এই ড্রামা নিয়ে গ্রুপে এত কম পোস্ট থাকার কারণ বুঝলাম না! গ্রুপে Kim Soo Hyun স্ট্যানের সংখ্যা কম মনে হয়… ওপ্পা এত্ত ভাল একটা কাজের জন্য ঠিকঠাক প্রশংসা পাচ্ছে না। তাই ভাবলাম নিজেই একটা পোস্ট দেই।
হালকা স্পয়লার 


Kim Sung Kyu, Yang Gyung Won





প্লট:
ড্রামাটি মূলত জনপ্রিয় ব্রিটিশ ড্রামা “Criminal Justice” এর কোরিয়ান রিমেক। মূল চরিত্র ২৪ বছর বয়সী একজন সাধারণ কলেজপড়ুয়া ছাত্র Kim Hyun-soo, যে ঘটনাচক্রে Hong Guk-hwaকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত হয়। তবে সে বারবার এই অভিযোগ অস্বীকার করতে থাকে।
তার বিরুদ্ধে ডিরেক্ট কোনো এভিডেন্স পাওয়া না গেলেও, Circumstantial Evidence পাওয়া যায় একশোরও বেশি। ভীত, অসহায় Hyun-soo এর ল’য়ার হিসেবে নিজেই পাশে এসে দাঁড়ান Shin Joong-han, যে সকলের কাছে থার্ডক্লাস উকিল হিসেবে পরিচিত। কারণ, সে সাধারণত কম পারিশ্রমিকে ছোটখাটো বা মাঝারি মানের কেস হ্যান্ডেল করে থাকে।
ট্রায়াল চলাকালীন জেলে থাকা অবস্থায় Hyun-soo পরিচিত হয় Do Ji-Tae এর সাথে যে তাকে পরবর্তীতে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। মূলত মামলার ট্রায়াল এবং Hyun soo-এর জেলে থাকাকালীন ঘটনা নিয়েই এই ড্রামা।
কাস্ট-ক্যারেক্টারস:
অনগোয়িং ড্রামা দেখার অভ্যাস নেই। কিন্তু Kim Soo Hyun এর ড্রামা না দেখে থাকতে পারলাম না। It’s Okay to Not Be Okay দেখে সেই যে ওপ্পার প্রেমে পড়লাম, এখনো হাবুডুবু খাচ্ছি
ধীরে ধীরে তার প্রায় সব ড্রামা, মুভি দেখা শেষ। ওপ্পার এ্যাক্টিং আমার কাছে বরাবরই অসাধারণ লাগে। তবে এই ড্রামায় বিশেষভাবে তার লুকের তারিফ করতে হবে।

তার বয়স ২৪ বছরের চেয়ে একদিনও বেশী মনে হয়নি। কলেজ পড়ুয়া তরুণ হিসেবে পারফেক্টলি মানিয়ে গেছে।
আমার মতে, এত্ত এক্সপ্রেসিভ চোখ আর কোনো এ্যাক্টরের নেই। শুধুমাত্র চোখ দিয়েই এত ইমোশন পোর্ট্রে করতে দেখেছি শুধু Kim Soo Hyunকে।
আরেকটা ব্যাপার যেটা অন্য এ্যাক্টরদের তুলনায় ওপ্পার ক্ষেত্রে বেশী দেখা যায় সেটা হলো কান্নার সীন…
Dream High, My Love from the Stars, Moon Embracing The Sun, The Producers, It’s Okay to Not Be Okay এইসব ড্রামায় তার কান্নাকাটির অসংখ্য দৃশ্য আছে।

তবে এইবার সেটা রেকর্ড ব্রেকিং পর্যায়ে চলে গেছে
কি পরিমাণ ইমোশনাল আর ফিজিক্যাল টর্চার তার উপর চালানো হয়েছে সেটা বলার বাইরে। প্রায় প্রতি এপিসোডে ৫/৬ বার করে কান্নাকাটি চলছে

তবে ওপ্পার এই এ্যাক্টিংই আপনার মন জয় করে নেবে
মনে হবে এই নরম কোমল মানুষটাকে এক্ষুণী এসব অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে আসি 

বাকি সীনগুলোতেও তার অভিনয় ছিল একদম টপনচ। ওপ্পা কেন কোরিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত এ্যাক্টর সেটা এই ড্রামা দেখে বুঝতে পারবেন। তার ক্যারিয়ারের টপ ফাইভ পারফরম্যান্সের তালিকা এই ড্রামা ছাড়া করা যাবে বলে আমি মনে করি না।
ফ্যানদের কাছে প্রিজনার নম্বর 7927 বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। আগামী বছর ওপ্পার ঝুলিতে অনেক এ্যাওয়ার্ড যোগ হবে বলে আশা করছি। এই ড্রামা দিয়েই হয়তো ওপ্পা তার ৫ম Daesang পেয়ে যাবে

Shin Joong-han চরিত্রের জন্য তাকেই উপযুক্ত মনে হয়েছে। একজন উকিলকে সবসময় ইমোশন আর বাস্তবতার দুটোদিক নিয়েই কাজ করতে হয় সেই ব্যাপারটা সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন।




এছাড়াও প্রসিকিউটর Ahn Tae-hee চরিত্রে রয়েছেন Hellbound এ্যাক্ট্রেস Kim Shin Rok

কোনো ধরনের সময় নষ্ট ছাড়া প্রথম এপিসোড থেকেই মূলকাহিনী শুরু হয়ে যায়। থ্রিল ছিল প্রতি এপিসোডেই, সব এপি দেখার সময়ই টেনশন কাজ করবে দশর্কদের মাঝে। লাস্ট দুই এপিতে Hyun-soo এর আচরণে এবং লুকে বড় একটা চেন্জ দেখা যায়।
Flower of Evil, Mouse, Beyond Evil টাইপের সাসপেন্স খুঁজলে এই ড্রামায় সেটা পাবেন না। এখানে চোখ কপালে তোলা বড়সড় টুইস্ট ছিল না। তবে এসব ছিল না বলেই এই ড্রামা আমার কাছে বেশী রিয়েলিস্টিক মনে হয়েছে।
এতে প্রয়োজনের অতিরিক্ত কোনো নাটকীয়তা ছিল না। সাধারণ কোনো দিনের একটি ঘটনার প্রভাব কতবড় হতে পারে, একজন মানুষের জীবনের মোড় হঠাৎ কিভাবে ঘুরে যেতে পারে সেটাই এখানে তুলে ধরা হয়েছে।
এ্যান্ডিংটা হয়তো অনেকের মনমতো হবে না। তবে আমার কাছে এটা বাস্তবধর্মী মনে হয়েছে। একদম শেষে ক্যামিও হিসেবে একটা চমক লুকিয়ে আছে।
শেষমেশ বলবো, Fantasy, Rom-com এসবের বাইরে কিছু দেখতে চাইলে ছোটখাটো ড্রামা হিসেবে One Ordinary Day বেছে নিতে পারেন, সময় ভাল কাটবে।
10. When the weather is fine
আহামরি কোনও গল্প না। তবুও ১৬টা এপিসোড কীভাবে যেনো দেখে ফেলেছি। Healing+soothing
9. Happiness
হ্যাপি এন্ডিং না দিলে এই ড্রামাটা লিস্টের ১ম/২য় তে থাকতো।
8. Vagabond
পুরা ড্রামা জুড়ে এড্রেনালিনের নাচন
এইটা অনেক পছন্দের একটা ড্রামা কিন্তু সিজন-২ যদি কখনও আসেও, দেখব না।

7. Extracurricular
১০টা এপিসোডের ছোট্ট একটা ড্রামা। টিন-এজ, ক্রাইম বেসড।
6. Are you human too?
ছেলেকে মিস করতে গিয়ে ছেলের আদলে একটা রোবট তৈরি করেন এক বিজ্ঞানী। রোবটেরও কী মানুষের মতো আবেগ-অনুভূতি থাকে? কিজানি, ড্রামাটা দেখলে হয়তো আপনারও এই ভাবনা চলে আসবে। সুন্দর একটা গল্প।
5. Moon lovers
লাস্ট এপিসোডের আগে তেমন কান্না পায় নাই। তবে পুরো ড্রামা অনেক আগ্রহ নিয়ে দেখেছি। এটা অনেকেরই প্রিয় ড্রামা।
4. Crash landing on you
Sometimes, the wrong train takes you to the right station.
How?
If you wanna know the answer then watch cloy 

3. Kingdom
জোম্বি রিলেটেড বেস্ট ড্রামা আই গেস।
2. Goblin
গল্প কেন এতো সুন্দর হয়? আজুসসি, আপনার জন্য ভালোবাসা।
গবলিন আর গ্রিম রিপারের Bromance অনেক মিস করি।
1. Flower of the evil
আচ্ছা, আমরা কী করি? পছন্দের মানুষের সামনে নিজেকে পরিপাটি প্রমাণে ব্যস্ত থাকি। তাই তো? আমরা চাই তারা আমাদের ভালোবাসুক।
এই ভালোবাসা তখনই স্থায়ী হয় যখন আপনার এলোমেলো অবস্থাতেও অপর পাশের মানুষটি আপনাকে ভালোবেসে যাবে। এই কনসেপ্টটার জন্যেই ড্রামাটা আমার সবথেকে বেশি প্রিয়।
(৫০+ ড্রামা দেখা হয়েছে মাত্র। একেক সময় একেকটা ভালো লেগেছে। তার মধ্যে থেকে প্রিয় এই দশটা। এই লিস্ট যে কোনও সময় চেইঞ্জও হতে পারে
)
