Categories
Blogs

বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon 10

বিতর্ক এর বিষয়: Lee Min Ho is better than Park Seo Joon ধন্যবাদ  মডারেটর কে এমন একটা বিষয়ে কথা বলার সুযোগ দেয়ার জন্য। কিন্তু আমি বিতর্ক করতে চাই না বরং এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে উভয়ক্ষেত্রে আমার নিজস্ব রায় দিতে চাই।

বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon 10

পক্ষে:- Yes, Lee Min Ho is better than Park Seo Joon.মিন হো একজন গ্লোবাল অভিনেতা, কোরিয়ান ইন্ডাস্ট্রির ড্রামা মুভি দেখে অথচ মিন হো চিনেনা এমন মানুষ অনেক কম. তার ক্যারিয়ার Boys Over Flowers এর মতো হাই রেটিং পাওয়া ড্রামা দিয়ে শুরু।

বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon 10

আর বর্তমান এ তার The King ড্রামা বিশ্বের অনেক দেশে টপ টেনে অবস্থান করতেছে। এই দিক থেকে সে জুন অনেক পিছিয়ে আছেন মিন হো থেকে। তার স্টারডম এর কাছে সে জুন এর স্টারডম কিছুই না। এমন কি মিন হো প্রথম কোরিয়ান অভিনেতা যার মোমের মূর্তি চায়নার মিউজিয়াম এ স্থান করে নিয়েছে। আর তার ফলোয়ার তো কোরিয়ার মোট জনসংখ্যা থেকেও বেশি।

এবার আসেন কে বেশি সুদর্শন সেই দিকে। এই দিক থেকেও মিন হো এগিয়ে আছে সে জুন থেকে। মিন হোর চেহারায় কিউটনেস হোক বা রয়াল লুক, সবটাই পুরোপুরি পাবেন আপনি। লুক এর দিক থেকে Lee Min Ho is better than park Seo Joon. এটা সে জুন নিজেও স্বীকার করেন।

জি চ্যাং-উক এবং পার্ক এসইও জুন মুভি

এখন আসেন অভিনয় এর দিকে। Boys Over Flowers এ তার Privileged Lover boy ইমেজ, The King এ তার রাজকিয় চেহারার এক্সপ্রেশন, City Hunter এ তার এ্যকশন আর ব্যাড বয় ইমেজ আপনাকে মিন হো এর অভিনয় দক্ষতার প্রমাণ দিবে।

আর প্রথম বার দেখলে এই অভিনেতার রূপের প্রেমে আপনি পরবেন ই। আর তার Gangnam Blues মুভিটা যারা দেখছেন তারা জানেন মিন হোর গ্যাংস্টার রূপ আর এ্যকশন এর ব্যাপারে। বিপক্ষে:- Yes, Lee Min Ho is not always better than Park Seo Joon. Sometimes Park Seo Joon is better than Lee Min Ho.কিছু কিছু দিক থেকে সে জুন মিন হো থেকে এগিয়ে আছেন।

তার অভিনয় এর দিকে তাকান একবার, তিনি একজন বহুরূপী অভিনেতা। সে জুন এর What’s Wrong With Secretary Kim, She Was pretty আর Fight For My Way, Itaewon Class তো দেখছেন ই আপনারা। প্রথম দুটাতে তার খুব বড়লোক বস এর ভুমিকায় অভিনয় আপনার মনে তার ইমেজ টা বড়লোক হিসেবে তৈরি করে আর পরের দুটো দেখলে আপনার মনে তার ইমেজ তৈরি হবে একজন কষ্ট করে বড় হওয়া ছেলে হিসেবে।

লি জং সুক এবং পার্ক এসইও জুন নাটক

কিন্তু মিন হো এর যে ইমেজ তার ফ্যান দের মনে জায়গা করে নিয়েছে তা হল Privileged boy, Chocolate boy, Lover boy. এর বাইরে তার ইমেজ টা কল্পনা করা একটু কঠিন।acting এর দিক দিয়ে সে জুন ওপ্পার থেকে অনেক পিছিয়ে আছেন মিন হো একজন অভিনেতা হিসেবে। সে জুন এর The Divine Fury মুভি আর মিন হোর Personal taste ড্রামা তো প্রায় সবাই দেখছেন। এই দুই টাতেই তাদের চরিত্রটাতে Calmness ছিল।

কিন্তু আমার কাছে সে জুন এর চরিত্রটা বেশি ভালো লাগছে, তার বক্সিং রিং এ গিয়ে তার ভাবমূর্তি দেখে কিছুক্ষণ এর জন্য ভয় পেয়েগেছিলাম। তার প্রত্যেকটা ড্রামায় এবং মুভিতে বিভিন্ন সামাজিক খারাপ দিক, অসুবিধা এবং এই মানুষের ভোগান্তি ফোকাস করা হয়ে থাকে, আর প্রত্যেকটা ড্রামা বা মুভির শেষে একটা মেসেজ তো আছেই।

সে জুন কিন্তু অস্কারপ্রাপ্ত মুভি প্যারাসাইট এরও অংশ।কিন্তু মিন হো এর ড্রামা গুলো তে সামাজিক সমস্যার দিক তেমন দেখা যায়না।তার ড্রামা গুলো বেশি হয় ফ্যান্টাসি জনরার। তার এক্সট্রা চার্মিং পারসোনালিটি এর জন্য কিছু জনরার ক্ষেত্রে তিনি সে জুন থেকে পিছিয়ে।অবশেষে বলব, The King : Eternal Monarch এ যেমন সে জুন কে বেমানান লাগবে তেমন Itaewon Class এ সোয়ে-রি চরিত্রটায় মিন হো কেও বেমানান লাগবে।

তরুণ লি মিন-হো

(কমেন্টে বকা দেওয়ার আগে একবার কল্পনা করে দেখুন) আমি দুজনেরই ফ্যান। একজন অভিনেতার অভিনয়ের সাথে তার হ্যান্ডসাম চেহারাও ফ্যান দের মন জয় করে নেয়। এই গ্রুপ এর এক আপুর একটা লাইন দিয়ে শেষ করতে চাই, “Lee Min Ho এর হ্যান্ডসাম চেহারার সাথে তার অভিনয় ফ্রি, আর Park Seo Joon এর অভিনয় এর সাথে তার হ্যান্ডসাম চেহারা ফ্রি”। তাই আসেন ড্রামা দেখি আর ভালো থাকি।

Lee Min Ho is better than Park Seo Joon 10

বিতর্কের বিষয়ঃ lee min ho is better than park seo joon.মাননীয় মডারেটরবৃন্দ,I just couldn’t agree that lee min ho is only better than park seo joon.rather i think i should say here ” he is much better than seo joon”.যদি লি মিন হো কে seo joon কোন দিক থেকে বিট করতে পারত আমার মতে ,তখন হয়তবা একমত হতে পারতাম।আপনি লুক নিয়ে কথা বলবেন,লি মিন হো ইজ আনডাউটলি বেটার।

আপনি অভিনয় বলবেন,সেটাতেও সে এগিয়ে যদিও দুজনের এক্টিংই আমার ভাল লাগে।তবে এক্ষেত্রে লি মিন হো কেই এগিয়ে রাখছি।লি মিন হো যেমন bof এর মতো পাগলামো করতে পারে, personal taste এর মতো calmness দেখাইতে পারে।আবার the king এর মতো royalty শো করতে পারে উপরন্তু,দ্যা কিং দেখার সময় মনে হয়ছিল যেন এই royal ভাবটা দুনিয়াতে শুধু ওকেই মানায়।

পার্ক মিন তরুণ বন্ধুরা

তখন এনিয়ে বিভিন্ন জার্নালে ব্যাপক আলোচনা হয়েছিল। সো অভিনয় নিয়ে যারা কথা বলছেন,ওর সব কাজগুলো একটু কনসিডার করে বইলেন।আর যারা বলেন,ও সবসময় শুধু টিপিকাল লাভার বয় হিসেবেই এক্টিং করতে পারে।তাদের সম্মানের সহিত বলছি,টিপিকাল লাভার বয়ের এমন বৈচিত্র্যময় এক্টিংটা আর কে করে দেখাইছে??আপনি bof শেষে the king দেখেন।

দেখবেন একটায় ইম্যাচুরিটির মাত্রাতিরিক্ততা আরেকটায় ম্যাচুরিটির পরিপূর্ণতা।আপনি সাকসেস নিয়ে কথা বলবেন?? তাই তো??তো আপনার নিকট ফ্লপ মনে হওয়া দ্যা কিং এর কথা বলছি।এখন পর্যন্ত আমার জানামতে ৩৯ টা দেশের টপ টেন নেটফ্লিক্সে জায়গা করে নিয়েছে(আমি প্রুফসহ গ্রুপে আগে পোস্ট দিয়েছি)।সেদিন পাকিস্তানের একজনের কমেন্ট পড়ে অবাক হয়েছিলাম।

বলছিল,জীবনে কোনদিন সে নেটফ্লিক্স টপটেনে কোনো কোরিয়ান ড্রামা দেখেনি শুধুমাত্র এই দ্যা কিং ব্যতিত।শুধু এশিয়ায় দাপুটে রূপ নিয়ে চলমান ছিল না দ্যা কিং।ল্যাটিনেরমেক্সিকো, চিলি,কলম্বিয়া,ইকুয়েডর বলিভিয়া ও পেরু, নর্থ আমেরিকার হন্ডুরাস,গুয়েতমালা,এল সালভাদর,পানামা,নিকারগুয়া, ইউরোপের রোমানিয়া, বুলগেরিয়া,ইউক্রেইন, আফ্রিকার নাইজেরিয়া,তাঞ্জানিয়া,মিশর,মরক্কোসহ এশিয়ার বাহিরের বিভিন্ন দেশের নেটফ্লিক্সের টপটেনে জায়গা করে নিয়েছে।

নেটফ্লিক্স মাত্র ৫১টি দেশে রিলিজ দিয়েছে

তাও নেটফ্লিক্স মাত্র ৫১টি দেশে রিলিজ দিয়েছে।তার মধ্যে ৩৯টা দেশের নেটফ্লিক্স টপ টেনে ছিল!!!আরও অবাক করা কথা হচ্ছে,দ্যা কিংয়ের ম্যাক্সিমাস ঘোড়ারই নাকি আলাদা ফ্যানবেজ আছে!!যে আপনি seo joonএর ক্যারিয়ার সেরা itaewoon class নিয়ে এত কথা শুনাচ্ছেন, বলতে পারবেন কি কয়টা দেশের নেটফ্লিক্সে টপ ১০ এর ফেইম কুড়িয়েছে??সর্বোচ্চ ১০টা,১৫টা??

হ্যা,আমি মানছি লোকালে itaewoon হিউজ হিট হইছে।কিন্তু ইন্টারন্যাশনালি দেখলে,দ্যা কিংয়ের ধারেকাছেও আসবে না itaewoon class। তাই তো south china morning এই সিরিজকে অনেক আগেই হিট ট্যাগ দিয়ে দিয়েছ এতো গেল, দ্যা কিংয়ের কথা।যদি bof এর কথা বলি,তখন??৩৫℅ পার্সেন্ট রেটিং নেওয়া ড্রামা এটা।২৬ টা দেশের টিভি চ্যানেলে শো করা হয়েছে।যা অনেক এক্টরের জন্য স্বপ্নের মত।seo joon ও এ থেকে বাদ পড়বে না।

আর ফ্যানবেইজের কথা বললে, এখানে তুলনা করাই হয়ত কঠিন হয়ে পড়বে।অনেক দেশে হয়ত seo joon কে চিনেই না মানুষ।খুঁজলে দেখা যাবে সেসব দেশে লি মিন হো হিউজ পপুলার।বিঃদ্রঃআমি লি মিন হো কিংবা সিও জুন, এই দুজনের একজনেরও ডাই হার্ড ফ্যান না।তবে দুজনকেই ভাল লাগে।তাছাড়া seo joon নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা।

সুন্দর বিতর্ক প্রতিযোগিতা

কিন্তু লি মিন হোর লেভেল আলাদা,ভাই।ধন্যবাদ সুন্দর বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বক্তব্যগুলো প্রকাশ করার অসাধারণ সূযোগ করে দেওয়ার জন্য।আজকের বিতর্কের বিষয় হলো ‘Lee Min Ho is better than Park Seo Joon আর আমি এর বিপক্ষে অবস্থান করছি।প্রথমেই বলে নিতে হয় লি মিনহো নিঃসন্দেহে একজন অসাধারণ অভিনেতা। কিন্তু কেন সোজুনের থেকে বেটার না সেটা দেখানোই আজকে আমার কাজ।

একজন অভিনেতার কাজ হলো অভিনয় করা অর্থাৎ নাটক করার মাধ্যমে নিজের চরিত্র কে ফুটিয়ে তোলা। এক্ষেত্রে একজন ভার্সেটাইল এক্টর কে আমি প্রাধান্য দিব আর আমার মতে সোজুন লি মিনহো এর থেকে বেটার ভার্সেটাইল এক্টর। আমরা লি মিনহো কে নানা কেরেক্টারে দেখেছি কিন্তু আমার মতে তার বেশি সংখ্যক কেরেক্টারের চরিত্র প্রায় একই। এখন নাটকে কাহিনী ভিন্ন হওয়ায় নাটক গূলো অসাধারাণ লাগে।

উদাহরণ : বয়েস অভার ফ্লাওয়ার,দ্যা হেয়ারস,দ্যা কিং,লেজেন্ড অফ দ্যা ব্ল্যু সি(কন আর্টিস্ট বাট বড়লোক) এখন এর বিরুদ্ধে অনেকে বলতেই পারেন যে তাকে এধরনের ক্যারেক্টার এ মানায়। কিন্তু প্রশ্ন হলো কেন? হয় সে কোনোদিন এধরনের চরিত্রের বাহিরে যেতেই চায়নি নতুবা তার মনে হয় অন্যগুলা সে ততো ভালো পারবে না বা স্যুট করে না।অন্যদিকে সোজুনির নানা ক্যারেক্টার আমরা কিল মি হিল মি (যদিও মেইন না), সেক্রেটারি কিম,ইত্তেয়ন ক্লাস,হ্বারাং এ দেখতে পাই।

লি মিনহোর নাটক

এখন কথা হলো ভার্সেটাইল হইয়া কি লাভ?ধরেন আপনি একজন রমকম লাভার আপনি অনায়াসে লি মিনহোর নাটক দেখতে পারবেন খুবি মজার সাথে. আবার সোজুন এর সেক্রেটারি কিম বা সি ওয়াস প্রিটিও দেখতে পারবেন।এবার আসি এখন আপনার লি মিন হোর রিভেঞ্জ মার্কা ড্রামা দেখতে ইচ্ছা হইল তখন আপনি দেখবেন সিটি হান্টার।অন্যদিকে সোজুনির আসে ইত্তেওন ক্লাস।এখন আপনি ম্যাডিকেল ড্রামা দেখবেন লিমিনহোর কই যাবেন?

অন্যদিকে সোজুনির আসে কিল মি হিল মি, মেইন না তো কি হইসে? পছন্দের নায়ক কে তো উপভোগ করতে পারতেসেন। এবার জান খালি কমেডি। লি মিনহোর সবগুলার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে লেজেন্ড অব দ্যা ব্ল্যু সির কমেডি কিন্তু সেখানে ৮০% আপ্নি হাসবেন জুন জি হ্যুন আপার জন্য, আর সোজুনির কমেডির অভাব নাই।এবার এক্টু হিস্টোরিকাল ড্রামায় আসি লি মিন হোর আসে ফেইথ, হয়তো অনেকের কাছে এটা অনেক পছন্দ হইসে নিঃসন্দেহে আবার অনেকের হয়নাই।

এদিকে সোজুনির আসে হোয়ারাং আপনি হিস্টোরিক্যাল লাভার হইলে এইখানেও আপনার পছন্দের নায়কের অভিনয় উপভোগ করতে পারেন।সুতরাং প্রত্যেক দিক বিবেচনা করে বলাই যায় যে ‘Lee Min Ho is not better than Park Seo joon’. এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।Former Debater (Ideal Debating Club)কেউ মনে নিয়েন না বা ট্রিগার্ড হইয়েন না. এগুলা নিতান্তই আমার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *