পাবেন পুরা ভিন্ন রুপে। যেখানে সে আ্যডাল্ট রুপে ছিলো।
📍The Heirs, Personal taste দুইটা ই রোমান্টিক জনরার ড্রামা হলেও দুইটায় পাবেন দুই রকম টেস্ট….
The heirs এ সে ২৭ বছরের সময় ১৮ বছর বয়সের ক্যারেক্টারে অভিনয় করে কে বলবে তাকে সে যে তখন ২৭ বছরের ছিলো? যেখানে সত্যি মনে হবে সে স্কুলবয় ,তার সাথে তার রোমান্সদৃশ্য দিয়ে কি সুন্দর করে সে অভিনয় করেছিলো।
📍আবার আপনি যদি Historical জনরার ড্রামা পছন্দ করেন তাহলে সেখানে অপ্পাকে পাবেন একেবারে নতুন রুপে #Faith ড্রামায়! যেখানে সে আাদি সময়ের রুপে অভিনয় করেছে।
📍আপনি এ্যাকশন জনরার রিভেঞ্জ টাইপ ড্রামা খুজছেন? #City_Hunter এ অপ্পাকে দেখতে পাবেন আবার অন্যরুপে। এই অপ্পাকে এ্যাকশনে রুপে নতুন ভাবে দেখতে পাবেন।
আপনি যদি Fantasy রোমান্স পছন্দ করেন তাহলে চোখ অফ করে
৩৯ টা দেশে টপ টেনে এমনি ছিলো নাহ
📍#The_legend_of_the_Blue_Sea দেখতে পারবেন 😍😍😍 আর এটা এমন ড্রামা সবার ড্রামা লিস্টে টপ ফাইভে ঠিক ই স্থান পাবে।
যেখানে দুই জনম নিয়ে অভিনয় দুইভাবে এক ই ড্রামায় তুলে ধরতে সফল হয়েছেন তার দক্ষতা আর অভিনয় দিয়ে।
📍আর ইদানীং শেষ হওয়া The king সম্পর্কে তো সবাই জানেন!
৩৯ টা দেশে টপ টেনে এমনি ছিলো নাহ! আর কিং এর অভিনয় তারে ছাড়া অন্য কাউকে চিন্তা ও করা যায় না।এমন কাহিনী নিয়ে ড্রামা park seo joon কেন এমন জনরার ড্রামা কোরিয়ান ইন্ডাস্ট্রিতে অন্য কারোই মেবি নাই।
https://englishsubtitles.co/blogs/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be/
সেখানে যেমন দেখতে পাবেন রোমান্স তেমনি দেখতে পাবেন রাগ ক্ষোভ ভরা রক্তক্ষরণ চোখ! আবার দুষ্টু মিষ্টি হাসি ভরা ফেইস যার জন্য আমি বলে থাকি অপ্পাকে যখন যে পাত্রে ঢালা হয় সে তখন সে পাত্রের রুপ ধারন করে।।🔥🔥🔥
যেখানে দেখে তাকে মনে হয়েছিলো এ ছোট বেলা থিকেই যেনো কিং ই ছিলো এর মধ্যে ফেইক কিছু পাবেন না। সব ই যেন প্রাকৃতিক তার আদেশ দেওয়ার যেমন কঠোর চেহারা তেমনি তার ভালোবাসার মানুষটার জন্য মায়াবি ভালোবাসা সব সুন্দর অভিনয় এর মাধ্যমে তুলে ধরেছেন।
📌এবার আসি park seo joon কে আমার Lee min ho থেকে নিচে কেন মনে হয়!
ফাস্ট অফ অল আসি
📍১.#Whats_wrong_with_secretary_kim নিয়ে ড্রামাটা আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগেনি যেখানে তার অভিনয় শুধু তার নিজের রুপের বর্নান দিতে দিতেই গেছে। আর রোমান্স ছাড়া আর কিছুই পাই নি। যার জন্য তার ড্রামা দেখার আগ্রহ এরপর আর হয়নি।
📍২. এরপর দেখলাম Kill me heal me সেটা যদিও park seo joon অপ্পার জন্য যে দেখছি সেটা না Ji sung অপ্পার জন্য দেখা হইছে বাট সেখানে সাপোটিং রোল ছিলো সাপোর্টিং রোল হিসাবে অভিনয় ভালোই ছিলো বাট কিল মি হিল মি কেন হিট হইছে সেটা অবশ্যই সবার ই জানা! ji sung অপ্পার একাই ১০০.. যেহেতু Kill me heal me তে তার সাপোর্টিং রোল ভালো লেগেছে
📍৩.আর বর্তামনে তার শেষ হওয়া ড্রামা Itaewon Class নিয়ে অনেক কথা চলছিলো কারো ভালো লাগছে কারো লাগেনি তাই আমি আমার মত করে শেষ হওয়ার পর ই দেখা শুরু করছি প্রথম ২/৩ এপির পর মনে হইছে দেখা বাদ দিয়ে দিবো তারপর যখন আসলো Kim Da – mi তার অভিনয় দেখে এই ড্রামায় ফিদা হয়নি এমন মানুষ কম ই ছিলো মেয়েটা ড্রামাটা পুরা ফাটায় দিছে।
আর Itaewon Class আমার ভালো লাগছে অস্বিকার করবো না বাট এই ভালো লাগার পিছনে park seo joon এর থিকে উন্নির অবদান বেশি ছিলো।❤
*** 🔥🔥🔥 মিনহোর এটিটিউড, কেয়ারিং অভিনয় আর স্কিল এ ভরসা থাকে বলেই কোরিয়ান শোবিজের সেরা সেরা উন্নিদের সাথে তার কাজ করার সৌভাগ্য হয় যেমন *
💣jun ji – hyun তার পপুলারিটির কথা কম বেশি সবাই জানি যাকে কিনা ফ্যাশন আইকন বলা হয়!
মিন হোর সাথে তার সুন্দর কাজ দেখতে পাবেন LOTBS তে।
💣Son Ye-jin যে ২০২০ সালে শুধু কোরিয়ায় না ওয়ার্ল্ডে Most beautiful Women এর উপাধি পেয়েছে। personal taste তাকে দেখতে পাবেন।
💣Park shin hye যে কিনা মোস্ট পপুলার এ্যাক্টরস সেও কাজ করেছে মিনহোর সাথে।
আরো দেখতে পাবেন।
💣 Kim go eun & park min young. কে। তাহলে বুঝতেই পারছেন অপ্পার অভিনয় লেভেল কেমন হতে পারে?
📌 আর এখানে যেহেতু কথা হচ্ছে দুজনকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় এখানে দুইজনে লুকের কথায় আসি লুকের দিগ দিয়ে যে লি মিন হো কত এগিয়ে সেটা আমরা সবাই জানি 😌🔥❤
🔹ড্রামা রেটিং
*Faith -8/10 (মিনহো)
*Hwarang-7.9/10( সুজন অপ্পা)
দুইটাই কিন্তু দুজনের করা Historical ড্রামা
”
*The king -8.5/10
*Itaewon class-8.2/10
দুইটাই দুইজনের ২০২০ সালে করা ড্রামা।
বাকি ড্রামা মিনহো অপ্পার
:BOF- 8/10
LOTBS-8.1/10
the heirs-7.5
personal taste-7.4/10
*বাকি ড্রামা সুজন অপ্পার: WWWSK:8.1/10
FFMW:8.1
SWP:7.7
📌 এবার আশি তাদের অর্জিত এ্যাওয়ার্ড নিয়ে…
প্রথমেই বলি Lee min ho অপ্পার পাওয়া এ্যাওয়ার্ড নিয়ে সে……
💎Best couple award
💎Best new actor
💎Top star
💎Top excellent in Acting
💎paeksang arts awards for IQIYI star award
💎💎💎ASAP pop viewers Choice awards -#Asian_King_Lee_Min_Ho
💎💎💎Chaina Fashion Awards for best popular Asian actor
সহো আরো অনেক অনেক ক্যাটাগরিতে সে এ্যাওয়ার্ড অর্জন করেছে
🔗যেখানে Nomination- 73
Wins- 38
🔗আর অন্যদিগে সুজন অপ্পা –
Nomination – 48
Wins-24
🔴সুজন অপ্পা ড্রামা মুভি দুইটায় মিনহোর থেকে পরিমানে এগিয়ে থাকলেও Internationally ফ্যানবেইজে কিন্তু লি মিন হো অনেক অনেক এগিয়ে। যারা কোরিয়ান ইন্ডাস্ট্রি সম্পর্কে কম বেশি ধারনা আছে সবাই লি মিন হো কে এক নামে চিনবে যেটা তার ফ্যান ফলোয়ার্স দেখলেই বুঝা যায় এশিয়া থেকে শুরু করে ইউরোপে এতো এতো দেশে তার পরিচিত দেখলেই সেটা বুঝা যায়…..
বাট park seo joon ড্রামা + মুভিতেও এতো নাম করেও তার Internationally অনেকই চিনে না!
⚔️আরেকটা পয়েন্ট এর কথা যেটা না বললেই নাহ আপনি লি মিন হোর Faith বলেন, Legend of the blue sea. বলেন City hunter বলেন আর বর্তমান সময়ের The king বলেন এই ড্রামা গুলো শেষ না হওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না সামনে কি হচ্ছে! যেটা আপনাকে ড্রামা দেখাতে আপনার মনযোগ এমনি ধরে রাখবে।
🔎🔎
আর অন্য দিগে সুজন অপ্পার দেখা এমন ড্রামা আমি পাই নি যেটায় এমন আগ্রহ আমাকে টানছে! যদিও তার নাম করা Itaewon Class এর কথাই বলি ফাস্ট কয় এপির পর থেকে কিন্তু সবাই আমরা জানি কি হবে বা সামনে কি হতে পারে।
যেটা মিনহোর ঐ ড্রামা গুলোতে আপনি আগাম ধারনা করতে পারবেন না।
⭐⭐⭐⭐⭐সো ইস্ট এন্ড ওয়েস্ট আমার মিনহো অপ্পাই বেস্ট ❤❤❤😍