দক্ষতা প্রকাশের মতো সুযোগ কতোটা হয়েছে

এখন যদি ওপ্পা এমন চরিত্রে অভিনয় করতেও চায় তাকে কি পরিচালক নিবে? ” Itaewon class” এর চরিত্রেই ভাবা যাক। অভিনয়ের কথা বাদ দেন। ৬ ফুট ২ ইঞ্চির অতি সুদর্শন এই মানুষটাকে বাটি কাটের চুলে কল্পনা করে দেখুন তো। পরিচালকের দরকার নেই, আপনি নিজেই বলতে পারবেন, তাকে কতোটা বেমানান, হাস্যকর লাগবে।

দক্ষতা প্রকাশের মতো সুযোগ

ওপ্পার appearance এ সম্ভ্রান্ত, rich guy – এসব চরিত্রই তার সাথে মানায়। তাই অন্য চরিত্রে তাকে কেউ কাস্টও করে না। আপনার অভিনয় দক্ষতা দেখাতে হলে অবশ্যই সে সুযোগ লাগবে। সেই সু্যোগের জন্য সৌভাগ্যের দরকার। আপনার সবকিছু খাপে খাপ মিললেই আপনি চরিত্রটি নিতে পারবেন। চরিত্রে যদি আপনাকে নেয়াই না হয়, তাহলে আপনি দক্ষতা কিভাবে দেখাবেন।

দক্ষতা প্রকাশের মতো সুযোগ কতোটা হয়েছে

তাই বলে তার এই ব্যাপারগুলোকে নিয়ে বলতে পারেন না তার অভিনয় দক্ষতা নেই। সে দক্ষতা প্রকাশের মতো সুযোগ কতোটা হয়েছে তাও আপনার ভাবা উচিত।অনেকেই বলেছেন “কিং” এ সে ভালো অভিনয় করেছে, যা অন্য ড্রামায় করে নি। এক্ষেত্রে আমি একটি কথা বলবো। খেয়াল করে দেখবেন মিলিটারি থেকে আসার পর ওপ্পার সেই ” কিউট লুক ” বদলে “ম্যানলি লুকে” পরিবর্তিত হয়েছে।

আর সেই কারণে king ড্রামায় তার গতানুগতিক চরিত্রের পরিবর্তন এসেছে। অভিনয় তার আগেও ভালো ছিল। কিন্তু সে অভিনয় চোখে পড়ার মতো খাপে খাপ মেলানো appearance খুঁজে পান নি। যা এখন তুলনামূলকভাবে চোখে পড়ছে। ওপ্পার ক্যারিয়ার এখনো শেষ হয়ে যায় নি। আমরা ভবিষ্যতে হয়তো আরো চ্যালেঞ্জিং কোন চরিত্রে তাকে দেখতে পাবো।

লাভার বয়

কিন্তু এই কথা বলতেই হয়, ” লাভার বয় ” চরিত্রে নিজের বেস্ট পারফরম্যান্স দেয়াতে কোন ছাড় দেয় না সে। তেমন শক্তিশালী প্লটের কোন ড্রামা করেনি :
অনেকেই বলে থাকেন কিং ছাড়া তার তেমন কোন ভালো স্টোরির ড্রামা নেই। সব টিপিক্যাল স্টোরি।এক্ষেত্রে যদি তাদের মতো করে বলি, অভিনেতা হিসেবে ওপ্পার স্ট্রাগল তো তাহলে অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি।

যেখানে শক্তিশালী প্লটের বদৌলতে একজন অভিনেতা পরিচিতি পান। তাহলে প্লট ছাড়া মিন হো কিভাবে পরিচিতি পায় ? কিভাবে এতো ফেমাস হয় ? উত্তর একটায়- তার ” সাবলীল অভিনয় “। এটাই তার অভিনয়ের শক্তিশালী পয়েন্ট। অন্যরা যখন ড্রামার বদৌলতে তাদের প্লে করা রোলের পরিচিতি পায়, তখন স্রোতের প্রতিকূলে থেকে মিন হো শুধুমাত্র তার প্লে করা চরিত্র দিয়েই ড্রামার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়, সেই ড্রামাকে সবার কাছে পরিচিত করে তোলে।

তাহলে অভিনেতা হিসেবে তার দক্ষতা কি প্রশংসনীয় নয় ??? কেননা, সে ড্রামার পরিচয়ে না, নিজের চরিত্রের পরিচয়ে ড্রামাকে পরিচিতি দেয়।
এখন আসি, ” সাবলীল অভিনয় ” বলতে কি বুঝিয়েছি ? একজন অভিনেতার মূল সাফল্য – দর্শক যাতে তার অভিনয়কে নিছক অভিনয় না ভেবে, বাস্তব ভেবে বসে। ওপ্পা যখন rude রোলে থাকে, আপনার মনে হবে এমন অহংকারী কোন মানুষ এই দুনিয়াতে আর নেই।

রোমান্টিক লুকে দেখে

সে যখন রোমান্টিক লুকে দেখে, আপনার মনে হবে আপনি হাজার মাইল দূর থেকেও যেন তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছেন। সে যখন প্রেমে ব্যর্থ হয়ে ভালোবাসার জন্য আকুল হয়ে পড়ে, আপনার মনে হবে আপনি এখনই গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে আসেন। ওপ্পা যখন কমেডি রোলে থাকে, আপনার বিন্দুমাত্র মনে হবে না সে আপনাকে জোর করে হাসাচ্ছে ।

কোন জোকার হিসেবে না, বরং সাধারণ মানুষের মতো করেই সে আপনাকে হাসিয়ে ফেলবে। ওপ্পা প্রতিটি রোলে একদম পানির মতো মিশে যায়। মূল কথা তার কোন অভিনয়ে আপনি “ওভারএক্টিং” খুঁজে পাবেন না। মনে হবে এই চরিত্র তার জন্যই বানানো। সে যখন Gu Jun pyo চরিত্রে অভিনয় করে , তখন আপনার মনে হবে সে বাস্তবে Lee min ho না, Jun pyo ই।

আবার যখন আপনি তাকে Kim tan হিসেবে দেখবেন, মনে হবে সে বাস্তবেই Kim tan. চরিত্রগুলোর সাথে এতোটা মিশে যায় যে, আপনি যখন ড্রামা দেখেন, মনেই হবে না আপনি actor min ho কে দেখছেন, মনে হবে আপনি rich,rude, অহংকারী Junpyo কেই দেখছেন। অনেকেই মিন হো বলতে এখনো junpyo নামেই বলে থাকেন।

বফের জন্য Junpyo চরিত্রটি

বফের জন্য Junpyo চরিত্রটি নয়,বরং junpyo চরিত্রের জন্যই Bof এতো ফেমাস হয়েছে।ড্রামার কয়টা চরিত্রই ড্রামার বাইরে নিজের চরিত্রের জন্য এমন আলাদা স্থান, আলাদা পরিচয় পেয়েছে ?? একজন অভিনেতার জন্য এটাই সবচেয়ে বড় সাফল্য- যখন মানুষ তার বাস্তবিক চরিত্র ভুলে ড্রামার চরিত্রেই তাকে চেনে, আপন করে নেয়।

এটাই তার অভিনয় দক্ষতা যখন কেউ তার অভিনয়কে অভিনয় না ভেবে বাস্তব ভেবে বসে। ওপ্পার রোমান্টিক কোন মুহূর্তে এসে প্রতিটা মেয়েই নায়িকার জায়গায় নিজেকে কল্পনা করে বসে। আহ, ছেলেটা তো যেন আমাকেই saranghe বলছে !! তার নায়িকার কাছাকাছি হওয়া, Intimate কোন মুহূর্তে আপনি মাঝে মাঝে বুঝতেই পারেন না, এখানে নায়ক- নায়িকার রোমান্স চলছে।

মনে হবে, যেন আপনার সাথেই ঘটছে, আপনার চোখের সামনেই। এমন সাবলীলভাবে, কোন ওভারএক্টিং ছাড়া নিজের চরিত্র ফুটিয়ে তুলতে পারা অবশ্যই একজন দক্ষ অভিনেতার পরিচয়।

লি মিন হোর

বিতর্কের বিষয়ঃ Lee Min Ho is better than Park seo joon
আমি এর পক্ষে বলছি।প্রথমত আমি মডারেটরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিজের পছন্দের মানুষকে সেরা হিসেবে প্রকাশ করতে দেওয়ার সুযোগের জন্য।
কেড্রামা র ফ্যান আর কেউ লিমিন হো কে চিনে না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে। আর তার কেমন ফ্যান ফলোয়ারস তা কিছু দিন আগের এক্টা নিউজ দেখেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা,কোরিয়ার জনসংখ্যা থেকেও তার ফলোয়ার বেশি… এবার আসা যাক তার ড্রামা এবং মুভি নিয়ে।

Lee min ho

লি মিন হোর BOF high viwership rating পেয়েছিল পুরো এশিয়া তে… সে শুধু Heirs,LOTBS,Personal Taste এর সুদর্শন ও রোমান্টিক নায়ক ই না,city hunter ড্রামা তে সে দক্ষ ভাবে আ্যাকশন হিরোর রোলও করেছিল…military training থেকে আসার পর The king eternal monarch এর মত ড্রামাতে লি মিন হো খুব ভাল অভিনয় করে সবার প্রশংসা পেয়েছে…
লি মিন হোর মুভি,Gangnam Blues এ অনেক ভালো অভিনয় করেছিল, এওয়ার্ডস পেয়েছিল।

অনেক ভাল মত সে তার gangster ক্যারেক্টার প্লে করেছিল…যেটা কিনা রোমান্টিক হিরোর থেকে উল্টা এক্টা চরিত্র….লি মিন হো র Wax figure Madame Tussauds Hong kong এ display করা হয়েছিল,সেই সাথে Madame Tussauds museum,Shanghai তেও তার Wax figure exihibited করা হয়েছিল…যেখানে কিনা Barac Obama,Queen Elizabeth, MJ আরো অনেক নামি দামি মানুষের Wax figure রয়েছে..।

Prime Minister Award

অনেক অনেক এওয়ার্ড প্রাপ্ত লি মিন হো Prime Minister Award ও পেয়েছিল কালচার এন্ড আর্টস এ তার কন্ট্রিবিউশান এর জন্য….যেটা অনেক গুরুত্বপূর্ণ এওয়ার্ড…. লি মিন হো সোশাল কাজেও অনেক এক্টিভ..Unicef এর জন্য কাজ করে যাচ্ছে..PROMIZ নামে ওয়েবসাইটের মাধ্যমে সে সামাজিক কাজ করে যাচ্ছে…তাকে Ministry of Health and Welfare থেকে এওয়ার্ড দেয়া হয় তার সামাজিক কাজের জন্য.. অন্যদিকে পার্ক সেও জুন লি মিন হোর চেয়ে অনেক বেশি পিছানো…সে এত রিকোগনাইজড ও না ওয়ার্ল্ড ওয়াইড…

লি মিন হো র থেকে বেশি ড্রামা করেও সে এখনো সেই জায়গায় পৌছাতে পারে নি.. অস্কার জয়ী একটা ছবিতে ক্যামিও করে তাকে লি মিন হো এর চেয়ে ভালো বলা যাবে তা নয়…লি মিন হো যে সময়টুকু মিলিটারি তে ছিল সে সময়ে পার্ক সেও জুন সে সময়ে অত ফেমাস হতে পারে নি..Iteawon class,fight for my way তে সে ভালো অভিনয় করেছিল,তাই বলে তাকে লি মিন হোর থেকে বেটার বলা যাবে না… পরিশেষে বলতে চাই অভিনয়, ফ্যান ফলোয়ার এন্ড other activities এর দিক দিয়ে Lee Min Ho is better than park seo joon.
ধন্যবাদ মডারেটর।

বিতর্কের বিষয় : Lee Min Ho is better than Park Seo Joon.
বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি লাবণ্য । মাননীয় মডারেটর, শুরুতেই ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি ইভেন্ট আয়োজনের জন্য। বর্তমানে কোরিয়ান এতো – এতো ভালো মানের তারকাদের মধ্যে একজনকে বেছে নেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার।তবে এই বিতর্কটি হয়তো এই কঠিন ব্যাপারটা কে কিছুটা সহজ করে তুলতে সাহায্য করবে।

পার্ক সে জুনের ক্যারিয়ার

শুরুতেই আপনি পার্ক সে জুনের ক্যারিয়ারের দিকে লক্ষ্য করলে দেখবেন তার এন্টারটেইনমেন্ট জগতে অভিষেক হয়েছে একটি মিউজিক ভিডিও র মাধ্যমে এবং সেটি ২০১১ সালে। অন্যদিকে লি মিন হো’র অফিসিয়ালি এন্টারটেইনমেন্ট জগতে অভিষেক হয়েছে একটি ড্রামা সিরিজের মাধ্যমে ২০০৩ সালে। অথচ তাদের মধ্যকার বয়সের পার্থক্য মাত্র দেড় বছর। এরপর পার্ক সে জুন বেশ কিছু ড্রামা সিরিজে অভিনয় করে থাকলেও সেগুলোর কোনটিই তেমন গুরুত্ব পায়নি।

সে তার ব্রেকআউট রোলটি নিয়ে ফিরে আসেন ২০১৫ সালে দুইটি ড্রামা সিরিজ এবং একটি মুভির মাধ্যমে। এরপর ২০১৬ সালে “Hwarang” নামের একটি হিস্টোরিক্যাল ড্রামাতে সে অভিনয় করে দর্শকের মন জয় করে। পার্ক সে জুন তার ক্যারিয়ারে সবথেকে বেশি সফলতা পায় ২০১৭ সালে “Fight for my way” ড্রামা সিরিজটির মাধ্যমে। এবং ওই একই বছরে “Midnight Runners” নামের একটি মুভিতে অভিনয় করে কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড এ “বেস্ট নিউ অ্যাক্টর” হিসেবে ভূষিত হন তিনি।

এরপর ২০১৮ এবং ২০১৯ সালে “what’s wrong with sec. Kim” এবং “Divine Fury” নামের ড্রামা ও মুভির মাধ্যমে সে প্রচুর প্রশংসা লাভ করেন। এবং সর্বশেষ ২০২০ সালে “Itaewon Class” নামের একটি সাক্সেসফুল ড্রামা সিরিজে অভিনয় করে। অন্যদিকে লি মিন হো প্রথম লিডিং রোল এ অভিনয় করেন ২০০৭ সালে “Mackerel Run” নামের একটি স্কুল ড্রামাতে যদিও ড্রামাটি দর্শকের মন জয় করতে পারে নি।

ড্রামা ও মুভিতে অভিনয়

এরপর সে বেশ কিছু ড্রামা ও মুভিতে অভিনয় করেও জনপ্রিয়তা লাভ করতে পারেন নি। লি মিন হো তার ব্রেকথ্রু নিয়ে আসেন ২০০৯ সালে “Boys Over Flowers” ড্রামাটি নিয়ে। ড্রামাটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে, কোরিয়ান ড্রামা লাভার কিন্তু লি মিন হো ‘র BOF দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়াটাই একটা সময়ে কঠিন হয়ে উঠেছিলো। এরপর ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত “Personal Taste, Faith, City Hunter” এর মতোন জনপ্রিয় ড্রামা সিরিজ সে দর্শককে উপহার করেছেন।

এবং ২০১৩ সালে সে নিজের প্রথম মিউজিক অ্যালবাম ও বের করে ফেলেন। একই বছরে কিম ইউন সুকের লেখা “The Heirs” ড্রামাতেও অভিনয় করে ফেলেন। এই ড্রামাটির মাধ্যমে সে লোক্যালি এবং ইন্টারন্যাশনালি প্রচুর পরিমানে জনপ্রিয়তা লাভ করেন। এরপর ২০১৪ সাল ছিল লি ‘র জন্য অনেকটা স্বপ্নের মতোন।অফিসিয়ালি কোনো ড্রামা বা মুভিতে কাজ না করলেও এই বছরেই কোরিয়ান প্রথম কোনও সেলিব্রিটি হিসেবে সে চায়নার “লুনার নিউ ইয়ার” প্রোগ্রামে Harlem Yu (অরিজিনাল সিঙ্গার অফ দ্য থিম সং অফ Mateor Garden) এর সাথে গান গাওয়ার সুযোগ পান।

এই বছরেই কোরিয়ান কালচার অ্যান্ড আর্ট অ্যাওয়ার্ডে সে “প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড” পদে ভূষিত হন। একই বছরে সে তার দ্বিতীয় মিউজিক অ্যালবাম টিও রিলিজ করে ফেলেন। এরপর ২০১৫ সালে “Gangnam Blues” নামের একটি মুভি তে অভিনয় করেন সে। ২০১৬ সালে সে আবারো ” The Bounty Hunters” নামের একটি অ্যাকশন মুভিতে অভিনয় করেন এবং সেটি চায়না তে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে।

Legend of the blue sea

একই বছরে সে তার বহুল জনপ্রিয় ফ্যান্টাসি, রোম্যান্সে ভরপুর “Legend of the blue sea” ড্রামাতে অভিনয় করে প্রচুর প্রশংসিত হন। এরপরে লি মিন হো’র ক্যারিয়ারে লম্বা বিরতি এবং আমার মতে এখান থেকেই পার্ক সে জুনের সাফল্যের ক্যারিয়ারের শুরু। এবার আসি ২০২০ সালে। ২০১৬ সালের সেই লম্বা বিরতির পর লি মিন হো এ বছরেই তার কাজ নিয়ে ফিরে আসেন। একই বছরে এদের দুইজনের ই “Itaewon Class এবং The King Eternal Monarch” নামের দুইটি ভয়াবহ সুন্দর ড্রামা সিরিজ মুক্তি পেয়েছে।

সত্যি বলতে আমি এই দুইটা ড্রামার ই বিশাল ফ্যান। দুইটি ভিন্নধর্মী গল্পে তৈরি সম্পূর্ন দুই ধাঁচের এই ড্রামা দুইটি এবছরে এখন পর্যন্ত আমার দেখা টপ লিস্টে রয়েছে। এদের দুইজন কে আলাদা করতে এদের ক্যারিয়ার নিয়ে আলোচনা করা ছাড়া আমি আর কোনো আলাদা দিক খুঁজে পেলাম না। এছাড়া সোশ্যাল মিডিয়ার অনুসারীদের কাউন্ট করলে লি মিন হো কে এমনিতেই এগিয়ে রাখা হয়। তবে হাজার কিছু বললেও এটাই সত্যি যে দুইজন ই ভালো অভিনেতা।

অনেকেই লি মিন হো কে তার চেহারার জন্য আলাদা ভাবে প্রায়োরিটি দিয়ে থাকে তবে, আমার কাছে অবশ্য সেটা একদম ই মনে হয় না। আমার কাছে লিমন ভাই ও সুজন ভাই দুইজন ই চেহারার দিকে সমানে – সমান। তবে এদের দুইজনের ক্যারিয়ারের দিকে লক্ষ্য রেখে আমি লি মিন হো কে ই এগিয়ে রাখবো।
আমি আমার এই দীর্ঘ বক্তব্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment