Categories
Blogs

এই ড্রামার Review দেওয়ার মতো যোগ্যতা আমার নেই

এই ড্রামা নিয়ে কি বলবো??এই ড্রামায় পড়ালেখা বাদে সব হয় সব।😑
খাওয়া দাওয়া,,ঘুমানো,,প্রেম,,ভুত ধরা,,লাইভ স্ট্রিমিং,,চুলা চুলি,,যতো কাজ আছে সব হয় স্কুলের একেবারে পয়েন্টে বলতে গেলে সব

ক্লাসের মধ্যে বসে😑

বেশির ভাগই স্কুলের সময় দেখলাম।কিন্তু একবারও দেখলাম না কোনো টিচার ক্লাস নিচ্ছে বা তারা পড়া লেখা করতেছে।শুধু ক্লাস টপাররে দেখছি ঘুমাতে যাওয়ার আগে একটু পড়তেছে।
আর মনে হয় না পুরো স্কুলে ওদের ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসে স্টুডেন্ট আছে।পুরো স্কুল খালি থাকে।কোনো ফেস্ট হলে ওরাই সাজায়।মানেহ কি??😑
যদিও অনেক ফাঁক-ফোকোড় আছে ড্রামা সাজানোতে।কিন্তু তাও বেশ ভালোই লাগে।
WEB DRAMA হিসেবে পারফেক্ট।তাছাড়া ভুত নিয়ে গল্প তো তার জন্য আরও বেশি ভালো লাগে।যাদের ভুত নিয়ে ছোট গল্পের মধ্যে টুইস্ট ওয়ালা ড্রামা ভালোলাগে তারা এটা দেখতে পারেন নিশ্চিন্তে।
Name: Mysterious class/ treasure
Genre: horror
Ep:8 ( ongoing) 5th no. Ep unlocked
EDIT:অনেকেই জিজ্ঞাস করছে এটা কোথায় দেখতে পারবেন।WEB DRAMA তো ইউটিউবেই পাবেন।আমি ইউটিউব থেকেই দেখছি আপাতত।

আর ইউটিউবে না পেলে ফেবু তে পেয়ে যাবেন

আমি সবার সুবিধার্থে ইউটিউবের ১ম এপিসোডের লিংক নিচে দিয়ে দিচ্ছি। পরে তাদের চ্যানেলে গেলেই সব পেয়ে যাবেন।
( একটা এপিসোড মাত্র ২০ মিনিট করে )
Network: KAKAOTV
Runtime: From December 24
No of Episodes: 9
Genre: Youth, Romance
Language: Korean
Cast: GOT7 YoungJae , Penthouse actress my Unnie Choi Ye Bin…
Plot : “Love & Wish” is a teen romance drama that tells the story of a female protagonist who dreams of a fateful love and a male protagonist who suffers from being involved in school violence.
This drama is an adaption of the webtoon by the same name written by INE (이네 in Korean.)
I will give this drama 9/10..
it maybe a web-drama but it gave me so much emotions.
My review :
একে তো আমার ফেভারিট উন্নির ড্রামা,,,,
ওয়েব ড্রামা হলেও স্টোরিটা এত্ত সুন্দর ছিল,,
বাকি ক্যারেক্টার গুলোও সুন্দর ছিল,,, সবার ফ্রেন্ডশিপ টা ছিল দেখার মতো,,,, ডেস্টিনি , ডেস্টিনি বললেও আমার কাছে খুব বাস্তববাদী মনে হয়েছে।।
কান্নাও করেছি ।।। কেন করেছি? সেটা ড্রামা দেখলেই বোঝা যাবে।।
উন্নির তো এক্টিং 😍😍😍 অবশেষে সে তার মনের মানুষ কে পেয়েছে
ইয়ংজেয় এর এক্টিংও ভালো লেগেছে কিন্তু ওর প্রতি আমার একটু রাগ হয়েছিল ড্রামা দেখার সময় ,, ওনি উন্নিকে কাঁদিয়েছে।।।
বাট লাস্ট সিন টা আমাকে এত্ত আনন্দ দিয়েছে।
ড্রামা শেষ হওয়ার পর মনে হয়েছে কেন এটা ওয়েব ড্রামা হলো ,

কেন ১৬ এপিসোড এর ড্রামা হলো না ??

গ্রুপে এই প্রথম আমি কোনো পোস্ট করছি। সবাই তার Top 10 ড্রামার Review দিচ্ছে, তাই আমারো ইচ্ছা হলো। যদিও আমি ভালো লিখতে পারি না। এতো এতো ড্রামার মধ্যে সেরা দশ বেছে নেওয়া খুবই কঠিন।😓
★ Reply 1988: Best! Best! Best! এই ড্রামা নিয়ে যতই বলবো কম হবে। এই ড্রামা টা যতটা হাসিয়েছে, ততটাই কাদিয়েছে। প্রতিটা চরিত্র মন কেড়ে নিয়েছে। বন্ধুত্ব, প্রেম, পরিবারের প্রতি ভালোবাসা, প্রতিবেশীদের সুন্দর সম্পর্ক, প্রতিটা পরিবারের সুখ-দুঃখ সব মিলিয়ে আমার কাছে এইটা সেরা। এইটার জায়গা আর কোনো ড্রামা নিতে পারবে না। আর second Lead এর জন্য অনেক বেশি ই কষ্ট লাগে। ২০ টা এপিসোডের একটা ড্রামা, তবুও মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো। এক কথায় একটা Perfect drama✨. শেষ এপিসোড দেখার পর খুবই কষ্ট হয়েছে। শেষ হয়ে গেল এত্ত সুন্দর একটা ড্রামা!❤️
★ Strangers From Hell: মাথা নষ্ট করা একটা Psychological Thriller Drama. ড্রামা টা দেখার সময় অনেক Creepy feel হয়েছে। শেষ এপিসোডের Twist দেখার পর অনেকক্ষন Speechless হয়ে বসে ছিলাম।
★Vincenzo: এইটা ছিলো আমার 2nd kdrama. থ্রিলার এবং কমেডি মিলিয়ে অনেক সুন্দর একটা ড্রামা ছিল। অনেকের কাছেই Female Lead এর অভিনয় বিরক্তিকর লাগলেও, আমার কাছে ওর character টাই বেশি ভালো লেগেছে। Thrill, Comedy, twist সব মিলিয়ে অনেক ভালো ছিলো।
★Penthouse: Season 3 টা একটু হিন্দি সিরিয়ালের মতো হলেও, আমার কাছে ভালই লেগেছিল। Penthouse ই প্রথম এমন একটা ড্রামা যেইটা আমি না খেয়ে না ঘুমিয়ে নেশাখোরের মতো দেখেছিলাম। এত্ত joss একটা ড্রামা! প্রতিটা Season এর Ending দেখে আমি এবং আমার বোনেরা Writer কে খুন করার পরিকল্পনাও করি🙂.
★Mouse: পুরাই একটা Masterpiece! এই ড্রামার Twist পুরাই আরেক লেভেলের। এই ড্রামার Review দেওয়ার মতো যোগ্যতা আমার নেই।
★Hellbound: ৬ টা এপিসোডের Thrill এ ভরা একটা ড্রামা। প্রথম এপিসোডের কয়েক সেকেন্ড ই আপনাকে বাধ্য করবে পুরো ড্রামা টা দেখতে। 2nd Season এর অপেক্ষায় আছি।

★Our Beloved Summer: এত্ত Cute একটা ড্রামা

এত্ত Cute Couple! Story টা খুব ই সুন্দর সাথে অনেক পেচানো Love Triangle এর জন্য আরো ভালো লাগে। দুইটা 2nd lead, আবার male second lead কে আরেকজন ভালোবাসে সব মিলিয়ে অনেক ভালো লাগছে দেখতে। জানিনা Ending কেমন হবে, 2nd lead গুলোর জন্য এখনি কষ্ট লাগে।
★Snowdrop: এইটা নিয়ে ভয়ে আছি, Sad ending হয় নাকি। খালি দু:খ, শুধু First এর ২/৩ টা এপিসোডেই সুখ ছিল। অনেক সুন্দর একটা Thriller Drama. প্রতিটা এপিসোডের পর এক সপ্তাহ Wait করা অনেক কঠিন। সবার অভিনয় প্রশংসনীয়, বিশেষ করে Female lead আর Male lead এর অভিনয়।
★Hometown Cha Cha:এই ড্রামাটা দেখার সময় অনেক Enjoy করেছি। একটা perfect cast সাথে ওই la la la la la ost, main lead couple, Second lead Couple, প্রত্যেকটা সুন্দর সম্পর্ক সব মিলিয়ে সাধারণের মধ্যে অসাধারণ মন ভালো করে দেওয়ার মতো একটা ড্রামা।
★Happiness: এই ড্রামাটা দেখার পর আমি ৩/৪ বার Zombie নিয়ে স্বপ্ন দেখেছি। এতো cute cute Zombie-র জন্যই পুরো ড্রামা টা দেখলাম 🙂। Main lead couple এর একসাথে খুব বেশি Romantic scene ছিল না, তাও দুইজনের মধ্যে এতো সুন্দর chemistry! সবার অভিনয় ই খুব ভালো ছিলো। ২০২১ এর সেরা একটা ড্রামা।
( আমার Top list এর আরো কয়েকটা ড্রামা: Goblin, True beauty, Hotel del luna, Squid game, blue birthday, Yumi’s cells, World of the married, Moon lovers, My love from the star, It’s okay to not be okay, My roommate is a Gumiho, What’s wrong with Secretary kim.)
Drama name: Bulgasal : immortal soul ( অনগোয়িং)
Genre: Fantasy, thriler, mystry& horror
বুলগাসাল কি?
বুলগাসাল হলো এক ধরণের মন্সটার যে মানুষের রক্ত খেয়ে বাচেঁ এবং আত্মা (soul) ধংস করে।

এই ড্রামাটা নিয়ে গ্রুপে কোন হাইপ নাই কোন আলোচনা হয় না দেখে আমি খুবই হতাশ

কারণ এইটা মাস্টারপিস। একটা ড্রামা এত থ্রিলিং কি করে হতে পারে ভাই ? মানে প্রতিটা এপিসোডে টুইস্ট। আর প্রতিটা ক্যারেকটার মিস্ট্রিয়াস। প্রতিটা ক্যারেকটারে একেকটা করে কাহানী।
কে মিথ্যা বলছে, কে সত্য বলছে তা আপনি বুঝতেই পারবেন না। যখন আপনি ভাববেন “ওহ আচ্ছা কাহানি তাহলে এই, আসলে যা ভাবছেন কাহানি ওইটা না”😅 তখন বলে উঠবেন কি হচ্ছে এইসব? নিজের মাথা নিজেই থাপ্রাইবেন।।
যদি মনে করেন অনেকদিন রোমানটিক ড্রামা, শান্তুির ড্রামা দেখিছি যাই এখন একটু মাথা থাপ্রাইয়া আসি! এমন হত পারে লাস্টে ভিলেন কে হিরো আর হিরো কে ভিলেন বানিয়ে দিতে পারে! ! আর যদি ভিলেন এত সুদর্শন হয় তাহলে কি করে হবে 🤧শান্তি মত ঘৃণা ও করতে পারবো না।
যদি ফ্যান্টাসি লাভার হন তাহলে নিসন্দেহে এই ড্রামাটা আপনার জন্য। এই ড্রামার মন্সটার গুলা খুবই ইন্টারেস্টিং ওদের কাহানি গুলা।
যাইহোক ফ্যান্টাসি আর থ্রিলার লাভাররা এইটা কিন্তু মিস কইরেন না। বোর হওয়ার কোন চান্সই নাই।
হ্যাপি ওয়াচিং
ধন্যবাদ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *