২০২২ এর সেরা ওভাররেটেড ড্রামা হচ্ছে Nevertheless…. তবে 2nd lead এর সাথে Na Bi এর মুহূর্তগুলো এই ড্রামায় সবচেয়ে বেশি সুন্দর ছিল। আমি কোনোরকমে 2nd lead এর জন্য এই ড্রামা দেখে শেষ করেছি। ড্রামার লাস্ট ১ মিনিটে এসেও আমি আশা করছিলাম যেন 2nd lead এর সাথে মিল হয়ে যায়।
বি.দ্র. এখন আবার Nevertheless এর ফ্যানরা আমাকে ভুল বুঝবেন না। আমি আমার মতামত দিলাম।
২০২২ এর সেরা ওভাররেটেড ড্রামা হচ্ছে Nevertheless
Drama: MY NAME (2021)
***highly highly recommended if you are action thriller lover
Genre : Action, thriller, mystry
Episode : 8 (৮টা)(47 min per epi)
IMDB : 8.1/10
কি যে দেখলাম!!!! ড্রামার নাম the girl on fire রাখা উচিত ছিলো ৮ টা এপিসোড পুরাই আগুন jiyoo নামের এক মেয়ে তার ১৭ তম জন্মদিনে নিজের বাবাকে চোখের সামনে খুন হতে দেখে। যদিও খুনীর মুখ দেখে নি সে।প্রতিশোধের আগুন তার মাঝে এমনভাবে ছড়িয়ে পড়ে যে, কিশোরী বয়সেই স্কুল বাদ দিয়ে সে গ্যং এ যোগ দেয় এবং এক গ্যংস্টারের প্রতিনিধিত্বে মারপিট, রক্তারক্তি এসব শিখে।
এরপর পুলিশে যোগদান করে তার বাবার খুনিকে ধরতে। সেই সাথে গ্যংয়ের বিভিন্ন অবৈধ কাজেও সাহায্য করে যেহেতু সে গ্যংয়েরই সদস্য। পুলিশে তো সে ছদ্নবেশ সেজে ঢুকেছে।একের পর এক রহস্য সামনে আসা শুরু করে। কে তার বাবার খুনি? !!!গ্যং, গ্যংস্টার রিলেটেড মুভি ড্রামা আমার বরাবরই ভালো লাগে। পুরো সময় জুড়ে রক্তারক্তি, কোপাকুপি এই ড্রামাটা একশন লাভারদের জন্য একদম পারফেক্ট।
৮ টা এপিসোড ধরেই Han So Hee উন্নি যে পরিমাণ মারামারি রক্তারক্তি করেছে – চোখে মুখে প্রতিশোধ, ঠান্ডা চাহনী!!!! পুরো চরিত্রটাই সে মারাত্মক ভাবে ফুটিয়ে তুলেছে।আমিতো ৮ টা এপিসোড টানা দেখে শেষ করেছি।কাস্টিং,বিজিএম, উন্নির একটিং স্কিল সবমিলিয়ে একশন ড্রামা হিসেবে এটাকে আমি ১০ এ ১০ দিবো।
I am not a robot
Drama Name: I am not a robot
Number of episodes: 32 (30 minutes per episode)
Genre: Sci-fi, Romantic Comedy
IMDb rating: 8/10
Personal rating: 9.5/10 (আধা মার্ক্স হুদাই কাটসি :v)
Plot: ড্রামার মেইন লিড কিম মিন কিউ (ছবিতে যাকে দেখা যাচ্ছে) এক বিশেষ রকমের এলার্জিতে আক্রান্ত। হিউম্যান এলার্জি।
- বিতর্কের বিষয় : Lee min ho is better than park seo joon 9
- বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon 8
- দক্ষতা প্রকাশের মতো সুযোগ কতোটা হয়েছে
- Park Seo Joon তার অভিনয়ের ভেরিয়েশ
অর্থাৎ কোন মানুষের সংস্পর্শে তার পুরো শরীরে র্যাশ, ফুলে যাওয়া, শ্বাস নিতে সমস্যা শুরু হয়। অবস্থা খারাপ হলে মারা যেতে পারে এজন্য গত 15 বছর ধরে একাকী জীবন পার করে আসা কিম মিন কিউ সবার কাছে 3 part baton (গ্লাভস স্টিক নিয়ে হাটে দেখে) নামে পরিচিত। অবস্থা ঘুরতে শুরু করে যখন কিম মিন কিউ এর জীবনে আসে AJi3. একটা AI রোবট। যেই রোবট কখনও মানুষের মত, কখনও রোবটের মতন কিম মিন কিউ এর কাছে ধরা দেয়।
কিন্তু সেই রোবট কি আসলেই রোবট? নাকি একটা Santa Maria টিমের একটা ছোট্ট ভুলের জন্য পাঠানো মানুষ? কেনই বা তার এই অসুখ হলো, কারা এই Santa Maria টিম, ফিমেল লিডই বা কীভাবে এতে জড়ালো ইত্যাদি আরও নানান কিছু দিয়ে কমপ্যাক্ট একটা ড্রামা হলো I am not a robot. Cast and Acting: সেরা কাস্ট উইথ সেরা ক্যারেক্টার।
Un Ki Joon
এযাবত যত কেড্রামা দেখা, তার মধ্যে এটাই একমাত্র যেখানে সেকেন্ড থার্ড ইভেন ফোর্থ মেল+ফিমেল লিডদের এত সুন্দর, স্ট্রং ব্যাকবোন। প্রত্যেকে নিজের রোলকে জাস্টিফাই করেছে। স্পেশালি কিম মিন কিউ এর ছোটবেলার ফ্রেন্ড Ye Ri Ei মেয়েটার মতন রোল এই প্রথম দেখলাম। থ্যাংক ইউ দিতে মন চাচ্ছিল স্টরি রাইটারকে বার বার এজন্য।
বাদ যায় না ড্রামার ফিমেল লিড Jo Jia এর এক্স Un Ki Joon ও। প্রত্যেকের জন্য স্টোরি ছিল। এটাই ড্রামাটার আরেকটা বিশেষত্ব। Review: আমি যখন এই ড্রামা দেখতে বসি my first thought was here we go. Another KDrama যেখানে বাচ্চাকালের ট্রমা, হিরোহিরোইনের গর্ভে থাকা অবস্থাতেই শুরু হওয়া প্রেম, হাজার বছর পরে খুজে পাওয়া ব্লা ব্লা ব্লা।
And I am proud to say that how wrong I was!!! কোন সেই সময় ছিল যখন আমি এই ড্রামাকে দেখব সিদ্ধান্ত নিয়েছি জানা নাই, কিন্তু সেই সময়টা একটা বেস্ট ডিসিশন ছিল আমার লাইফে। বিশ্বাস করেন, এই ড্রামাতে এরকম কিচ্ছু নাই। এটা ছাড়াও কিছু জিনিস আলাদাভাবে আমার ভালো লেগেছে সেগুলি নিয়ে একটু বলব।
Jo Jia
1. স্ট্রং ফিমেল লিড। একজন ফিমেল লিড এজন্য নায়ককে পছন্দ করে কারণ নায়ক তার বানানো টেকনোলজিকে ভালোবাসছে। এর চেয়ে সুন্দরতম সময় আর কী হতে পারে! ওদের প্রথম অন্তরঙ্গ দৃশ্য যখন দেখায় আমার খুবই বিরক্ত লাগছিলো এরকম হলো কেন। এরপরে নিজের কাছেই স্পেশাল লাগা শুরু করলো।
কারণ Jo Jia এমন একটা মানুষ যে সবসময় মানুষের হেল্প করার জন্যই আইডিয়া জেনারেট করতো কিন্তু কেউ তাকে পাত্তা দিত না। তার এক্স আইকিউ কমের জন্য খোটা দেয়, তার ভাই কম্পিটিশনের জিনিস ভেঙে দেয়। সেরকম অবস্থায় যখন আসলেই নিজের কানে শুনতে পারে কেউ বলতেছে “এটার আবিষ্কারককে আমি জীবনে একবার দেখতে চাই” আপনি ভাবতে পারেন কতটা গর্বের বিষয় হতে পারে!!২০২২ এর সেরা ওভাররেটেড ড্রামা হচ্ছে Nevertheless.
2. Rich Kid Poor Kid zone না থাকা। এই গল্পে নাটক KM International এর ডিরেক্টর। বিশাআআআআল বাড়ি। কিন্তু একবারের জন্যেও এটা মেল লিডের ক্যারেক্টারে দেয় নাই। বরং সে চাইতো একটা স্বাভাবিক জীবন যাপন করতে।
জীবনে প্রথমবার ভিড়ে হাটতে পারা ছিল তার জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত। ইভেন সাইড ক্যারেক্টার গুলিও রিচনেস বাদ দিয়ে একটা শান্তির পিছনে ছুটতে দেখা গেসে। এটা খুবই ফ্রেশ একটা কনসেপ্ট লেগেছে আমার কাছে।
২০২২ এর সেরা ওভাররেটেড ড্রামা হচ্ছে Nevertheless
3. OST. ওএসটি বাদ দেন ভাই। এখানে ফিমেল লিডের রিংটোনও এত্ত সুন্দর যে আমি তিন চারবার রিওয়াইন্ড দিসি শুধু রিংটোনই শুনতে। পরে ইউটিউবে লিরিক্স দেখার পরে আমি তো অবাক। আয়হায়। এত ডিপ মিনিং এই লাইভ্লি গানের!! এবার আসি ওএসটিগুলির কথায়।
আমার মতে পারফেক্ট সিচুয়েশনে পারফেক্ট গানের একটা atmosphere, হিন্দিতে বললে মহল বানায়ে দিসে এই ওএসটি গুলি। তারপর এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এত্ত সুইট রমকম দেখা। এরা হাসতে থাকলে নিজেও বালিশের তলায় মুখ দিয়ে চিল্লানো শুরু করে দিই :3
4. not so draggy plot. একটা জিনিস নিয়ে যে বেশি ত্যানা প্যাচায় নাই এটা সবথেকে বেস্ট। গল্পে শুরু থেকেই দেখানো যে Kim Min Kyun এর ট্রাস্ট ইস্যু আছে। আর সেটা এত বেশি যে ওর স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর। আর সে যখন সত্যি জানতে পারে, তখন স্বভাবতই হিন্দি সিরিয়ালের মতন Dhum Tana Derena Derena না হলেও অনেক বেশি ড্রামাটিক হবে এটা বার বারই ইঙ্গিত দিসে। But I am very glad এমন কিছুই করে নাই।
২০২২ এর সেরা ওভাররেটেড ড্রামা হচ্ছে Nevertheless
উলটা আরও ভালোই লাগতেছিল কন্টিনিউ করে যাইতে। আর নিজের সম্পর্কে যদি বলি, আমি খুবই খুঁতখুঁত করি ড্রামা দেখতে গেলে। এটা, ওটা বিভিন্ন কমপ্লেইন করতেও আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন। কিন্তু এই ড্রামাটা এত্ত সুইট যে আমাকে চান্সই দেয়নাই। উলটা এক্কেবারে প্রথম এপিসোডের ক্লোজারও শেষ এপিতে দিয়ে দিসে যেটা আমি আশাও করিনাই
5. Oneness. এখানে ফিমেল লিড শুধুমাত্র ফিমেল লিড না। She was his friend, lover, companion, bestfriend, guardian angel….. The hero didn’t even know about all these. এজন্য এপিসোড 28 এ যখন সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়, মেল লিড ওকে বলে “Are you an onion? Why do you have so many layers?” আবার হিরোও একমাত্র ছেলে ছিল যে ওকে ওর কাজের জন্য ভ্যালিডেশন দিসে।
আমাদের বোকাচন্দ্র হিরো এটাও জানতো না :অনেক বেশি সময় ধরে বকবক করে ফেলসি। সেজন্য সরি। আসলে অনেকদিন পরে রমকম দেখে ভালো লাগলো। তাও আবার ন্যাকামি ছাড়া রমকম। আবার এই ড্রামাটা আমার জন্যে একটা Nostalgia সৃষ্টি করেছে। এই ড্রামা দেখতে গেলে কখনও Coffee Prince, কখনও What’s Wrong with Secretary Kim মনে উঠে।
Strong Woman Do Bong Soon
বোনাস হিসেবে Strong Woman Do Bong Soon এর মেল লিডের কথাও মনে উঠতো মাঝে মাঝে আমার কাছে। আর এ্যাক্টিং নিয়ে যদি আরেকবার বলি, আপনি খেয়াল করলে দেখবেন এই ছেলেটা চোখ দিয়ে হাসে। মানে সে হাসলে নিজের মনটাও ভালো হয়ে যায় হুট করে।
আর ফিমেল লিড- সে তো অসাধারণ!! তাকে কখনও মানুষ, কখনও রোবট, কখনও রোবট কিন্তু মানুষ মানুষ, আবার কখনও চিনে কিন্তু চিনে না- মানে এতরকমের জটিল জটিল ক্যারেক্টার পোর্ট্রে করতে হয় যা আমি লিখতে গেলেও শেষ হবে না। সে প্রতিটা ক্যারেক্টারে ছাপায়ে উঠসে।প্রথম দিকে আমার একটা অসন্তোষ ছিল মনে হয় মাস্টার-স্লেভের মতন বিতিকিচ্ছিরি ব্যাপারস্যাপার আনবে।
কিন্তু এরকমও কিচ্ছু হয়না। প্রত্যেকের চরিত্র পূর্ণতা পায়। যাকে ভাল্লাগবেনা শুরুতে, তাকেও ভালো লাগবে। It’s a predictable drama with too much cuteness. Please do watch it. আপনি এতক্ষণ ধরে এই পোস্ট পড়লে তার জন্যেও ধন্যবাদ। আমিও দ্বিতীয়বার নিজের পোস্ট পড়ব না কারণ আমি জানি এই ড্রামা নিয়ে লিখতে গিয়ে হয়তো জাস্টিফাই করতে পারিনাই।