বিতর্কের বিষয় : Lee Min Ho is better than Park Seo Joon.
বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি কামরুন নাহার।মাননীয় মডারেটর, আবারো ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি ইভেন্ট আয়োজনের জন্য। এখন প্রতিযোগিতা বেশ রমরমা হয়ে উঠেছে। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক চলছে বেশ। কেউ কেউ খুব ক্ষোভ ও ঝেড়ে দিচ্ছে। ঝোপ বুঝে কোপ যাকে বলে।যাই হোক আবারো লিখছি কিছু পোস্টের কাউন্টার হিসেবে।
Lee Min Ho is better than Park Seo Joon 12
১। লি মিন হো একই ধরণের রোল করেন বলে বলা হয়েছে সে লিজেন্ড অব দ্যা ব্লু সী তে সে বড়লোক বাবার ছেলে ছিল। আমি মানি সে বড়লোক বাবার ছেলে ছিল। কিন্তু সে তো ছোটবেলাতেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এবং নিজের মাকে খুঁজছিল। সেখান থেকে দং নামের সাথে পরিচয় হয়ে সে কন আর্টিস্ট হয়। এবং সে তার বাবার টাকায় সেখানে আয়েশ করে বেড়ায় নি।
২। পার্সোনাল টেস্টে সে স্ট্রাগলিং আর্কিটেক্ট ছিলেন। সে বিভিন্ন প্রজেক্ট এর জন্য যুদ্ধ করে যাচ্ছিল। সেই জীবনযুদ্ধের এক পর্যায়ে তার নায়িকার সাথে পরিচয়।
৩। দ্যা এর্স এবং বয়েজ ওভার ফ্লাওয়ারে সে বড়লোক বাবার ছেলে ছিল। তাই বলে কি তার নিজের কোন রোল ছিল না? বড়লোকদের কি স্টোরি থাকতে নেই? তাহলে পার্ক সেও জুনের করা WWWSK এটার কোন স্টোরি আছে বলে আমি মনে করি না।
দ্যা এর্স এবং বয়েজ ওভার
৪। কিল মি হিল মি তে পার্ক সেও জুনের কি স্ট্রাগল ছিল? সে একজন রাইটার। তার কোন স্ট্রাগল কি ড্রামাতে দেখানো হয়েছে?
৫। ইতেওন ক্লাসে পার্ক সেও জুন রিভেঞ্জ নিচ্ছে, সে সাধারণ মানুষ হিসেবে স্ট্রাগল করেছে। কিং ড্রামাতেও তো সে রাজা হিসেবে স্ট্রাগল করেছে রিভেঞ্জ নেয়ার জন্য। সাধারণ মানুষের রিভেঞ্জের কদর থাকলে একজন রাজার রিভেঞ্জের কদর কেন থাকবে না? আর ওর চেয়ে ভাল এই ক্যারেকোটার আর কে প্লে করতে পারত? আর তাছাড়া সিটি হান্টারেও রিভেঞ্জ এর ব্যাপার ছিল।
৬। প্রত্যেক ড্রামা তে তার রোল আলাদা ছিল। এবং সে সেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে।
৭। পার্ক সেও জুন অভিনয়ে আসার আগে মিলিটারি তে ঢুকেছে কারণ সে তখন সুস্থ সবল মানুষ ছিল। 20s এ যখন আমরা এগিয়ে যাওয়ার স্বপন দেখি তখন লি মিন হো হাসপাতালের বেডে যুদ্ধ করছিলেন। মিলিটারি তে যাবেন সে তো অনেক পরের ব্যাপার।
সেও জুনের শি ওয়াজ প্রিটি
৮। সেও জুনের শি ওয়াজ প্রিটি এবং WWWSK এই ২ টা রোল প্রিটি মাচ সেইম ছিল। ২ টাতেই সে বস টাইপের ক্যারেক্টার ছিল। এবং ২ টাতেই সে ছোট বেলার প্রেম খুঁজে।
আরও দেখুনঃ
- বিতর্কের বিষয়ঃ LEE MIN HO IS BETTER THAN PARK SEO JOON=11
- বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon 10
- ২০২২ এর সেরা ওভাররেটেড ড্রামা হচ্ছে Nevertheless
- বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park Seo Joon 8
৯। লি মিন হো কিং হওয়ার মত এক্টিং স্কিল আছে বলেই সে কিং এর রোল পায়। আরো দুজন স্টার কে ও আমি দেখেছি কিং হিসেবে কিন্তু তাদের অভিনয় পারে নি লি মিন হো এর অভিনয় টেক্কা দিতে। পার্ক সেও জুন এই ধরণের রোল পান নি না করেন নি সেটা আমার জানা নেই। কারণ Hwarang ড্রামাতে কিং তো পার্ক হিয়ং শিক ই ছিল।
১০। লি মিন হো ভালবাসার মানুষকে আগলে রাখে, পার্ক সেও জুন রাখে নি কোন ড্রামাতে একটু জানতে পারলে ভাল লাগত।
১১। ফেইথের রোল কোন ড্রামার রোলের সাথে মিলেছে এটা তো সম্পূর্ণ আলাদা। লি মিন হো বয়েজ ওভার ফ্লাওয়ার এবং এর্স এ বড়লোক বাবার ছেলে ছিলেন। কিন্তু ২ টা ক্যারেক্টারের স্ট্রাগল দুই রকম ছিল।পার্ক সেও জুন নিজেকে ভেঙ্গে চুরে অভিনয় করেন। লি মিন হো মেন্টালি যেমন নিজেকে ভাঙ্গেন, ফিজিক্যালি ও ভাঙ্গেন (সিটি হান্টারের এক্সিডেন্ট – জোক্স ছিল)।
চঞ্চল চৌধুরী
এখন যে সময় যাচ্ছে মানুষ চেহারার চেয়ে অভিনয় দক্ষতা খুঁজে বেড়ায়। যার কারণে আমাদের দেশে শাকিব খানকে ছাপিয়ে মানুষ চঞ্চল চৌধুরী কে পছন্দ করে। টালিউডে দেব কে ছাড়িয়ে পরম বা আবিরকে পছন্দ করে (দো বোথ আর মোর হ্যান্ডসাম দেন দেব- বাট কমার্শিয়াল সিনেমার ফ্যানবেজ হিসেবে বললাম)। বলিউডে সালমান কে ছাড়িয়ে নাওয়াজুদ্দিন সিদ্দিকী বা ইরফান খান কে বেশি পছন্দ করে।
হলিউডে লিওনার্দো ডি ক্যাপরিও, টম ক্রুজ বা কিয়ানু রিভস, ক্রিসচিয়ান বেইল কে যেমন পছন্দ করে তেমন উইল স্মিথ, মরগান ফ্রিম্যান, ডেঞ্জেন ওয়াশিংটন কে ও পছন্দ করে। এমন একটা সময়ে লি মিন হো এর এত বড় ফ্যানবেজ শুধুমাত্র তার লুকের কারণে এটা ভাবা যতটা অযৌক্তিক ততটা হাস্যকর বলে মনে করি।মাননীয় মডারেটর সবশেষে আমি বলতে চাই লি মিন হো’র সুদর্শন হওয়ার কারণে তার গুণ গুলো ও ঢাকা পড়ে যাচ্ছে, তার মানে কি কারোর গুণ গুলো তুলে ধরার জন্য তাকে অসুন্দর হতে হবে?
এই প্রশ্ন আপনার সামনে রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে। কিছু পয়েন্ট খুবই অবাক করার মতো যেমন বিকেল পর্যন্ত যেখানে ছিল যে Seo Joon ওপ্পা একজন ভার্সেটাইল এক্টর সেখানে এখন চলে আসছে উনি বেস্ট রম কম এক্টর !!কারন এখন আমরা দেখিয়ে দিতে সক্ষম হয়েছি যে আমাদের মিন হো ও যথেষ্ট ভার্সেটাইল !!
The King
এক আপু পোস্টে বললেন যে মিন হো নাকি তার লুক,ড্রেস আপ নিয়ে কোন এক্সপেরিমেন্ট করে নাহ !! তাহলে বলব আপনি একটু BoF, Faith , LotBS এবং স্পেশালি The King এ একটু লক্ষ্য করলেই দেখবেন যে ওর প্রত্যেকটা ক্যারেক্টার এ সে কতটা ডিফারেন্ট লুক আনার চেষ্টা করেছে। তার লুক এবং গেট আপ এর জন্য ক্যারেক্টার গুলো অনেক বেশি জীবন্ত হয়ে গেছে যার কারনে তার প্রত্যেকটি ক্যারেক্টার ই স্ব স্ব মহিমায় উজ্জ্বল এবং যথেষ্ট আলাদা ঢংয়ের !!!
ক্যারিয়ারে একটানা কাজ করে যাওয়া এবং ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে গ্যাপ করে আবার এমন একটা কামব্যাক করা কিন্তু খুব একটা সহজ কথা নয় !! যত ভাবেই বলেন, একটা লম্বা গ্যাপের পর এমন একটা চ্যালেঞ্জিং স্ক্রিপ্ট নিয়ে কামব্যাক করা এবং বিশ্বের এতগুলো দেশের মানুষের মন জয় করে নেয়া মুখের কথা নয় !! আপনাদের কথা অনুযায়ী যদি ধরেও নেই যে মিন হো সেই এক রিচ কিড ক্যারেক্টার থেকে বের হয় না !!
সেইম জিনিস ই বার বার করে !! তাহলে আমি বলব, শুধু এই এক ট্যাগ নিয়েই যদি আমাদের Gu Jun Pyo, Kim Tan, Ho Joon Jae এত বিশাল সংখ্যক দর্শকের মন জয় করতে পারে তাহলে তো তার উচিত আরো বেশি বেশি করেই এই ধরনের ক্যারেক্টার করা,তাই নাহ ?? একজন নারসিসিস্ট বস আর একজন কোম্পানির মালিকের অভিনয় করে যদি সে এত প্রশংসা পায় তাহলে আমাদের মিন হো একই টাইপ ক্যারেক্টর করেও কেন তাকে শুনতে হবে সে একই রকম ক্যারেক্টর করে !???
মিন হো বেস্ট
রিচ কিড বলে কি কাহিনী,ঘটনা,অনুভূতি,ব্যবহার,চাল চলন সব একই থাকে !??মিন হো বেস্ট !!! তা সে অভিনয় হিসেবেই হোক বা ব্যক্তিজীবনে !!এবং মিন হো যে পরিমান ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে তা করতে সেও জুন ওপ্পার আরো অনেক কষ্ট করতে হবে !!! কে-ড্রামা ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রেও মিন হো ওপ্পার অবদান এখনো শীর্ষে ।
বিতর্কের বিষয়ঃ Lee min ho is better than Park seo joon!
পক্ষে বলছি আমি ফজলে রাব্বী।শুরুতেই ধন্যবাদ জানাই এমন সুন্দর এক আয়োজন করায়।মাননীয় মডারেটর, এই বিতর্কের কারণ হলো অভিনয়, প্রথমে একটা জিনিস বলে রাখি একজন এক্টরের অভিনয়ের উপর কথা উঠবে ওই সময় যখন সে কোন মুভি/ড্রামায় ওভারএক্টিং করে বা অভিনয়ের মান খুবই খারাপ হয়।
বিপক্ষ দলের কাছে আমার প্রথম প্রশ্ন সে কোন ড্রামা/মুভিতে খারাপ অভিনয় করেছে.?এখন আসি তাদের একটি অপ্রয়োজনীয় মন্তব্যে তাদের কথা হলো সে সিও জুন থেকে সুন্দর তাই তার এতো ফ্যান ফলোয়িং।তাদের এই মন্তব্যটা কতোটা হাস্যকর বলে বুঝানো যাবেনা,সাউথ কোরিয়ার মতো ইন্ড্রাস্ট্রিতে এটা একটু বেশিই বেমানান,তাছাড়া তার থেকে বহু সুন্দর এক্টর সেখানে এখনও বিদ্যমান, তাদের কিন্তু এতো ফ্যান ফলোয়িং নেই।
কোরিয়ান হার্টথ্রব নায়িকা জুন-জি হিয়্যুন
এখন আমরা একটু পিছনে ফিরে যাই ২০০৯ এর ড্রামা বয়েজ ওভার ফ্লাওয়ারএ।বফকে শুধু লি-মিনহোর টার্নিং ক্যারিয়ার ধরা হয় এমনটা কিন্তু না,কেড্রামাকে বহির্বিশ্বে আলোচনায় আনতে এই ড্রামা অনেক অবদান রেখেছে।এখানে সবাই ভালো অভিনয় করেছে কিন্তু সবাইকে ছাফিয়ে নিজেকে সবার থেকে আলাদা করে জাহির করা লোকটাই কিন্তু তাদের কথা অনুযায়ী অভিনয়তে দুর্বল লি-মিনহো।
এবার আসি ২০১৬-২০১৭ এর ড্রামা ব্লু-সিতে, এখানে তার বিপরীতে অভিনয় করেছে কোরিয়ান হার্টথ্রব নায়িকা জুন-জি হিয়্যুন, তার অভিনয়ের কাছে যে কোন ভালো অভিনেতার অভিনয়কে ফিকে মনে হবে,কিন্তু ব্লু-সি দেখে থাকলে অবশ্যই জানেন,লি-মিনহো কেমন অভিনয় করেছে, জুন-জু হিয়্যুনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে, তার অভিনয়ের প্রশংসা আপনার করতেই হবে।নোটঃবিতর্ক যেহেতু অভিনয় নিয়ে,শুধু অভিনয়ের ব্যাপারেই লিখলাম।এছাড়াও ফেইথ,সিটি হান্টার এসব নিয়ে আশা করি কাউকে বলতে হবেনা।